পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় দুয়ারে সরকার কর্মসূচি চালু হয়। এই Duare Sarkar camp সাধারণ মানুষ বিভিন্ন ধরনের প্রকল্পের বিশেষ সুযোগ সুবিধা পেয়ে থাকেন। আগামী 1 নভেম্বর 2022 দুয়ারে সরকার কর্মসূচি পুনরায় চালু হবে এবং পাড়ায় সমাধান নতুন করে শুরু হবে।
দুয়ারে সরকার ক্যাম্প কবে? কোথায় শুরু হবে? তা আপনি সরাসরি আপনার মোবাইল এর মাধ্যমে অনলাইন দেখতে পারেন, আজকের এই আর্টিকেল মাধ্যমে আমরা, পুনরায় আপনার এলাকার "duare sarkar camp list" আগামী 1 নভেম্বর 2022 দুয়ারে সরকার কর্মসূচি শুরু কিভাবে দেখবেন তা বিস্তারিত আপনাদের শেয়ার করবো।
Duare Sarkar camp কর্মসূচি লিস্ট চেক আপনার এলাকার, ওয়ার্ড ও জেলা ভিত্তিক কিভাবে দেখবেন?
পুনরায় আপনার এলাকার দুয়ারে সরকার ক্যাম্প কবে? কোথায় শুরু হবে? মোবাইল এর মাধ্যমে অনলাইন দেখতে পারবেন এর জন্য আপনাকে -
- প্রথমে Duare Sarkar অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট লিংক - Click Here
- এরপর হোম পেজে Find Your Camp এই অপশনে ক্লিক করবেন।
- পরবর্তী পেজে আপনার District, Block/Local Body ও GP/Ward নাম Select করলে সরাসরি অনলাইন দেখতে পারবেন আপনার এলাকার সম্পূর্ণ Duare Sarkar কর্মসূচি লিস্ট।
প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "duare sarkar camp list" কবে শুরু হবে আপনার এলাকায়, তা আপনাদের সম্পূর্ণ শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো মতামত থাকে বা সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
No comments:
Post a Comment