Sunday, December 11, 2022

Digital Marketing 2023 : ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং কিভাবে শুরু করবেন? জেনে নিন বিস্তারিত!!

  Deb Kumar       Sunday, December 11, 2022
Digital Marketing - এই শব্দটা কম বেশি আমরা সকলেই শুনেছি, এবং এই ডিজিটাল মার্কেটিং থেকে এখন অনেকেই প্রচুর টাকা রোজগার করছে। বর্তমান ইন্টারনেট দুনিয়াতে Digital Marketing অনলাইন ব্যবসা মূল হয়ে দাঁড়িয়েছে। এই ডিজিটাল মার্কেটিং কিভাবে শুরু করবেন বা Digital Marketing কি আজকে এই প্রতিবেদনে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবো। 
digital marketing 2023

এখন কার দিনে, ডিজিটাল মার্কেটিং করে নিজের ক্যারিয়ার তৈরি করেছে ও প্রচুর টাকা ইনকাম করছে। আপনি ও চাইলে এই পদ্ধতিতে "Digital Marketing 2023" ওপেন করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক Digital Marketing সম্পর্কে বিস্তারিত তথ্য। 

ডিজিটাল মার্কেটিং কি? // What is Digital Marketing -

প্রথমে আমরা জানব ডিজিটাল মার্কেটিং কি?
এক কথায় Digital Marketing অর্থ Digital বা ডিজিটাল ডিভাইস এবং প্রযুক্তি (মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি) ব্যবহার ও Marketing অর্থ বিপণন করা বা প্রচার করা। অর্থাৎ অনলাইন এর মাধ্যমে নিজের ব্যবসা প্রচার বা অনলাইন টেকনোলজি ব্যবহার করে নিজের ক্যারিয়ার গঠন করা। 

ডিজিটাল মার্কেটিং কি কি সুবিধা রয়েছে? 

আপনি যদি Digital Marketing এর মাধ্যমে নিজের ক্যারিয়ার তৈরি করতে চাইছেন তাহলে আপনার ডিজিটাল মার্কেটিং কি কি সুবিধা রয়েছে তা জানা খুবইজরুরী। 
বর্তমান অনলাইন ব্যবহারকারী দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দিন দিন ডিজিটাল মার্কেটিং এর চাহিদা ও বারতে চলছে। খুব অল্প সময়ে স্বল্প বিনিয়োগের মাধ্যমে ছোট বড় যে কোন ধরণের ব্যবসা ডিজিটাল মার্কেটিং এর দ্বারা নিজেদের ক্যারিয়ার গঠন করছে।
চলুন দেখে নেওয়া যাক Digital Marketing সুবিধা গুলো -
  • অল্প সময়ে স্বল্প বিনিয়োগের প্রতিষ্ঠানের সেবা বা পন্য কাস্টমারদের কাছে পৌছানো যায়।
  • ডিজিটাল মার্কেটিং এর জন্য কোথাও যাওয়ার প্রয়োজন হয় না, শুধু মাত্র আপনি বাড়িতে বসেই মোবাইল কিংবা কম্পিউটার দিয়ে Digital Marketing শুরু করতে পারেন।
  • কাস্টমারদের সাথে ওয়ান টু ওয়ান যোগাযোগ ব্যবস্থা শুধু অনলাইনে মাধ্যমেই তৈরি করা সম্ভব। 
  • অনলাইনে কোম্পানীর ব্রান্ড খুব তাড়াতাড়ি তৈরি করা যায় সম্ভব, যা অন্য কোন উপায়ে খুব সহজে হয় না।
  • এটি একটি নির্দিষ্ট এলাকায় মার্কেটিং করা যায়। কাস্টমারদের কাছেই শুধুমাত্র মার্কেটিং করতে চাইলে ডিজিটাল মার্কেটিংয়েই একমাত্র মাধ্যম।
এক কথায় সময়, অর্থ সবকিছুই সাশ্রয় হয় Digital Marketing করার মাধ্যমে।

Banglaprakalpa google news

ডিজিটাল মার্কেটিং কিভাবে শুরু করবেন? // Digital Marketing 2023 Methods in bangla 

ডিজিটাল মার্কেটিং শুরু করার আগে জানতে হবে, এই Digital Marketing 2023 কিভাবে অনলাইন মার্কেটিং চালু করবেন। এর কিছু প্লাটফরম রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনি আপনার আপনার ব্যবসার ধরন অনুযায়ী ডিজিটাল মার্কেটিং শুরু করতে পারবেন।
 আপনার ব্যবসার সঠিক প্লাটফর্ম যাচাই করে মার্কেটিং শুরু করলে অল্প সময়ের মধ্যে আপনার ব্যবসার সফলতা পাবেন, তাই মার্কেটিং এর বিভিন্ন প্লাটফর্ম সম্পর্কে বিস্তারিত জানতে হবে। 
Digital Marketing 2023 এর জন্য কি কি প্লাটফর্ম গুরুত্বপূর্ন :-
  • সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)
  • গুগল এড মার্কেটিং (google ads)
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং
  • কন্টেন্ট মার্কেটিং (content Marketing) 
  • ইমেইল মার্কেটিং
  • SMS মার্কেটিং
  • মোবাইল অ্যাপস মার্কেটিং

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)
Digital Marketing এর জন্য SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন গুরুত্বপূর্ণ ভুমিকা গ্রহণ করে। SEO প্রধান কাজ আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট গুলো সার্চ ইঞ্জিনের মাধ্যমে ভিজিটর এর কাছে পৌছে দেওয়া। 
তাই আপনাকে ব্যবসার সেরা সার্চ ইঞ্জিনে প্রদর্শন করার জন্য আপনার ওয়েবসাইটটিকে অবশ্যই SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে। নাহলে সার্চ ইঞ্জিন আপনি যে পোডাক্ট অনলাইন বিক্রি করতে চাইছেন তা খুজে পাবে না। যখন কোনও ব্যক্তি কোনও প্রোডাক্ট সার্চ করে তার প্রয়োজনের জন্য, তখন সেই প্রোডাক্ট এর নাম লিখে সরাসরি গুগলে সার্চ করে। আর তখন গুগল তার SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রেজাল্টের সবার উপরে আপনার প্রোডাক্ট এর লিংক শো করলে ভিজিটর আপনার প্রোডাক্ট কিনার আগ্রহ প্রকাশ করবে। তাই ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন গুরুত্বপূর্ন একটি অংশ। 

গুগল এড মার্কেটিং (google ads) 
 বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বহু ব্যবহৃত ডিজিটাল মার্কেটিং এর মধ্যে জনপ্রিয় প্লাটফর্ম হল Google Ads বা গুগল অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশিং প্রোগ্রাম। এই গুগল এড মার্কেটিং ব্যবহার করে খুব কম সময়ে আপনার ব্যবসার পন্য বা সেবা মানুষের কাছে পৌঁছে যাবে। আপনি লক্ষ্য করবেন বিভিন্ন ওয়েবসাইট (blooger website) বা ইউটিউব (Youtube) চ্যানেলে যে বিজ্ঞাপন দেখতে পান তার অধিকাংশই Ads গুগল এডস এর বিজ্ঞাপন।


সোশ্যাল মিডিয়া মার্কেটিং 
সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে অনেক প্লাটফর্ম রয়েছে, (ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইন্সটাগ্রাম মার্কেটিং, লিংকডিএন মার্কেটিং, স্নাপচ্যাট মার্কেটিং, হোয়াট অ্যাপস মার্কেটিং ও পিনটারেস্ট মার্কেটিং) ইত্যাদি সহ আরো অনেক social media marketing  এদের মধ্যে অন্যতম হল ফেসবুক মার্কেটিং।কারণ ফেসবুক এর সারা বিশ্বের শ্রেষ্ঠ সোশ্যাল মিডিয়া বলা হয়। তাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। 

কন্টেন্ট মার্কেটিং (content Marketing) 
বর্তমান ওয়েবসাইট (blooger website) জনপ্রিয়। কারণ বিভিন্ন প্রোডাক্ট এর রিভিউ লিখে অনলাইনে সহজেই প্রোডাক্ট মানুষের কাছে পৌছানো যায়। প্রোডাক্টটি পছন্দ হলে ক্রয় করার জন্য যোগাযোগ করে থাকেন। তাই আপনারও প্রোডাক্টটি এমন ভাবে উপস্থাপন করুন, যাতে ব্যবহারকারী সহজেই বিস্তারিত জানতে পারে। আপনার পোডাক্টের রিভিউ দেখে কোন কাস্টমারের প্রোডাক্টটি পছন্দ হলে তবেই সেই কাস্টমার আপনার কাছে অর্ডার করবে।

ইমেইল মার্কেটিং 
ইমেইল মার্কেটিং এর দ্বারা প্রমোট করা যায়। এর জন্য কিছু অডিয়েন্সের ইমেইল collect করে, তাদেরকে বিভিন্ন প্রোডাক্ট এর quality ইমেইল সেন্ড করা কে ইমেইল মার্কেটিং বলে।

SMS মার্কেটিং 
SMS মার্কেটিং ও ঠিক ইমেইল মার্কেটিং এর মতো SMS দ্বারা বিভিন্ন প্রোডাক্ট এর quality ইমেইল সেন্ড করা কে SMS মার্কেটিং বলা হয়।


মোবাইল অ্যাপস মার্কেটিং
ইন্টারনেটের যুগে বিভিন্ন ওয়েবসাইট ও ইউটিউব এর পাশাপাশি এখন প্রোডাক্ট এর সেল করতে যে কোনো কোম্পানি তার নিজস্ব mobile app ব্যবহার করছে। এর দ্বারা কাস্টমার হিউজ পরিমাণে বাড়ছে। 

প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "Digital Marketing Trends 2023" সম্পর্কে বিস্তারিত, তথ্য শেয়ার করলাম এবং ডিজিটাল মার্কেটিং শুরু করতে, এই প্লাটফর্ম গুলো গুরুত্বপূর্ন, এমন নতুন করে আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন। 
Share Post


logoblog

Thanks for reading Digital Marketing 2023 : ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং কিভাবে শুরু করবেন? জেনে নিন বিস্তারিত!!

Previous
« Prev Post

No comments:

Post a Comment