চলতি বছরে সকল কৃষক বন্ধুদের জন্য রাজ্য সরকার কিষান মান্ডিতে প্রতি বছর চাষীদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ক্রয় করে। আপনি যদি আপনার রবি শস্য ধান সরকার কে বিক্রয় করতে চান, তাহলে আপনি প্রতি 100 কেজি ধান 2040 টাকা পাবেন। এর জন্য আপনাকে প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। এই "Dhan bikri online registration" আপনি অনলাইন থেকে কীভাবে করবেন? ও কি কি ডকুমেন্ট প্রয়োজন। এবং আপনি কি কি সুবিধা পাবেন তা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবে এই প্রতিবেদনে।
অনলাইন রেজিস্ট্রেশন করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন?
কিষান মান্ডিতে ধান বিক্রির জন্য অনলাইন রেজিস্ট্রেশন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন। সেগুলো -
- আধার কার্ড।
- ভোটার কার্ড।
- নিজস্ব জমির রেকর্ড।
- ব্যাংক একাউন্ট
- নিজস্ব কালার ফটো।
- রেজিস্টার মোবাইল নম্বর।
এবং এর পাশাপাশি 4টি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে।
কিষান মান্ডিতে ধান বিক্রির অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি // Paddy Procurement Registration Online
যদি আপনি সরকার কে ন্যায্যমূল্যে ধান বিক্রয় করতে চান, তাহলে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন করার জন্য -
- প্রথমে আপনাকে Government of West Bengal Department of Food and Supplies Online Paddy Procurement System এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট লিংক- Click Here
- এরপর Farmer Self Registration এ ক্লিক করুন।
- পরবর্তী নতুন পেজে Farmer Self Registration আবেদন ফর্মটি ওপেন হবে। সেখানে আপনাকে আপনার আধার কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, লিঙ্গ, অ্যাড্রেস, ব্যাঙ্ক একাউন্ট নম্বর, এবং জমির পরিমাণ উল্লেখ করে দিতে হবে।
- এছাড়াও সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে ভোটার কার্ড, নিজস্ব কালার ফটো, ব্যাঙ্কের পাশ বই,খতিয়ান আপলোড দিতে হবে।
প্রিয় বন্ধুরা আজকে এই আর্টিকেল মাধ্যমে "Kisan Mandi farmer self registration" সম্পর্কে বিস্তারিত, তথ্য শেয়ার করলাম, যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
No comments:
Post a Comment