Tuesday, December 20, 2022

primary tet exam result 2022 : প্রাইমারি টেট পরীক্ষার রেজাল্ট দেখার সহজ উপায় || কবে রেজাল্ট? জেনে নিন!!

  Deb Kumar       Tuesday, December 20, 2022

প্রাইমারি টেট 2022 পরীক্ষা 11 ডিসেম্বর প্রায় 6.5 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কবে "primary tet exam result 2022" পাবলিক হবে এবং এই রেজাল্ট কিভাবে দেখবেন।

wb tet 2022 result date


আজকের এই প্রতিবেদনে primary tet exam result কবে ও কিভাবে চেক করবেন সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ আপনাদের শেয়ার করবো।

প্রাইমারি টেট পরীক্ষার রেজাল্ট কবে দেবে? // primary tet exam result date

দীর্ঘ পাঁচ বছর পর প্রাইমারি টেট পরীক্ষার 11 ডিসেম্বর 2022 যথাযথ নিয়ম মেনে পরীক্ষা সুসম্পন্ন হয়েছে। কিন্ত এখন পরীক্ষার্থীদের মনে একটাই প্রশ্ন tet exam result date কবে?  এই মতামত অনুযায়ী প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি  কবে রেজাল্ট জানিয়েছে। তিনি উল্লিখিত কোন তারিখ না দিয়ে সম্ভাব্য এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে থেকে 2023 সালে জানুয়ারি মাসে প্রথম সপ্তাহের মধ্যে wb tet 2022 result date বলে জানিয়েছে। তিনি আরও বলেন যে primary tet এর অফিসিয়াল ওয়েবসাইটে বিশেষ বিজ্ঞপ্তি মাধ্যমে পরীক্ষার্থী তাদের রেজাল্ট দেখার সুযোগ মিলবে।
➡️Follow US ON : Google News

প্রাইমারি টেট পরীক্ষার রেজাল্ট দেখার সহজ উপায় // primary tet exam result 2022

প্রাইমারি টেট পরীক্ষার রেজাল্ট অনলাইনে সরাসরি মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে বাড়িতে বসে খুব সহজে দেখতে পারবেন। এর জন্য আপনাকে-
  • প্রাথমিক শিক্ষা পর্ষদের wbbpe (West Bengal Board Of Primary Education) অফিসিয়াল ওয়েবসাইট  https://www.wbbpe.org  ওপেন করতে হবে।
  • এরপর অফিসিয়াল ওয়েবসাইটটির হোম পেজে নীচের দিকে Online Application for Teacher Eligibility Test-2022 (TET-2022) for Classes I to V এর পাশে Click Here এই অপশনে ক্লিক করবেন।
  • পরবর্তী নতুন পেজ ওপেন হবে সেখানে Teacher Eligibility Test, 2022 (TET-2022) এই অপশনে ক্লিক করবেন।
tet exam result date 2022

  • এখন আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে এবং আপনাকে আপনার রেজাল্ট চেক করতে Check Result এই অপশনে ক্লিক করতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট লিংক- CLICK HERE 

প্রিয় শিক্ষার্থীরা "primary tet exam result 2022" এই ভাবে খুব সহজে দেখতে পারবেন, যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।

Share Post


logoblog

Thanks for reading primary tet exam result 2022 : প্রাইমারি টেট পরীক্ষার রেজাল্ট দেখার সহজ উপায় || কবে রেজাল্ট? জেনে নিন!!

Previous
« Prev Post

No comments:

Post a Comment