Wednesday, December 15, 2021

Bangla Sasya Bima Yojana || ফসলের ক্ষতিপূরণ দেওয়া শুরু হচ্ছে? আপনি ক্ষতিপূরণ পাবেন কিনা তা যাচাই করুন খুব সহজে?

  Deb Kumar       Wednesday, December 15, 2021

কৃষকদের ফসলের ক্ষতিপূরণ দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। "Bangla Sasya Bima Yojana" যে সমস্ত কৃষক নিজস্ব জমির ফসল বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির জন্য বীমা করেছিলেন 'এগ্রিকালচারাল ইন্সুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড' সেই কৃষকের একাউন্টে টাকা আসবে জানিয়েছে। তাহলে আপনি কিভাবে ক্ষতিপূরণ পাবেন কিনা তা যাচাই করবেন খুব সহজে? আজকে আমারা "bangla sasya bima status check voter curd" দিয়ে কিভাবে করবেন তা বিস্তারিত আপনাদের শেয়ার করবো।

bangla sasya bima status check

Bangla sasya bima status কি?
যে সমস্ত কৃষক খরিফ মরসুমে ফসলের চাষ করেছন বা রবি মরসুমে ফসলের চাষ করেছন এবং 2021-2022 খরিফ মরসুমে বাংলা শস্য বীমা প্রকল্পটির জন্য আবেদন করেছেন। সেই ফসল নষ্ট অর্থাৎ বন্যা কিংবা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়ায় মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় "এগ্রিকালচারাল ইন্সুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড" ফসলের ক্ষতিপূরণ দিচ্ছে। সেই "bangla sasya bima status check" করে জানতে পারেন।

বাংলা শস্য বীমা (BSB) যোজনা - আবেদন পদ্ধতি  
Bangla sasya bima status check voter curd দিয়ে কিভাবে করবেন?
বাংলা শস্য বীমা যোজনায় আপনি যদি নিজস্ব জমির জন্য আবেদন করেছিলেন তাহলে আপনি খুব সহজে মোবাইল এর মাধ্যমে অনলাইন "bangla sasya bima status check voter Id" দিয়ে দেখতে পাবেন।

এর জন্য আপনাকে -

  • প্রথমে আপনাকে গুগলে BSB লিখে সার্চ করতে হবে।
  • এরপর Search Insurance Coverage অপশনে ক্লিক করবেন।
bangla sasya bima status check online
  • পরবর্তী পেজটিতে আবেদনকারীর ভোটার আইডি কার্ড নম্বর এবং যে ফসলের জন্য অর্থাৎ আপনি খরিফ মরসুম বা রবি মরসুম সিলেক্ট করবেন ও আপনি যে আর্থিক বৎসরের স্টেটাস দেখতে চাইছেন সেই আর্থিক বছর সিলেক্ট করে Check অপশনে ক্লিক করলে আপনার "bangla sasya bima status" দেখতে পাবেন।
bangla sasya bima status check
  • এছাড়াও আপনি নীচে Download Certificate অপশনে ক্লিক করে Certificate pdf download করতে পারবেন।

প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "bangla sasya bima status check" কিভাবে করবেন তা আপনাদের সম্পূর্ণ তথ্য শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো কিছু সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।

Share Post


logoblog

Thanks for reading Bangla Sasya Bima Yojana || ফসলের ক্ষতিপূরণ দেওয়া শুরু হচ্ছে? আপনি ক্ষতিপূরণ পাবেন কিনা তা যাচাই করুন খুব সহজে?

Previous
« Prev Post

1 comment: