আপনি কি আয়ুষ্মান ভারত যোজনার জন্য আবেদন করছেন, তাহলে আপনি কিভাবে "Ayushman Bharat Health ID Card" আপনার নাম রয়েছে কিনা কি করে বুঝবেন? আয়ুষ্মান ভারত হেলথ আইডি কার্ড স্ট্যাটাস চেক বা "Ayushman Health ID Card" কিভাবে চেক করবেন? এবং কিভাবে এই যোজনা তে অনলাইন আবেদন করবেন তা বিস্তারিত আলোচনা করবো এই আর্টিকেলের মাধ্যমে।
Ayushman Bharat Health ID Card কি?
কেন্দ্রীয় সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল হেলথ মিশনে চিকিৎসার ক্ষেত্রে সুবিধা দেওয়ার জন্য "Ayushman Health ID Card" বা আয়ুষ্মান ভারত হেলথ আইডি কার্ড নতুন প্রকল্প চালু করেন। এই যোজনার আওতায় প্রত্যেক গরীব ও মধ্যবিত্তদের সঠিক স্বাস্থ্য পরিষেবা পাবেন। এই আয়ুষ্মান ভারত হেলথ আইডি কার্ড এর মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।
Health ID Card Online Apply || হেলথ আইডি কার্ড অনলাইন রেজিস্ট্রেশন
Ayushman Bharat Health ID Card স্ট্যাটাস চেক কিভাবে করবেন?
আপনি যদি আয়ুষ্মান ভারত যোজনায় আবেদন করে থাকেন তাহলে অবশ্যই "Ayushman Health ID Card" স্ট্যাটাস চেক করতে পারবেন। এর জন্য আপনাকে আয়ুষ্মান ভারত যোজনার অফিসিয়াল ওয়েবসাইট https://pmjay.gov.in যেতে হবে। এরপর Arogya Manthan 3.0 কাছে জিজ্ঞাসা চিহ্ন বা Am I Eligible অপশনে ক্লিক করুন। পরবর্তী পেজটিতে Login অপশনে আবেদনকারীর মোবাইল নম্বর ও ক্যাপচা কোড দিয়ে Genarate OTP তে ক্লিক করলে ওই মোবাইল নম্বরটিতে OTP আসবে এবং সেই OTP বসিয়ে "By clicking submit, you agree to our Terms, Data Security Policy" বক্সে ক্লিক করে Submit অপশনে ক্লিক করতে হবে। এরপর পরবর্তী পেজে Select State ও Select Category অপশনে Search By Name তে ক্লিক করুন। এরপর আবেদনকারীর নাম, বাবার নাম, মায়ের নাম, লিঙ্গ, বয়স, এবং Select Rural/Urban, District name, Village/Town, Pin code বসিয়ে Search অপশনে ক্লিক করলে আবেদনকারীর সমস্ত ডিটেইলস দেখতে পাবেন। এছাড়াও আপনার পরিবারের কত জনের নাম রয়েছে সেটাও দেখতে পাবেন।
আয়ুষ্মান ভারত যোজনার অফিসিয়াল ওয়েবসাইট - Click Here
Ayushman Bharat Health ID Card এর কি কি সুবিধা রয়েছে?
কেন্দ্রীয় সরকারের ডিজিটাল হেলথ মিশনে চিকিৎসার ক্ষেত্রে সুবিধা দেওয়ার জন্য আয়ুষ্মান ভারত হেলথ আইডি কার্ড বা "Ayushman Health ID Card" নতুন প্রকল্প বা যোজনা চালু করেন। যদি কোনো রোগী অপারেশন কিংবা বিভিন্ন জোটিল সমস্যার জন্য অন্য যেকোনো হাসপাতালে ভর্তি করার সময় এই আয়ুষ্মান ভারত হেলথ আইডি কার্ড বা "Ayushman Health ID Card" দিয়ে থাকে সেক্ষেত্রে ওই রোগীর সমস্ত চিকিৎসার খরচ এই পোর্টালে পাওয়া যাবে। ফলে চিকিৎসার সমস্যা হবে না। এই যোজনার আওতায় প্রত্যেক গরীব ও মধ্যবিত্তদের সঠিক স্বাস্থ্য পরিষেবা পাবেন। এই "আয়ুষ্মান ভারত হেলথ আইডি কার্ড" এর মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।
E-Shram Card Download | শ্রমিক কার্ড সম্পূর্ন অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি ও ডাউনলোড কিভাবে করবেন?
প্রিয় দর্শক আজকে আমরা আয়ুষ্মান ভারত হেলথ আইডি কার্ড স্ট্যাটাস চেক বা "Ayushman Health ID Card" সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করলাম আশাকরি সবাই বুঝতে পেরেছেন। যদি আপনারা নতুন করে আবেদন করতে চান তাহলে আপনারা নীচে কমেন্ট বক্সে জানতে পারেন। পরবর্তী আর্টিকেল এর মাধ্যমে আমরা সম্পূর্ণ আবেদন পদ্ধতি কিভাবে করবেন তা বিস্তারিত জানাবো। এছাড়াও আপনি যদি এইরকম নতুন প্রকল্পের খবর জানতে চান তাহলে আমাদের এই ওয়েবসাইটে নীচের দিকে Fellow অপশনে ক্লিক করুন।
ba432857@gmail.com(Google
ReplyDeleteগুরু পদ
ReplyDelete8181457050
ReplyDeleteHi
ReplyDelete