এই "প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 2022-23" আর্থিক বছরে সকল গরিব ও মধ্যবিত্ত সর্বাধিক 1 লক্ষ 20 হাজার টাকা সুবিধা পাবেন। এই টাকা 3 টি কিস্তির মাধ্যমে ব্যাংক একাউন্টে দেওয়া হয়। প্রথম কিস্তির টাকা সর্বাধিক 60 হাজার টাকা, দ্বিতীয় কিস্তির 50 টাকা ও বাড়ি তৈরির পর তৃতীয় কিস্তির 10 হাজার টাকা সুবিধা পাবেন। যদি আপনি এই প্রকল্পের আওতায় সুবিধা পেতে চাইছেন তাহলে আপনাকে অনলাইন বা অফলাইনে আবেদন করতে হবে।
Pradhan Mantri Awas Yojana Gramin 2022-23 অনলাইন আবেদন প্রয়োজনীয় ডকুমেন্টস :-
এই প্রধানমন্ত্রী আবাস যোজনা 2022-23 আর্থিক বছরে অনলাইন আবেদন করার জন্য যেসব ডকুমেন্ট প্রয়োজন সেগুলো হলো -
- আধার কার্ড।
- ভোটার কার্ড।
- নিজস্ব ব্যাংক একাউন্ট।
- জব কার্ড।
- রেশন কার্ড।
- ইনকাম সার্টিফিকেট।
- জাতিগত শংসাপত্র।
- মোবাইল নাম্বর।
Pradhan Mantri Awas Yojana Gramin 2022-23 অনলাইন আবেদন পদ্ধতি :-
আপনি "প্রধানমন্ত্রী আবাস যোজনা 2022-23" এর জন্য আবেদন অনলাইন এবং অফলাইন করতে পারবেন। অনলাইন আবেদন করার জন্য -
- প্রথমে আপনাকে "pradhan mantri awas yojana gramin" এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট লিংক - Click Here
- অফিসিয়াল ওয়েবসাইটে হোম পেজে ড্রপডাউন মেনু Awaassoft অপশনে ক্লিক করতে হবে।
- পরবর্তী নতুন পেজে নীচের দিকে Data Entry অপশনে ক্লিক করবেন।
- এরপর আপনি লগইন এ ক্লিক করুন এবং কোন আর্থিক বছরের জন্য আবেদন করতে চাইছেন তা বসিয়ে, আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন।
- পরবর্তী পেজে আবেদনকারীর নাম, ঠিকানা, আধার কার্ড নম্বর, ব্যাংক একাউন্ট নাম্বার ও মোবাইল নাম্বার বসিয়ে ও ডকুমেন্টস আপলোড করে আবেদন করবেন।
প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "Pradhan Mantri Awas Yojana Gramin Online Apply 2022-23" কিভাবে আবেদন করবেন, তা আপনাদের সম্পূর্ণ শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো মতামত থাকে বা সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
No comments:
Post a Comment