ভোটার কার্ড আধার কার্ড লিংক স্ট্যাটাস অনলাইন // voter card aadhaar link status online -
আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে বাড়িতে বসে খুব সহজে আপনার "voter card aadhaar link status check online" দেখতে পাবেন। এর জন্য আপনাকে -
- প্রথমে আপনাকে গুগলে www.nvsp.in লিখে সার্চ করতে হবে।
➡️এছাড়াও আপনি নীচে এই লিংকে ক্লিক করে সরাসরি ওপেন করতে পারবেন।⬅️
🔷🔷অফিসিয়াল ওয়েবসাইট লিংক - Click Here
- এরপর অফিসিয়াল ওয়েবসাইটে হোম পেজে নীচের দিকে "Track Application Status" এই অপশনে ক্লিক করবেন।
- পরবর্তী নতুন পেজ ওপেন হবে সেখানে আপনাকে আপনার ভোটার কার্ড আধার কার্ড লিংক করার পর যে রেফারেন্স নাম্বর আছে সেই রেফারেন্স নাম্বর বসিয়ে নীচে Track Status অপশনে ক্লিক করলে পরবর্তী পেজটিতে আপনার "voter card aadhaar link status" দেখতে পাবেন।
প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "voter card aadhaar link status check online" কিভাবে করবেন, তা আপনাদের সম্পূর্ণ শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো মতামত থাকে বা সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
No comments:
Post a Comment