Wednesday, August 10, 2022

Raksha Bandhan 2022 || রাখী বন্ধন উৎসব কবে শুরু হয়? রাখী বন্ধন মন্ত্র কি? জানুন বিস্তারিত!

  Deb Kumar       Wednesday, August 10, 2022
হিন্দু সনাতন ধর্মের একটি রীতি অনুযায়ী ভাই ও বোনদের সম্পর্ক দৃঢ় করতে Raksha Bandhan উৎসব শুরু হয়। এছাড়াও এই রাখী বন্ধন উৎসব প্রথম বঙ্গ ভঙ্গ করার প্রতিবাদে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1905 খ্রীষ্টাব্দে, 16 অক্টোবর এই Raksha Bandhan বা রাখী বন্ধন উৎসব শুরু হয়। 
 এই রাখী বন্ধন উৎসব প্রতি বছর শ্রাবণ মাসের পূণিমা তিথিতে উদযাপন করা হয়। বোনেরা তাদের ভাইয়ের হাতে সুন্দর সুন্দর রাখী বাঁধে, ও স্বপরিবারে একত্রিত হয়ে এই উৎসব পালন করে, ও বিভিন্ন খাবারের সাথে স্বপরিবার আনন্দে মেতে ওঠে। 
raksha bandhan 2022
Raksha Bandhan 2022 কখন শুরু হবে?
রাখী বন্ধন উৎসব আগামী 11 আগস্ট 2022 বৃহস্পতিবার সকাল 8 টা 35 মিনিট থেকে রাখী বন্ধন পূর্ণিমা শুরু হবে। এবং সকল বোন তার ভায়ের হাতে রাখী বন্ধনের মাধ্যমে এই উৎসব সম্পন্ন হবে। 

Raksha Bandhan 2022 নিয়ম কানুন বা মন্ত্র কি? 
সকল অনুষ্ঠানে বা উৎসবে যেমন বিভিন্ন নিয়ম বা বিধি থাকে ঠিক সেই রকম রাখী বন্ধন উৎসবে ও কিছু নিয়ম রয়েছে, সেগুলো হলো- 
  1. রাখী বন্ধন উৎসব এর আগের দিন প্রত্যেক বোনের উপোস বা নিরামিষ খেতে হবে। 
  2. রাখী বন্ধন উৎসব এর দিন সকাল সকাল প্রত্যেক বোন স্নান করে, ও তারপর নতুন জামা কাপড় পরতে হয়। 
  3. এরপর গৃহদেবতা বা তুলসী মঞ্চে পুজো করে রাখিরও পুজো করা দরকার।
  4. এবং পরিবারের গুরুজনদের পা ছুঁয়ে প্রণাম করে তাঁদের আশীর্বাদ নেওয়া উচিত।
  5. এরপর ভাইয়ের কপালে চন্দন এর ফোঁটা বা আবির দিয়ে তিলক দেবেন, এবং ওই রাখী ভাইয়ের ডান হাতে বাঁধতে হবে, ভাইয়ের মঙ্গল কামনার জন্য "ওঁ ত্রায়ুষম জমদগ্রে কশ্যপস্য ত্রায়ুষম। য়হেবেষু ত্রায়ুষম তন্ত্রো অস্তু ত্রায়ুষম" এই মন্ত্রটি তিন বার বলবেন। 
  6. মন্ত্রটি তিন বার বলার পর ভাইকে মিষ্টি ও জল দেবেন।

তো প্রিয় দর্শক এই ছিল Raksha Bandhan 2022 বা রাখী বন্ধন উৎসব এর আলোচ্য বিষয়, এই পোস্টটি আপনাদের পরিবারের মঙ্গল কামনায় শেয়ার করলাম। যদি আপনাদের কোনো মতামত থাকে বা সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
Share Post


logoblog

Thanks for reading Raksha Bandhan 2022 || রাখী বন্ধন উৎসব কবে শুরু হয়? রাখী বন্ধন মন্ত্র কি? জানুন বিস্তারিত!

Previous
« Prev Post

No comments:

Post a Comment