ঐক্যশ্রী স্কলারশিপ 2022-23 এ সকল মেধাবী ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানিয়েছে। এই ঐক্যশ্রী স্কলারশিপ 2022 আবেদন করলে সমস্ত ছাত্র-ছাত্রী রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য পাবেন।
aikyashree scholarship 2022-23 apply - এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট?
এই ঐক্যশ্রী স্কলারশিপ 2022-23 নতুন করে আবেদন করতে যেসব ডকুমেন্টস লাগবে সেগুলো হলো -
- আধার কার্ড।
- নিজস্ব ব্যাংক একাউন্ট পাসবই।
- শেষ পরীক্ষার মার্ক সার্টিফিকেট।
- শেষ পরীক্ষার এডমিট কার্ড।
- ইনকাম সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র।
- বিডিও ইনকাম সার্টিফিকেট।
aikyashree scholarship 2022-23 apply এর আবেদন যোগ্যতা-
ঐক্যশ্রী স্কলারশিপ 2022-23 নতুন করে আবেদন করতে-
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের বা বেসরকারী স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে।
- শেষ পরীক্ষার মার্ক সার্টিফিকেট কম পক্ষে 65% নম্বর থাকতে হবে।
- একজন শিক্ষার্থী এক বার আবেদন করতে পারবে।
- শিক্ষার্থীর পারিবারিক বার্ষিক ইনকাম 2 লক্ষ টাকা ও তার কম হতে হবে।
aikyashree scholarship apply online 2022-23
ঐক্যশ্রী স্কলারশিপ 2022-23 নতুন করে আবেদন করতে -
- প্রথমে আপনাকে aikyashree scholarship এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
- এরপর "Student Area" এই অপশনে ক্লিক করতে হবে।
- পরবর্তী নতুন পেজে "Fresh Registration 2022-2023" এই অপশনে ক্লিক করবেন।
- এখন আবেদনকারীর নাম, ঠিকানা, জন্ম তারিখ, প্রাপ্ত পরীক্ষার নাম্বার ও মোবাইল নাম্বার বসিয়ে আবেদন করবেন।
- এবার ওই আবেদন এর একটি প্রিন্ট কপি ডাউনলোড করে প্রিন্ট করে ডকুমেন্টস সহকারে জমা দিতে হবে আবেদনকারী যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন।
aikyashree scholarship 2022 23 আবেদন করার ওয়েবসাইট লিংক - Click Here
প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "aikyashree scholarship apply online 2022-23" কিভাবে আবেদন করবেন, তা আপনাদের সম্পূর্ণ শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো মতামত থাকে বা সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
No comments:
Post a Comment