আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আমরা বৃদ্ধ ভাতা/বিধবা ভাতা/প্রতিবন্ধী ভাতা স্ট্যাটাস চেক কিভাবে করবেন, নতুন লিস্ট কিভাবে দেখবেন, এই "old age pension new list" সরাসরি আপনার মোবাইল এর মাধ্যমে অনলাইন দেখতে পাবেন।
old age pension বা বৃদ্ধ ভাতা/বিধবা ভাতা/প্রতিবন্ধী ভাতা কি?
পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের পাশাপাশি বৃদ্ধ,বিধবা ও প্রতিবন্ধীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে কিছু আর্থিক সাহায্য প্রদান করে, এই প্রকল্পে বৃদ্ধরা শারীরিকভাবে অক্ষম বা কর্মচ্যুত হয়েছে সেই বৃদ্ধদের যে ভাতা প্রদান করা হয় তা old age pension বা বৃদ্ধ ভাতা।
বৃদ্ধ ভাতা/বিধবা ভাতা/প্রতিবন্ধী ভাতা নতুন লিস্ট কিভাবে দেখবেন? // old age pension new list..
বৃদ্ধ ভাতা/বিধবা ভাতা/প্রতিবন্ধী ভাতা স্ট্যাটাস বা লিস্ট সরাসরি আপনার মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে খুব সহজে দেখতে পারবেন এর জন্য -
- প্রথমে আপনাকে গুগলে wbprd.gov.in সার্চ করতে হবে।
বৃদ্ধ ভাতা/বিধবা ভাতা/প্রতিবন্ধী ভাতা অফিসিয়াল ওয়েবসাইট লিংক- Click Here
- এরপর হোম পেজে SEBA and NSAP এই অপশনে ক্লিক করতে হবে।
- পরবর্তী নতুন পেজ ওপেন হবে সেখানে আপনাকে মেনু অপশনে SEBA Report ক্লিক করে Beneficiary Details করবেন।
- এবার পরের পেজে আবেদনকারীর District, Block, Gram panchayat, Scheme, Stutas ডিটেইলস সিলেক্ট করে নীচে Search অপশনে ক্লিক করলে আপনার এলাকার সম্পূর্ণ লিস্ট দেখতে পাবেন।
প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "old age pension new list 2022-23" কিভাবে চেক করবেন, তা আপনাদের সম্পূর্ণ শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো মতামত থাকে বা সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
No comments:
Post a Comment