Monday, August 9, 2021

যুবশ্রী প্রকল্প | কি কি ডকুমেন্ট লাগবে? কিভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত

  Deb Kumar       Monday, August 9, 2021
আপনি কি বেকার কিংবা শিক্ষাগত যোগ্যতা আছে কিন্তু চাকরি পাননি, তাহলে আপনি যুবশ্রী প্রকল্প আওতায় আসতে পারবেন। পশ্চিমবঙ্গের সরকার ২০১৩ সালে বেকার যুবক ও যুবতীদের আর্থিক সাহায্যের জন্য একটি প্রকল্প ঘোষণা করেন যার নাম যুবশ্রী প্রকল্প (Yuvashree Prakalpa)। যে প্রকল্পের মাধ্যমে কর্মসন্ধানী যুবক ও যুবতীদের প্রত্যেক মাসে বেকার ভাতা 1500 টাকা করে দেওয়া হয়ে থাকে। 

আজকের এই আর্টিকেল আমরা Yuvashree Prakalpa (যুবশ্রী প্রকল্প) কি? কি কি ডকুমেন্ট লাগবে? কিভাবে আবেদন করবেন? সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবো। 
Yuvashree Prakalpa

যুবশ্রী প্রকল্প কি? 
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৩ সালে বেকার যুবক ও যুবতীদের ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন এবং এই প্রকল্পের নাম দেন যুবশ্রী প্রকল্প (Yuvashree Prakalpa)। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ বেকার যুবক ও যুবতীদের প্রত্যেক মাসে বেকার ভাতা 1500 টাকা করে দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পের মূল উদ্যেশ্য হলো বেকার যুবক ও যুবতীদের কর্ম সংস্থানের জন্য কিছু আর্থিক সাহায্য করা। 


কারা পাবেন এই প্রকল্পের সুবিধা? 
1. যুবশ্রী প্রকল্পের আওতায় আসতে পারবে একমাত্র বেকার যুবক ও যুবতীরা। 
2. পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 
3. শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার। 
4. অবেদনকারীর নূন্যতম বয়স 18 বছর হতে হবে। 
তাহলে আপনি এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। 

কি কি ডকুমেন্ট লাগবে? 
  • আধার কার্ড 
  • ভোটার আই কার্ড 
  • মাধ্যমিকের মার্কশীট
  • ব্যাঙ্ক একাউন্ট (প্রথম পৃষ্ঠা জেরক্স কপি)
  • পানকার্ড (যদি থাকে)
  • পাসপোর্ট ফটো কপি

কিভাবে আবেদন করবেন?
যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য আপনাদের প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসিয়াল (EMPLOYMENT BANK) ওয়েবসাইট -এ ওপেন করতে হবে। 
1. এরপর "New Enrollment Job Seeker" -এই অপশনে ক্লিক করবেন। 
3. এবার কিছু শর্তাবলী পেজে আসবে, সেটা ভালো করে পরে নেবেন। শর্তাবলীর পড়ার পর "I have read, understood and agreed to the Terms and Conditions governing the use of EMPLOYMENT BANK" এই লেখাটির ক্লিক করে "Accept & Continue" অপশনে ক্লিক করবেন। 
4. আপনি রেজিস্ট্রেশন করার জন্য ফর্ম দেখতে পাবেন। এবার সমস্ত কিছু ফিলাপ করে দেবেন।
5. এরপর "Submit" অপশনে ক্লিক করে দেবেন। 
6. তারপর একটি যে মোবাইল এ জেনারেটেড পেজ আসবে। সেটাতে রেজিস্ট্রেশন নম্বর থাকবে। ওই পেজটি প্রিন্ট করে নেবেন। 
পেজটি প্রিন্ট করার পর 
Website থেকে আবেদনপত্র (Annexure-1) এবং বেকারত্বের (Annexure-2) Form Download করুন। এবং ফর্ম পূরণ করে BDO অফিস-এ জমা করতে হবে। 

যুবশ্রী প্রকল্প শুধুমাত্র কর্মসন্ধানী যুবক ও যুবতীদের জন্য প্রযোজ্য।

Share Post


logoblog

Thanks for reading যুবশ্রী প্রকল্প | কি কি ডকুমেন্ট লাগবে? কিভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত

Previous
« Prev Post

1 comment: