Friday, August 27, 2021

লক্ষীর ভান্ডার আইডি নম্বর | Laxmi bhandar application ID status check

  Deb Kumar       Friday, August 27, 2021
দুয়ারে সরকার ক্যাম্পে 'লক্ষীর ভান্ডার প্রকল্প' এর জন্য আপনি অ্যাপ্লিকেশন করেছেন। কিন্ত অ্যাপ্লিকেশন আইডি পাননি। তাহলে কিভাবে "laxmi bhandar application ID status check" করবেন।
আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আমরা লক্ষীর ভান্ডার প্রকল্পের আইডি নম্বর কি? আইডি নম্বর কিভাবে পাবেন? SMS না আসলে কি করবেন? কবে পাবেন লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা? কিভাবে লক্ষীর ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন আইডি স্ট্যাটাস চেক করবেন?
Laxmi bhandar ID নম্বর কি?
দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করার সময় আপনি যে রেজিস্টার মোবাইল নাম্বরটি দিয়েছেন। ওই মোবাইল নম্বরে একটি SMS আসবে সেখানে অ্যাপ্লিকেশন আইডি পাবেন। সেই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনি "laxmi bhandar application ID status check" করতে পারবেন।
laxmi bhandar application ID status
Application ID number কিভাবে পাবেন?
দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করার সময় আপনি যে রেজিস্টার মোবাইল নাম্বরটি দিয়েছিলেন। ওই মোবাইল নম্বরে লক্ষীর ভান্ডার প্রকল্পের Application ID number আপনি SMS এর মাধ্যমে পেয়ে যাবেন।


SMS না আসলে কি করবেন?
লক্ষীর ভান্ডার প্রকল্পের আইডি নম্বর যদি SMS এর মাধ্যমে না আসে। তাহলে আপনি যে রেজিস্টার মোবাইল নাম্বরটি দিয়েছেন ওই মোবাইল নম্বরটি অ্যাক্টিভ রয়েছে কিনা দেখুন। যদি না থাকে তাহলে রিচার্জ করে মোবাইল নাম্বরটিকে অ্যাক্টিভ করবেন। মোবাইল নাম্বরটি অ্যাক্টিভ হলে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে অ্যাপ্লিকেশন আইডি চলে আসবে। 
কবে পাবেন লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা?
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেছন যে 'লক্ষীর ভান্ডার প্রকল্প' এর টাকা সেপ্টেম্বরের 1 তারিখ থেকে দেওয়া শুরু হবে। সেক্ষেত্রে যারা কিন্তু আগে অ্যাপ্লিকেশন করেছেন তাঁরা আগে পাবেন।তবে যাদের অ্যাপ্লিকেশন অক্টোবর মাসে জমা হবে তাঁরাও কিন্ত সেপ্টেম্বরের টাকা পেতে পাবেন। 
laxmi bhandar application ID status check কিভাবে করবেন? 
লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদনকারীর "laxmi bhandar application ID status check" করার জন্য এখনও পর্যন্ত অফিসিয়াল ভাবে কোনো অ্যাপ বা ওয়েবসাইট আপডেট খবর নেই। তবে 'Laxmi bhandar Portal' অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে।
laxmi bhandar application ID status check
এটি শুধুমাত্র অফিসের জন্য অর্থাৎ আপনারা যখন দুয়ারে সরকার ক্যাম্পে 'laxmi bhandar scheme' এর জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, সেগুলো ব্লক অফিস কিংবা বিডিও অফিসে অফিসাররা ডেটা এন্ট্রির জন্য ব্যবহার করে 'Laxmi bhandar Portal' এটা কিন্ত সাধারণ মানুষের জন্য নয়।


তবে এটা জেনে রাখা দরকার যে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে অ্যাপ্লিকেশন আইডি নম্বর আসবে সেটা ডিলিট করবেন না। যদি লক্ষীর ভান্ডার প্রকল্পের ওয়েবসাইট কিংবা অ্যাপ আসে তাহলে ওই আইডি নম্বর দিয়ে "laxmi bhandar status check" করতে পারবেন।
Share Post


logoblog

Thanks for reading লক্ষীর ভান্ডার আইডি নম্বর | Laxmi bhandar application ID status check

Previous
« Prev Post

23 comments:

  1. গীতা দাস sms আসে নি

    ReplyDelete
  2. Laxmi bhandar গীতা দাস sms আসে নি
    9933980464

    ReplyDelete
  3. Laxmi bhandar বিনারানি মন্ডল sms আসে নি 19221702070799768

    ReplyDelete
  4. Ami ekhono laxmir vandar er sms paini

    ReplyDelete
  5. Ami ekhono laxmir bhandar er sms paini. 9735078994

    ReplyDelete
  6. Sharmila Biswas Baidya 9641264641 ehuno lakhi bhandar sms aseni

    ReplyDelete