Thursday, August 26, 2021

ইউটিউব চ্যানেল থেকে কিভাবে টাকা ইনকাম করবেন | Youtube Earning Tips

  Deb Kumar       Thursday, August 26, 2021
আপনি কি অনলাইন ইনকাম করার কথা ভাবছেন, তাহলে "ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম" করবেন কিভাবে জেনে নিন।
বর্তমানে অনলাইন ইনকাম এর জন্য Youtube একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। এই ইউটিউব থেকে ওনেকে টাকা ইনকাম করে তাদের ভবিষ্যত কে পালটে ফেলেছে। 
আপনিও চাইলে এই ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারেন। এর জন্য আপনাকে যে সমস্ত বিষয়ে গুরুত্ব দিতে হবে সেগুলো আমরা এই আর্টিকেল এর মাধ্যমে জানাবো।
ইউটিউব চ্যানেল কিভাবে ওপেন করবেন?
কোন ধরনের ভিডিও বানাবেন?
কিভাবে ভিডিও আপলোড করবেন?
কিভাবে টাকা ইনকাম করবেন?
Youtube Earning Tips
ইউটিউব চ্যানেল কিভাবে ওপেন করবেন?
ইউটিউব চ্যানেল ওপেন করতে Google Account এর প্রয়োজন। এর জন্য আপনাকে Email account ওপেন করতে হবে। এরপর আপনাকে মোবাইল যে YouTube আ্যপ আছে সেখানে লগ ইন করুন। এরপর আপনি ঠিক উপরে ডান দিকে একটি ছোট্টো "icon logo" দেখবেন। আপনি সেই Icon টিতে ক্লিক করে একটি ছোট্ট মেনু দেখবেন। সেই মেনুতে ক্লিক করলে আপনার নাম ও "creator studio" বলে একটি অপসন আসবে।
আপনি Creator studio অপশনে ক্লিক করুন। এবার Creator studio তে যাবার পর আপনি নিজের "YouTube channel Dashboard" ওপেন হবে। এরপর আপনি প্রথমেই "Verify YouTube channel" করবেন। YouTube চ্যানেলটিকে ভেরিফাই 
করার জন্য আপনি Channel dashboard এ গিয়ে বাম দিকে থাকা অপশনগুলি থেকে Channel এ ক্লিক করুন এরপর আপনি উপরেই Verify লিংক দেখবেন।
আপনি verify তে ক্লিক করলে আপনার YouTube চ্যানেলটি Verify হয়ে যাবে।

কোন ধরনের ভিডিও বানাবেন?
YouTube চ্যানেলটিতে আপনার যে বিষয়ে বেশি ইন্টারেস্ট সেই বিষয়ে ভিডিও আপলোড করবেন। বর্তমানে কিন্তু YouTube বেশির ভাগ online Earning Tips, Gaming videos, YouTube Earning tips, Mobile Review, technical video, Rosting videos রিলেটেড ভিডিও বেশি করে View আসছে। তবে এটা জেনে রাখা ভালো যে অন্য কোনো ভিডিও ডাউনলোড করে সেটা আপলোড করবেন না, কারন YouTube থেকে Copyright দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার Adsense এর সময় Problem হবে। 


কিভাবে ভিডিও আপলোড করবেন?
ভিডিও আপলোড করতে YouTube ওপেন করে নীচের দিকে প্লাস আইকন ক্লিক করলে ওখানে upload a video অপশনে ক্লিক করলে সরাসরি আপনার ফাইল ওপেন হবে সেখানে আপনি যে ভিডিও আপলোড করবেন সেটা Select করে Next অপশনে ক্লিক করুন। এরপর Title দেবেন এবং Select audience এ যদি আপনার ভিডিও টি বাচ্চাদের জন্য হয় তাহলে Yes, it's made for kids তে ক্লিক করুন। আর যদি আপনার ভিডিও টি বাচ্চাদের জন্য না সেক্ষেত্রে আপনি No, it's not made for kids ক্লিক করবেন। এরপর Upload অপশনে ক্লিক করলে আপনার ভিডিও টি আপলোড হয়ে যাবে।


কিভাবে টাকা ইনকাম করবেন?
YouTube থেকে "ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম" করতে আপনাকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হলে এরপর আপনি "Monitaization" এর জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটিতে কোনো রকম copyright ভিডিও থাকলে Monitaization হবে না। যদি "Monitaization" অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনি Google Adsense এর Advatiz থেকে টাকা ইনকাম করতে পারবেন। 
এবং YouTube সাবস্ক্রাইবার অপর ইউটিউব এওয়ার্ড দিয়ে থাকে যেমন 100k সাবস্ক্রাইবারদের Silver Play Button এবং 1M সাবস্ক্রাইবারদের Gold Play Button এছাড়াও 10M সাবস্ক্রাইবারদের Dimon Play Button দিয়ে থাকে।
এছাড়াও আপনি ভিডিও এর মাধ্যমে বিভিন্ন কোম্পানির সেলের জন্য অ্যাডভার্টাইজ দিয়ে কোম্পানির থেকে টাকা ইনকাম করতে পারবেন।
Share Post


logoblog

Thanks for reading ইউটিউব চ্যানেল থেকে কিভাবে টাকা ইনকাম করবেন | Youtube Earning Tips

Previous
« Prev Post

1 comment: