আজকে আমরা swasthya sathi urn বা "swasthya sathi status check" কিভাবে করবেন অনলাইন। আপনি যদি অনলাইন মোবাইলের মাধ্যমে স্বাস্থ্য সাথী কার্ডের স্ট্যাটাস চেক করেন তাহলে আপনাকে বিডিও অফিস কিংবা স্থানীয় অঞ্চলে যাওয়া লাগবে না। ঘরে বসেই এই আর্টিকেল এর মাধ্যমে জানতে পারবেন।
swasthya sathi card check কি?
দুয়ারে সরকার ক্যাম্প নতুন করে লক্ষ্মীর ভান্ডার নাম তোলার জন্য আবেদন করেছেন কিন্তু হচ্ছে না কারণ স্বাস্থ্য সাথী কার্ড নেই বলে। তাহলে আপনাকে swasthya sathi card আবেদন করতে হবে। যদি আপনি স্বাস্থ্য সাথী কার্ড এর আবেদন করে থাকেন তাহলে আধার কার্ড নম্বর দিয়ে স্বাস্থ্য সাথী কার্ডের urn number অনলাইন স্ট্যাটাস চেক করতে পারবেন খুব সহজেই।
স্বাস্থ্য সাথী কার্ড আবেদন কিভাবে করবে?
আপনার এলাকার স্থানীয় বিডিও অফিস বা “দুয়ারে সরকার” ক্যাম্পে গিয়ে ফর্ম সংগ্রহ করুন।
ফর্মটি সম্পূর্ণ পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো দিয়ে জমা দিন। আপনার আবেদন জমা হলে আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে একটি Acknowledgement দেওয়া হবে সেটি গুছিয়ে রাখুন।
স্বাস্থ্য সাথী কার্ড আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
swasthya sathi card আবেদন করতে যেসব ডকুমেন্টস প্রয়োজন সেগুলো -
- আধার কার্ড।
- ভোটের কার্ড।
- রেশন কার্ড।
- পাসপোর্ট সাইজ ফটো।
swasthya sathi from কিভাবে পাবে?
আপনি অনলাইন স্বাস্থ্য সাথী ফর্মটি swasthya sathi অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন কিন্তু এই ফর্ম জমা নেওয়া হয় না তাই, আপনার এলাকার স্থানীয় বিডিও অফিস বা “দুয়ারে সরকার” ক্যাম্পে গিয়ে ফর্ম সংগ্রহ করুন। সম্পূর্ণ ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো দিয়ে জমা দিন।
swasthya sathi card status check কিভাবে করবেন?
আপনি যদি স্বাস্থ্য সাথী কার্ড এর আবেদন করে থাকেন দুয়ারে সরকার ক্যাম্পে এবং এখনো পর্যন্ত আপনার কার্ড পাননি তাহলে অনলাইন "swasthya sathi card status check" চেক করে দেখতে পারেন আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা? swasthya sathi urn number check করার জন্য -
- প্রথমে swasthyasathi.gov.in অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করুন।
- এরপর অফিসিয়াল সাইটের হোম পেজে মেনু অপশনে Find Your Name ক্লিক করবেন।
- পরবর্তী পেজ ওপেন হবে সেখানে আবেদনকারীর মোবাইল নম্বর দিয়ে Find Your Name তে yourself কিংবা others এ ক্লিক করে Submit অপশনে ক্লিক করবেন।
- এবার আপনার সামনে স্ট্যাটাস চেক করার জন্য নতুন পেজ ওপেন হবে, সেখানে আপনার State Name, District Name, Block Name বা Municipality Name, GP Name, Village Name Select করুন।
অফিসিয়াল ওয়েবসাইট লিংক- ক্লিক করুন
- এরপর Select By তে Aadhaar No কিংবা Khadyasathi Ration Card No যেকোনো একটা অপশনে ক্লিক Select করে নম্বরটি বসিয়ে Submit অপশনে ক্লিক করলে আপনার পুরো পরিবারের নাম দেখতে পাবেন।
তো প্রিয় দর্শক এই আর্টিকেল এর মাধ্যমে স্বাস্থ্য সাথী কার্ড urn number এবং "swasthya sathi status check" সম্বন্ধে বিস্তারিত জানতে পেরেছেন। আর যদি কোন অসুবিধা থাকে তাহলে নীচে কমেন্ট বক্সে জানতে পারেন। এই রকম বিভিন্ন প্রকল্পের আপডেট বাংলায় পেতে আমাদের পেজটি Follow করুন।
No comments:
Post a Comment