Monday, September 8, 2025

Shramashree Scheme status check || শ্রমশ্রী প্রকল্প স্ট্যাটাস চেক কিভাবে করবে? Shramashree prakalpa ID নম্বর চেক অনলাইন!!

  Deb Kumar       Monday, September 8, 2025
দুয়ারে সরকার ক্যাম্পে 'parijayee shramik prakalpa' বা "Shramashree Scheme" এর জন্য আপনি আবেদন করেছেন। কিন্তু শ্রমশ্রী প্রকল্প টাকা পাচ্ছেন না। তাহলে "Shramashree prakalpa status check" করবেন কিভাবে।
আজকে আমরা শ্রমশ্রী প্রকল্পের আইডি নম্বর কি? আইডি নম্বর কিভাবে চেক করবেন। "শ্রমশ্রী প্রকল্প স্ট্যাটাস" কিভাবে চেক করবেন। এই আর্টিকেল এর মাধ্যমে জানাবো।
Shramashree Scheme status

Shramashree prakalpa status ID কি?

শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছেন। তাহলে আপনি ব্লক অফিস থেকে আপনার রেজিস্ট্রেশন আইডি বা Shramashree prakalpa ID নম্বরটি মোবাইল এর মাধ্যমে অনলাইন স্ট্যাটাস চেক করে কিন্তু পেয়ে যাবেন। এই ID সাহায্যে শ্রমশ্রী নতুন প্রকল্পের পুরো স্ট্যাটাস পেতে পারেন।

parijayee shramik status check // Shramashree prakalpa ID নম্বর কিভাবে পাবেন?

শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করার সময় আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন। ওই মোবাইল নম্বরে একটি SMS আসবে ওখানে আপনার Shramashree prakalpa ID বা Registration No পাবেন।

Shramashree Scheme New Scheme // শ্রমশ্রী প্রকল্পের আবেদন পদ্ধতি

আপনার এলাকার স্থানীয় শ্রম দপ্তর বা "দুয়ারে সরকার" ক্যাম্পে গিয়ে ফর্ম সংগ্রহ করুন।
ফর্মটি সম্পূর্ণ পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো দিয়ে জমা দিন। আপনার আবেদন জমা হলে আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে একটি Acknowledgement Registration No : MW2025****12 পাঠানো হবে সেটা ফটো তুলে রাখুন।


Shramashree prakalpa ID number status check করবেন কিভাবে?

নথিভূক্ত পরিযায়ী শ্রমিক বা "Shramashree prakalpa ID number status check" করার জন্য আপনাকে Shramashree prakalpa ওয়েবসাইট কিংবা karmasathips.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিজের parijayee shramik status check করতে পারবেন।
  • প্রথমে karmasathips.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করবেন।
  • এরপর নীচের দিকে User Login /Registration অপশনে ক্লিক করুন।
Shramashree prakalpa status

  • পরবর্তী পেজটি ওপেন হবে সেখানে Login As অপশনে Beneficiary সিলেক্ট করে নীচে Username অপশনে আপনি "শ্রমশ্রী প্রকল্প" আবেদন সময় যে মোবাইল নাম্বার দিয়ে ছিলেন সেই নম্বর বসিয়ে Generate OTP অপশনে ক্লিক করবেন।
  • এবার মোবাইল নাম্বারে একটি OTP আসবে সেটা বসিয়ে Authenticate অপশনে ক্লিক করলেই পরবর্তী পেজটি ওপেন হবে। 
  • এরপর Register Yourself অপশনে শ্রমশ্রী প্রকল্পের আবেদন Personal Details এ আপনার Registration No : MW2025****12 সমস্ত তথ্য দেখতে পাবেন।
Shramashree prakalpa status ID

  • এছাড়াও Print Certificate, Print Card, Claim Application, এবং Track Status অপশনে ক্লিক করলে আপনার সার্টিফিকেট এবং শ্রমশ্রী প্রকল্পের আপডেট দেখতে পাবেন।

তো প্রিয় দর্শক এই আর্টিকেল এর মাধ্যমে "শ্রমশ্রী প্রকল্প" আবেদন আইডি নম্বর এবং "Shramashree Scheme status check" সম্বন্ধে বিস্তারিত জানতে পেরেছেন। আর যদি কোন অসুবিধা থাকে তাহলে নীচে কমেন্ট বক্সে জানতে পারেন। এই রকম বিভিন্ন প্রকল্পের আপডেট পেতে আমাদের পেজটি Follow করুন।
Share Post


logoblog

Thanks for reading Shramashree Scheme status check || শ্রমশ্রী প্রকল্প স্ট্যাটাস চেক কিভাবে করবে? Shramashree prakalpa ID নম্বর চেক অনলাইন!!

Previous
« Prev Post

No comments:

Post a Comment