Monday, September 8, 2025

Shromoshree Prakalpa From Download || শ্রমশ্রী প্রকল্প ফর্ম ফিলাপ কিভাবে করব? শ্রমশ্রী প্রকল্প ফর্ম PDF ডাউনলোড লিংক!!

  Deb Kumar       Monday, September 8, 2025
Shromoshree Prakalpa Apply: শ্রমশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণ মূলক নতুন প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে অসংগঠিত শ্রমিক যারা ভিন রাজ্যে কর্মক্ষেত্রে যুক্ত তাদেরকে নিজের রাজ্যে ফিরিয়ে আনার জন্য এই প্রকল্প চালু করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রমশ্রী প্রকল্প আওতায় প্রত্যেক শ্রমিক ও দৈনিক মজুরেরা 5000 টাকা আর্থিক সুরক্ষা পাবেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো গরিব শ্রমিকদের আর্থিক সুবিধা থেকে শুরু করে নিজের রাজ্যে কিছু ব্যবসা করার জন্য সরকারি সহায়তা পাবেন।
ইতিমধ্যে দুয়ারে সরকার ক্যাম্পে "shromoshree prakalpa from" দেওয়া শুরু হয়েছে।
shromoshree prakalpa

শ্রমশ্রী প্রকল্পে সুবিধা কারা পাবেন?

শ্রমশ্রী প্রকল্প আওতায় 5000 টাকা আর্থিক সহায়তা দৈনিক মজুর, হকার, ঠিকা শ্রমিক, নির্মাণ শ্রমিক, রাজমিস্ত্রি, গৃহকর্মী ইত্যাদি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা shromoshree prakalpa সুবিধা পাবেন।
শ্রমশ্রী প্রকল্পে আবেদনকারীর বয়স 18 বছর থেকে 60 বছর এর মধ্যে হতে হবে।
পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
অন্য কোনো একই ধরনের সরকারি স্কিম থেকে সুবিধাভোগী যদি পান তাহলে "Shromoshree Prakalpa Apply" করতে পারবেন না।

শ্রমশ্রী প্রকল্পে শ্রমিকরা কি কি সুবিধা পাবেন?

শ্রমশ্রী প্রকল্প আওতায় প্রত্যেক শ্রমিক যারা অসংগঠিত খাঁতে ভিন রাজ্যে কাজ করছে এবং বিভিন্ন ভাবে হেনস্থা হচ্ছে তাদের নিজেদের রাজ্য ফিরিয়ে আনতে এই প্রকল্প চালু করা হয়েছে। শ্রমশ্রী প্রকল্পে শ্রমিকরা যে সুবিধা পাবেন সেগুলো -
  1. আর্থিক সহায়তা।
  2. স্বাস্থ্য সুরক্ষা।
  3. সন্তানদের পড়াশোনায় সহায়তা।
  4. বয়স্ক অবস্থায় পেনশন সুবিধা।
  5. ফ্রী রেশনের সুবিধা।
  6. শ্রমশ্রী প্রকল্প আওতায় 5000 টাকা আর্থিক সহায়তা পাবেন।

শ্রমশ্রী প্রকল্প আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

"Shromoshree Prakalpa Apply" করতে যেসব ডকুমেন্টস প্রয়োজন সেগুলো -
  • আধার কার্ড।
  • ভোটার কার্ড।
  • রেশন কার্ড।
  • স্বাস্থ্য সাথী কার্ড।
  • বয়সের প্রমাণ (মাধ্যমিক সার্টিফিকেট/জন্ম সার্টিফিকেট) ঠিকানার প্রমাণ।
  • নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। 
  • পাসপোর্ট সাইজ কালার ফটোকপি।

শ্রমশ্রী প্রকল্প ফর্ম ফিলাপ কিভাবে করবে?

Shromoshree Prakalpa Apply করতে আপনার স্থানীয় দুয়ারে সরকার ক্যাম্প অথবা শ্রম দপ্তর অফিস থেকে গিয়ে ফর্ম সংগ্রহ করতে হবে।
  • ফর্মটি পূরণ করুন আবেদনকারীর নাম, ঠিকানা, বয়স, পেশা, ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণ ডিটেলস ইত্যাদি তথ্য সঠিকভাবে ফিলাপ করতে হবে।
  • ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস ফর্মের সঙ্গে যুক্ত করে স্থানীয় দুয়ারে সরকার ক্যাম্পে বা শ্রম অফিসে জমা করতে হবে।
এছাড়াও আপনি অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন এর জন্য আপনাকে -
  • রাজ্য সরকারের লেবার ডিপার্টমেন্টের edistrict.wb.gov.in এই ওয়েবসাইটে ওপেন করতে হবে।
  • এরপর লগইন করুন বা নতুন ইউজার রেজিস্ট্রেশন করে "Labour Welfare" বা "শ্রমশ্রী প্রকল্প" অপশন সিলেক্ট করতে হবে।
  • এবার আপনার আবেদন shromoshree prakalpa ফর্ম ওপেন হবে, এবং সেই ফর্মটি পূরণ করুন ব্যক্তিগত তথ্য, ঠিকানা, পেশা, আয় ইত্যাদি বসিয়ে দিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন ও Submit করলে আবেদন সম্পন্ন হবে।
  • আবেদন Submit করার পর একটি Acknowledgement Number পাবেন সেটা ফটো তুলে রাখুন পরে আবেদন স্ট্যাটাস চেক করতে প্রয়োজন হবে।

শ্রমশ্রী প্রকল্প ফর্ম ডাউনলোড কিভাবে করবে?

আপনি চাইলে অনলাইনে সরাসরি Shromoshree Prakalpa from download করতে পারবেন।
এর জন্য আপনাকে রাজ্য সরকারের লেবার ডিপার্টমেন্টের edistrict.wb.gov.in এই ওয়েবসাইট থেকে "shromoshree prakalpa from pdf download" ফর্ম ডাউনলোড করতে পারবেন। 
shromoshree prakalpa from

এছাড়াও আপনি সরাসরি "শ্রমশ্রী প্রকল্পে" ফর্ম PDF ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
শ্রমশ্রী প্রকল্পের ফর্ম ডাউনলোড লিংক- 
 যদি আজকের এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটি Follow করুন। এবং ফরমটি ডাউনলোড করতে সমস্যা হলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ।
Share Post


logoblog

Thanks for reading Shromoshree Prakalpa From Download || শ্রমশ্রী প্রকল্প ফর্ম ফিলাপ কিভাবে করব? শ্রমশ্রী প্রকল্প ফর্ম PDF ডাউনলোড লিংক!!

Previous
« Prev Post

No comments:

Post a Comment