Pradhan Mantri Sochalay Yojana কি?
প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা হলো প্রধানমন্ত্রীর তরফ থেকে যারা গ্ৰামের দরিদ্র গরিবদের যাদের এখনও পর্যন্ত পাকা শৌচালয় হয়নি তাদের জন্য প্রধানমন্ত্রী তরফ থেকে "Pradhan Mantri Sochalay Yojana" চালু করা হয়েছে। Swachh Bharat Mission তৈরির লক্ষ্যে শৌচালয় বানানোর জন্য 12 হাজার টাকা আর্থিক সুবিধা দেওয়া হবে।
প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা আবেদন যোগ্যতা?
এই "Pradhan Mantri Sochalay Yojana" সেইসব পরিবার আবেদন করতে পারবেন (বিপিএল, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির পরিবার, গৃহভূমিসহ ভূমিহীন শ্রমিক, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং মহিলা প্রধান পরিবার), যেসব গ্রামের পাকা শৌচালয় নেই এবং যারা পূর্বে অন্য কোনো সরকারি প্রকল্পের আওতায় শৌচালয় বানানোর জন্য কোনো সুবিধা পাননি, শুধু মাত্র তারাই Swachh Bharat Mission (Gramin) এর মধ্যে এই শৌচালয় তৈরি করার জন্য টাকা দেওয়া হবে।
এই আবেদনের পরিবার যোগ্য কিনা তা ব্লক/জেলা শাসক যাচাই করবেন এবং সেই অনুযায়ী আবেদন এপ্রুভ বা বাতিল করা হবে। শুধুমাত্র আবেদন এপ্রুভ হওয়ার পরেই আবেদনকারী এই প্রকল্পের অধীনে 12 হাজার টাকা আর্থিক সুবিধা পাবেন।
Pradhan Mantri Sochalay Yojana আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
- আধার কার্ড।
- মোবাইল নম্বর।
- ইমেইল আইডি (যদি থাকে তাহলে)।
- নিজস্ব ব্যাংক একাউন্ট।
Pradhan Mantri Sochalay Yojana কত টাকা দেওয়া হয়?
প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা আবেদন করলে আপনি সরাসরি 12 হাজার টাকা আর্থিক সুবিধা পাবেন।
Pradhan Mantri Sochalay Yojana অনলাইন কিভাবে আবেদন করবে?
প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা আবেদন অনলাইনে করতে হবে এর জন্য -
- প্রথমে আপনাকে Swachh Bharat Mission (Gramin) এর অফিসিয়াল ওয়েবসাইট sbm.gov.in ওপেন করতে হবে।
সরাসরি ওয়েবসাইট ওপেন করতে এখানে ক্লিক করুন - Click Here
- এরপর Citizen RegOTPistration এ আপনার মোবাইল নম্বর ও OTP বসিয়ে Verifi ক্লিক করতে হবে।
- পরবর্তী পেজ ওপেন হবে সেখানে Name, Gender,State Name, Captcha Code বসিয়ে Submit অপশনে ক্লিক করুন।
- এরপর অফিসিয়াল ওয়েবসাইট sbm.gov.in হোম পেজে মেনু অপশনে Citizen Corner এ ক্লিক করে Application Form for IHHL এই অপশনটিতে ক্লিক করলে আবেদন করার জন্য নতুন পেজ ওপেন হবে সেখানে Registration Mobile No ও OTP বসিয়ে Sing-in ক্লিক করুন।
সরাসরি ওয়েবসাইট ওপেন করতে এখানে ক্লিক করুন - Click Here
- এবার আপনার Registration ডিটেইলস দেখতে পাবেন এবং IHHL আবেদন করতে হোম পেজে মেনু অপশনে New Application এই অপশনটিতে ক্লিক করুন।
- এবার Application Form for IHHL সম্পূর্ণ ওপেন হবে সেখানে আপনার সমস্ত ডিটেইলস দিয়ে ফর্মটি পূরণ করুন এবং আপনার ব্যাংক একাউন্ট এর ফটো 200kb মধ্যে আপলোড করে নীচে Apply অপশন ক্লিক করলে আবেদন সম্পন্ন হবে।
Pradhan Mantri Sochalay Yojana অনলাইন স্ট্যাটাস কিভাবে চেক করবে?
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট হোম পেজে মেনু অপশনে Citizen Corner এ ক্লিক করে Application Form for IHHL এই অপশনটিতে ক্লিক করলে আবেদন করার জন্য নতুন পেজ ওপেন হবে সেখানে Registration Mobile No ও OTP বসিয়ে Sing-in ক্লিক করুন।
- এবার আপনার Registration ডিটেইলস দেখতে পাবেন এবং IHHL আবেদন করতে হোম পেজে মেনু অপশনে View Application এই অপশনটিতে ক্লিক করুন।
- এরপর Application number ও stutas দেখতে পাবেন আরও জানতে Track Status এ ক্লিক করুন।
তো প্রিয় দর্শক এই আর্টিকেল এর মাধ্যমে প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা আবেদন এবং "Pradhan Mantri Sochalay Yojana status check" সম্বন্ধে বিস্তারিত জানতে পেরেছেন। আর যদি কোন অসুবিধা থাকে তাহলে নীচে কমেন্ট বক্সে জানতে পারেন। এই রকম বিভিন্ন প্রকল্পের আপডেট বাংলায় পেতে আমাদের পেজটি Follow করুন।
No comments:
Post a Comment