Sunday, December 10, 2023

কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন 2023 // ভোটার কার্ড দিয়ে স্ট্যাটাস দেখুন!!

  banglaprakalpa.in       Sunday, December 10, 2023
কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের টাকা কবে পাবেন 2023 সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানালেন। আগামী 12/12/2023 মঙ্গলবার কৃষকের একাউন্টে টাকা আসবে বলেছেন। এই নিয়ে কৃষক ভাইদের মনে আনন্দের সীমা নেই। নতুন ফসল এর পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের 2000 টাকা পাবেন।
Krishak Bandhu Status


কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের মাধ্যমে কৃষককেরা সব্বাধিক 10 হাজার টাকা ও সর্বনিম্ন 4 হাজার টাকা করে প্রতি বছর দুটি কিস্তির মাধ্যমে পাঠানো হয়। রবি মরসুম ও খারিফ মরসুমের মাধ্যমে 5 হাজার, 5 হাজার করে 10 হাজার টাকা বা 2 হাজার, 2 হাজার করে 4 হাজার টাকা করে কৃষকের একাউন্টে পাঠানো হয়।


Krishak Bandhu Status Check 2023 // ভোটার কার্ড দিয়ে স্ট্যাটাস দেখুন!!

কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা তাঁরাই 12 ডিসেম্বর 2023 মঙ্গলবার কৃষকের একাউন্টে টাকা আসবে যাদের Status Account Valid রয়েছে। আপনি সরাসরি মোবাইল দিয়ে আপনার কৃষক বন্ধুর Status কি রয়েছে? দেখতে পাবেন।

  • এরজন্য Krishak Bandhu এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে নথিভুক্ত কৃষকের তথ্যে ক্লিক করুন। 
  • এরপর ভোটার কার্ড কিংবা আধার কার্ড নাম্বার দিয়ে চেক করে দেখে নিন। স্ট্যাটাসে অবশ্যই তিনটি জিনিস মনে রাখতে হবে।
  •  আধার কার্ড নাম্বার লিংক রয়েছে কিনা।
  •  Status Approved রয়েছে কিনা। Transaction Status এ Account Valid রয়েছে কিনা।
  • যদি এই তিনটি জিনিস ঠিক থাকে তাহলে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগামী 12 ডিসেম্বর কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন।


যদি আপনি কৃষক বন্ধু (নতুন) প্রকল্পে আবেদন করার পর, জমির পরিমাণ বৃদ্ধি করতে চাইছেন তাহলে সরাসরি দুয়ারে সরকার ক্যআম্পএ গিয়ে বা ব্লক অফিসে গিয়ে জমির পরিমাণ বৃদ্ধি করতে পারবেন। এরজন্য যেই জমিয পরিমাণ বৃদ্ধি করবেন, সেই জমির খতিয়ান ও আবেদনকারীর আধার কার্ড ও ভোটার কার্ড এর জেরক্স সহ একটি দরখাস্ত লিখে জমা করতে হবে। 
logoblog

Thanks for reading কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন 2023 // ভোটার কার্ড দিয়ে স্ট্যাটাস দেখুন!!

Previous
« Prev Post

No comments:

Post a Comment