Thursday, December 14, 2023

How To Update Aadhaar Card Online || কীভাবে আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করবেন অনলাইন মোবাইল দিয়ে!!

  banglaprakalpa.in       Thursday, December 14, 2023
Aadhaar Card হল বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ নথিপত্র, যেটি আপনি বিভিন্ন সরকারি প্রকল্প সুবিধা পেতে কিংবা ব্যাংক বা আইডেন্টি জমা দেওয়ার ক্ষেত্রে আধার কার্ড প্রমাণপত্র হিসেবে প্রয়োজন। ইতিমধ্যে আমরা অনেকেই জানি যে আধার কার্ডের ডকুমেন্টস আপডেট প্রতিটি Aadhaar Card এর লাগু করা হয়েছে। "How To Update Aadhaar Card Online" মোবাইল এর মাধ্যমে আপনি সহজেই করতে পারেন সম্পুর্ন বিনামূল্যে অনলাইন।
Aadhaar Card


Aadhaar Card ডকুমেন্টস আপডেট কেন করবেন? 

এতদিন সবাই How To Update Aadhaar Card Online করবো সেটাই ভাবতাম। কিন্তু এই Aadhaar Card Update কেন করবো? তা আমাদের সকলের কাছে অজানা তাই আমরা এই প্রতিবেদনে জানাবো যে কেন আপনি আপনার আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করবেন। Aadhaar Card ডকুমেন্টস আপডেট করতে আপনার ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ডের মতো যেকোনো একটি সাপোর্টিং ডকুমেন্টস প্রয়োজন। এই ডকুমেন্টস গুলো যাতে তোমার আধার কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে কিনা তার একটি ভেরিফিকেশন বলা যায়।

How To Update Aadhaar Card Online || কীভাবে আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করবেন অনলাইন-

আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করতে পারেন সরাসরি আপনার মোবাইল দিয়ে যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকে। যদি যুক্ত থাকে মোবাইল নম্বর তাহলে-
  • প্রথমে আপনাকে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট myaadhaar.uidai.gov.in ওপেন করবেন।
  • এরপর হোমপেজে Login অপশনে ক্লিক করে আধার কার্ডের নম্বর, ক্যাপচার কোড বসিয়ে Send OTP ক্লিক করুন। এবার আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি OTP আসবে সেই OTP বসিয়ে SUBMIT করুন।
এখন আপনার Aadhaar Card এ প্রথম অপশনে Document Update দেখতে পাবেন। 
Aadhaar Card


  • ওই অপশনে ক্লিক করে নির্দেশ অনুযায়ী এগিয়ে যান। সাপোর্টিং ডকুমেন্টস যেটা রয়েছে সেটি সিলেক্ট করুন তারপর ডকুমেন্টস টি jpg, pdf ফরমেটে আপলোড করুন। 
  • এর জন্য আপনাকে 50 টাকা দিতে হবে না। সম্পুর্ন বিনামূল্যে প্রক্রিয়াটি সাবমিট করুন। সাবমিট করার পর একটি Acknowledge receipt পাবেন যার সাহায্যে Aadhaar Card ডকুমেন্টস আপডেট এর স্ট্যাটাস চেক করবেন।

গুরুত্বপূর্ণ তথ্য - Aadhaar Card ডকুমেন্টস আপডেট শেষ তারিখ 14/03/2024 এর মধ্যে করতে হবে। এখন আপনি সম্পুর্ন বিনামূল্যে Aadhaar Card ডকুমেন্টস আপডেট করতে পারেন, কিন্তু 14/03/2024 এরপর govt 50₹ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
logoblog

Thanks for reading How To Update Aadhaar Card Online || কীভাবে আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করবেন অনলাইন মোবাইল দিয়ে!!

Previous
« Prev Post

No comments:

Post a Comment