![]() |
PVC Aadhar Card Order Online |
প্লাস্টিক আধার কার্ড বা PVC Aadhar Card কিভাবে আবেদন করতে হয় তা আমরা সরাসরি এই প্রতিবেদন জানাবো।
PVC Aadhar Card Order Online || প্লাস্টিক আধার কার্ড অনলাইন আবেদন পদ্ধতি -
প্লাস্টিক আধার কার্ড "PVC Aadhar Card Order Online" আবেদন করার জন্য আপনাকে প্রথমে Aadhar Card অফিসিয়াল ওয়েবসাইট www.uidai.gov.in ওপেন করুন।
হোম পেজে Get Aadhaar এ Order Aadhaar PVC Card এই অপশনটি ক্লিক করুন।
এরপর নতুন একটি পেজ আসবে myAadhaar Login with Aadhaar and OTP সেখানে আধার কার্ডের নম্বর ও ক্যাপচার দিয়ে Sent OTP তে ক্লিক করে, এবং OTP বসিয়ে Login করুন।
PVC Aadhar Card Order করার জন্য নীচে "Order Aadhaar PVC Card" এই অপশনটিতে ক্লিক করবেন।
![]() |
PVC Aadhar Card Order Bangla |
এবার আপনি আপনার সম্পূর্ণ প্রোফাইল দেখুন আধার কার্ড "PVC Aadhar Card" বানাতে চাইলে Next এ ক্লিক করুন।
এবার এই PVC Aadhar Card Order করার জন্য যে ₹-50 টাকা পেমেন্ট করতে নীচে নিয়ম মেনে চলতে ঠিক অপশনে ক্লিক করে Make Payment ক্লিক করতে হবে।
PVC Aadhar Card Order করার জন্য যে ₹-50 টাকা পেমেন্ট করতে হবে সেটি আপনি Net banking, cards( cradit card), UPI, Wallet মাধ্যমে পেমেন্ট করবেন।
পেমেন্ট করার পর একটি Acknowledge পাবেন সেটা ডাউনলোড করে নেবেন। এর সাহায্যে আপনি "PVC Aadhar Card Order" এর "PVC Aadhar Card Order Status" চেক করতে পারবেন।
PVC Aadhar Card Order করার 7 দিনের মধ্যে Speed post এর মাধ্যমে বাড়িতে পৌঁছে যাবে।
No comments:
Post a Comment