ভোটার কার্ড অনলাইন আবেদন করা বা ডাউনলোড করতে কি কি ডকুমেন্টস বা নথিপত্র প্রয়োজনীয় সেগুলো আমরা আপনাদের বিস্তারিত আলোচনা করবো!
ভোটার কার্ড অনলাইন আবেদন কিভাবে করবেন জানুন // New Voter Id Card Apply Online 2023
প্রথমে আপনাকে ভোটার কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এরজন্য Google এ সার্চ করতে হবে NVSP লিখে। এরপর Log in/Register এ ক্লিক করুন। পরবর্তী পেজে আইডি পাসওয়ার্ড থাকলে তা বসিয়ে লগইন করুন। আর না থাকলে Register as a new User এ ক্লিক করে মোবাইল নাম্বার নাম ও পাসওয়ার্ড বসিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করে লগইন করুন।
লগইন করতেই আপনাদের সামনে হোম পেজটি চলে আসবে এরপর Register as a new Voter এ ক্লিক করুন। পরবর্তী পেজে From 6 এ ক্লিক করুন। এরপর আপনার সামনে আবেদন ফর্মটি চলে আসবে। এখানে রাজ্যের নাম,জেলার নাম,বিধানসভার নাম বসিয়ে দিন ও নিচে নাম, ঠিকানা, ফটো,বয়স ইত্যাদি বসিয়ে সাবমিট করতেই আবেদন হয়ে যাবে। আবেদন হয়ে গেলে আপনি একটি রেফারেন্স নাম্বার পাবেন, সেই নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন।
ভোটার কার্ড অনলাইন আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন!
- বয়সের প্রমাণ পত্র।
- আধার কার্ড।
- ঠিকানার প্রমাণ পত্র।
- পাসপোর্ট সাইজ কালার ফটো।
- রেজিস্টার মোবাইল নাম্বার।
ভোটার কার্ড 2023 নাম রয়েছে কিনা কিভাবে চেক করবেন? // West Bengal Voter Download
আপনি আপনার ভোটার লিস্ট 2023 ডাউনলোড করতে প্রথমে আপনাকে Chief Electoral Officer, West Bengal এর ceowestbengal.nic.in অফিসিয়াল ওয়েবসাইটি ওপেন করতে হবে।
এরপর অফিসিয়াল ওয়েবসাইটে হোম পেজে Special Summary Revision 2023 New এই অপশনে ক্লিক করুন।
এখন আপনার সামনে পরবর্তী নতুন পেজ ওপেন হবে সেখানে Electoral Roll (Voter List) এ ক্লিক করবেন।
এরপর আপনি আপনার District Name, AC Name ও Polling Station Name সিলেক্ট করবেন।
এখন আপনার সামনে পরবর্তী পেজে Polling Station Name পাশে Draft Roll অপশনে ক্লিক করে Captcha বসিয়ে VERIFY তে ক্লিক করলে আপনার এলাকার সম্পূর্ণ লিস্ট pdf ডাউনলোড করতে পারবেন।
No comments:
Post a Comment