Thursday, April 13, 2023

Lady Constable Recruitment 2023 : মাধ্যমিক পাশে লেডি কনস্টেবল পদে কর্মী নিয়োগ 2023 // আবেদন পদ্ধতি, যোগ্যতা, সিলেবাস কি দেখুন বিস্তারিত!!

  Deb Kumar       Thursday, April 13, 2023

মাধ্যমিক পাশ যোগ্যতায় লেডি কনস্টেবল পদে কর্মী নিয়োগ "Lady Constable Recruitment 2023" এর নতুন নোটিফিকেশন প্রকাশিত করলো West Bengal Police Recruitment Board, দীর্ঘ প্রতিক্ষার পর চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর দিল রাজ্য সরকার। মাধ্যমিক পাশ করলে আপনিও আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন দেখেনিন পদ্ধতিতে।

wbp lady constable recruitment 2023


কি কি যোগ্যতা থাকতে হবে :-

  • বয়স, আবেদনকারীর বয়স কমপক্ষে 18 (আঠারো) বছরের হতে হবে এবং উপরে 30 বছরের মধ্যে বয়স থাকতে হবে 01/01/2023 তারিখের হিসাবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
  • কিন্তু, পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে কাজ করা সিভিক ভলান্টিয়ারদের জন্য বয়সে কোনো ছাড় নেই।
  • শিক্ষাগত যোগ্যতা, আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা তার সমতুল্য।
  • ভাষা, আবেদনকারীকে অবশ্যই বাংলা ভাষায় কথা বলতে, পড়তে এবং লিখতে সক্ষম হতে হবে।
  • হোম গার্ড/এনভিএফ কর্মী এবং সিভিক ভলান্টিয়াররা পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে কাজ করছে এবং কাঙ্খিত
  • আবেদন করার জন্য অবশ্যই 01/01/2023 তারিখে 03 (তিন) বছরের চাকরি সম্পূর্ণ করতে হবে।
  • এছাড়াও, ক্রীড়া কোটার অধীনে সংরক্ষিত শূন্যপদগুলির জন্য নিম্নলিখিত থেকে শুধুমাত্র মেধাবী ক্রীড়া ব্যক্তিরা প্রযোজ্য হতে পারে।

আবেদন পদ্ধতি:-

আবেদন করতে হবে অনলাইন পোর্টাল এর মাধ্যমে। এর জন্য আপনাকে https://wbpolice.gov.in যান। 

আবেদন শুরু হবে 23.04.2023 তারিখ থেকে আর শেষ হবে 22.05.2023 তারিখ পর্যন্ত।

নিয়োগ পদ্ধতি দেখুন:-

West Bengal Police Lady Constable এ নিয়োগ করা হবে Preliminary Written Test, Physical Measurement Test (PMT), Physical Efficiency Test (PET), Final Written Examination ও Interview এর মাধ্যমে।

West Bengal Police Lady Constable Preliminary Written Test Syllabus কি কি রয়েছে দেখুন :-

Lady Constable Preliminary Written Test Syllabus মোট 100 নাম্বারের MCQ Test পরীক্ষা হবে। যেখানে সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্ন পত্র থাকবে বাংলা ও নেপালীতে। 4 টি উত্তর ভুল করলে 1 নাম্বার কেটে নেওয়া হবে।

1. General Awareness and General Knowledge : 40 নাম্বার।
2. Elementary Mathematics(Madhyamik standard) : 30 নাম্বার।
3. Reasoning : 30 নাম্বার।

PHYSICAL MEASUREMENT TEST (PMT):- এখানে প্রার্থীদের উচ্চতা ও ওজন পরিমাপ করা হবে।

PHYSICAL EFFICIENCY TEST (PET):- এরপর প্রার্থীদের 4 মিনিট 30 সেকেন্ডে 800 মিটার দৌড়াতে হবে।

FINAL WRITTEN EXAMINATION: – মোট 85 নাম্বার এর ফাইনাল পরীক্ষা হবে।যেখানে 1 ঘন্টার লিখিত MCQ পরীক্ষা হবে। প্রশ্নপত্র বাংলা ও নেপালী ভাষায় হবে। 4টি উত্তর ভুল করলে 1 নাম্বার কেটে নেওয়া হবে।

Lady Constable Final Exam Syllabus:-

1. General Awareness and General Knowledge – 25 নাম্বার।
2. English – 10 নাম্বার।
3. Elementary Mathematics(Madhyamik standard) – 25 নাম্বার।
4. Reasoning and Logical Analysis – 25 নাম্বার।

অবশেষে 15 নাম্বার এর ইন্টারভিউ হবে।

Lady Constable In West Bengal Police Physical Measurement:-

সমস্ত প্রার্থীদের জন্য উচ্চতা:- 160 সেন্টিমিটার ও ওজন 49 কেজি।

আর যারা Gorkhas, Garhwalis, Rajbanshis ও
Scheduled Tribes তাদের উচ্চতা থাকতে হবেঃ– 152 সেন্টিমিটার ও ওজন 45 কেজি।

APPLICATION FEES & PROCESSING FEES :-

আবেদন করতে ফি জমা দিতে হবে, যারা SC/ST/OBC রয়েছেন তাদের 20 টাকা লাগবে। এবং বাকি সমস্ত প্রার্থীদের 170 টাকা করে অনলাইনে আবেদন ফি জমা করতে হবে।

Share Post


logoblog

Thanks for reading Lady Constable Recruitment 2023 : মাধ্যমিক পাশে লেডি কনস্টেবল পদে কর্মী নিয়োগ 2023 // আবেদন পদ্ধতি, যোগ্যতা, সিলেবাস কি দেখুন বিস্তারিত!!

Previous
« Prev Post

No comments:

Post a Comment