Sunday, March 12, 2023

Pan card status : প্যান কার্ড আধার কার্ড লিংক স্ট্যাটাস চেক অনলাইন || pan card and aadhar card link status check

  Deb Kumar       Sunday, March 12, 2023
আপনি কি আপনার প্যান কার্ড আধার কার্ড লিংক করেছেন, বা pan card and aadhar card link রয়েছে কিনা চেক করতে চাইছেন তাহলে আপনি কিভাবে দেখবেন তা আজকের এই আর্টিকেল মাধ্যমে আমরা বিস্তারিত আপনাদের শেয়ার করবো। 
pan card and aadhar card link status


আগামী 31 শে মার্চ এর মধ্যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক না করলে মহা বিপদে পরবেন। তাই যদি আপনার pan card aadhaar card link না থাকে তাহলে খুব তাড়াতাড়ি লিংক করেনিন। এখন আপনার "pan card and aadhar card link" করতে 1000 টাকা জরিমানা দিতে হবে এবং যদি আপনি 31 শে মার্চ 2023 এর মধ্যে না লিংক করেন সেক্ষেত্রে জরিমানা স্বরূপ 1000 টাকার পরিবর্তে 5000 টাকা জরিমানা হতে পারে ঠিক এমনটাই জানিয়েছে Income Tax Department দপ্তর, এছাড়া আপনার pan card বাতিল হয়ে যাবে। তহলে চলুন দেখেনেই কিভাবে চেক করবেন pan card and aadhar card link রয়েছে কিনা। 

প্যান কার্ড আধার কার্ড লিংক স্ট্যাটাস চেক অনলাইন / pan card and aadhar card link status check 

আপনি আপনার 'pan card and aadhar card link status check' করার জন্য প্রথমে Income Tax Department দপ্তর এর www.incometax.gov.in এর হোম পেজে যান। 
এরপর Quick Links এর নীচে Link Aadhaar Status এই অপশনে ক্লিক করুন। 
এবার আপনার সামনে নতুন পেজ ওপেন হবে সেখানে আপনাকে আপনার pan card and aadhar card এর নম্বর দিয়ে View Link Aadhaar Status এই অপশনে ক্লিক করলে আপনার সামনে নোটিফিকেশন শো হবে,
pan card and aadhar card link status


যদি আপনার pan card and aadhar card link থাকে তাহলে your pan is already linked to given aadhar এই নোটিফিকেশন শো করবে। 
যদি আপনার লিংক না থাকে তাহলে অনলাইন pan to aadhaar card link করাতে পারবেন। 

প্রিয় বন্ধুরা আজকে এই আর্টিকেল মাধ্যমে "pan card and aadhar card link status check" সম্পর্কে বিস্তারিত, তথ্য শেয়ার করলাম, যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
Share Post


logoblog

Thanks for reading Pan card status : প্যান কার্ড আধার কার্ড লিংক স্ট্যাটাস চেক অনলাইন || pan card and aadhar card link status check

Previous
« Prev Post

No comments:

Post a Comment