আপনি কি জানেন যে আপনার ভোটার কার্ড হারিয়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে, আপনার মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে votar Card ডাউনলোড বা "Digital voter card download online" খুব সহজে করতে পারেন। তাহলে জেনেনিন আজকের এই আর্টিকেল এর মাধ্যমে কিভাবে how to download digital voter card এবং এই ডিজিটাল ভোটার কার্ড pdf file ডাউনলোড কিভাবে করবেন জানুন বিস্তারিত।
Digital voter card বা e-EPIC card কি?
e-voter card বা e-epic হল ভোটার কার্ডের অনলাইন একটি ভার্চুয়াল ফটো কপি। এটি আপনার Digital voter card যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি এই ভার্চুয়াল ফটো কপি বা e-EPIC card pdf download করে ব্যবহার করতে পারেন। এর ফলে আপনার ভোটার কার্ড হারিয়ে যাওয়াতেও কোনও প্রকার চিন্তা থাকে না। আপনার যখনই প্রয়োজন হবে তখন ডাউনলোড করে ডিজিটাল ভোটার কার্ডের মতো e-EPIC card ব্যবহার করতে পারবেন।
Digital voter card বা e-EPIC card কিভাবে ডাউনলোড করবেন?
ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড ও মোবাইল নম্বর লিংক করতে হবে। যদি আপনার মোবাইল নম্বর ও আধার কার্ড লিংক থাকে তাহলে, আপনার মোবাইল কিংবা কম্পিউটারের ক্রোম ব্রাউজারে গুগলে National Voter's Service Portal (NVSP) এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.nvsp.in ওপেন করবেন।
ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড ও মোবাইল নম্বর লিংক কিভাবে করবেন জানুন বিস্তারিত!!
- এরপর হোম পেজটিতে Log in/Register অপশনে ক্লিক করতে হবে।
- যদি আপনার আইডি পাসওয়ার্ড না থাকে স
- সেক্ষেত্রে Register as a new user ক্লিক করবেন।
- এখন আপনার সামনে নতুন পেজ ওপেন হবে সেখানে মোবাইল নাম্বর দিয়ে লগইন করুন এবং ভোটার কার্ডের নাম্বর বসিয়ে, পাসওয়ার্ড নিজের মতো বসিয়ে রেজিস্ট্রেশন করুন।
- এবার ওই আইডি ও মেবাইল নাম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আবার লগইন করবেন।
- এরপর অফিসিয়াল ওয়েবসাইটে হোম পেজে e-EPIC Download অপশনে ক্লিক করবেন।
- পরবর্তী পেজটিতে আপনার EPIC নম্বর বসিয়ে নীচে Select State এর অপশনে আপনার রাজ্যের নাম দিয়ে Search অপশনে ক্লিক করলে, আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেইলস দেখতে পাবেন।
- এবং e-EPIC Download করতে নীচে Sent OTP অপশনে ক্লিক করলে মোবাইল নম্বরে একটি OTP আসবে সেটি Verify করবেন।
- এখন আপনার সামনে ক্যাপচার কোড শো করবে সেটি বসিয়ে Download e-EPIC অপশনে ক্লিক করলে আপনার ভোটার কার্ডের Pdf Download হয়ে যাবে।
প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "e-EPIC card download" কিভাবে করবেন, তা শেয়ার করলাম আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো মতামত থাকে বা সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
No comments:
Post a Comment