স্বাস্থ্য সাথী কার্ড সমস্ত গরিব ও মধ্যবিত্ত পরিবারের উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে এই swasthya sathi card তৈরির কাজ শুরু হয়েছিল। বর্তমানে "new swasthya sathi card online apply 2022" অবেদন করতে পারবেন। এই আবেদন খুব সহজে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে বিনামূল্যে সরাসরি অনলাইন আবেদন করতে পারবে। এই swasthya sathi কার্ডের সুবিধা হিসাবে পাবেন 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা মূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন।
আজকে আমরা, new swasthya sathi card অনলাইন আবেদন কিভাবে করবেন, কি কি ডকুমেন্ট প্রয়োজন ও swasthya sathi card status check কিভাবে করবেন সমস্ত কিছু বিস্তারিত জানাবো।
❑ new swasthya sathi card আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন?
স্বাস্থ্য সাথী কার্ড নতুন করে অনলাইন আবেদন করতে যেসব ডকুমেন্টস লাগবে সেগুলো -
- আধার কার্ড।
- খাদ্যসাথী বা রেশন কার্ড।
- মোবাইল নম্বর।
❑❑ স্বাস্থ্য সাথী কার্ড অনলাইন আবেদন পদ্ধতি ||new swasthya sathi card online apply 2022
নতুন করে স্বাস্থ্য সাথী অনলাইন আবেদন করার জন্য প্রথমে আপনাকে গুগলে swasthyasathi.gov.in লিখে সার্চ করবেন।
এরপর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে হোম পেজে Apply Online এ ক্লিক করে, "Online Application for Swasthya Sathi Card" এই অপশনে ক্লিক করবেন।
এবার আপনার সামনে নতুন পেজ ওপেন হবে সেখানে আপনাকে আপনার মোবাইল নম্বর বসিয়ে Get OTP তে ক্লিক করার পর মোবাইল নম্বরে যে OTP এসেছে সেটা বসিয়ে Submit অপশনে ক্লিক করবেন।
পরবর্তী পেজটিতে "new swasthya sathi card online apply" এর সম্পূর্ণ ফর্ম ওপেন হবে সেখানে আপনাকে সমস্ত কিছু ফিলাপ করে নীচের দিকে Submit অপশনে ক্লিক করবেন।
এখন আপনার সামনে নতুন পেজ ওপেন হবে সেখানে আপনাকে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করতে একটি রেফারেন্স নাম্বর শো করবে সেটি আপনারা নোট করে রাখতে পারেন পরবর্তী সময়ে "swasthya sathi card status check" করবার জন্য।
🔷☞ স্বাস্থ্য সাথী অফিসিয়াল ওয়েবসাইট লিংক - Click Here
❑❑❑ swasthya sathi card status check কিভাবে করবেন?
স্বাস্থ্য সাথী কার্ডের আবেদন করার স্ট্যাটাস অনলাইন চেক করার জন্য আপনাকে swasthyasathi.gov.in অফিসিয়াল ওয়েবসাইট হোম পেজে Apply Online এ ক্লিক করে, "Check Your Online Application Status for Swasthya Sathi Card" এই অপশনে ক্লিক করবেন। এবং পরের পেজে আবেদনকারীর District Select করে, Registration No বা আবেদনের সময় যে রেফারেন্স নাম্বর দেওয়া হয়েছিল সেই নম্বর বসিয়ে Submit অপশনে ক্লিক করলে আপনার "swasthya sathi card status" দেখতে পাবেন।
No comments:
Post a Comment