Thursday, September 1, 2022

From-6B - ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক // ভোটার কার্ডে মোবাইল নম্বর ও ইমেল আইডি লিংক কিভাবে করবেন? জানুন বিস্তারিত!

  Deb Kumar       Thursday, September 1, 2022

আপনি কি জানেন From-6B কিভাবে অনলাইন আবেদন করবেন। এই From-6B এর মাধ্যমে অনলাইন "voter card aadhar card link" ছাড়া আর কি কি করতে পারেন তা সহজেই জানুন বিস্তারিত।
ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করেছেন কিংবা আধার কার্ড লিংক হয়েছে কিনা কিভাবে চেক করবেন? এছাড়াও voter card এর সাথে mobile number & email id link না থাকলে আপনি আপনার E-voter card download করতে পারবেন না। তাই From-6B এর মাধ্যমে সরাসরি অনলাইন আবেদন করুন।voter card aadhar card link online

From-6B কি?
ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রত্যেক নাগরিকদের তাদের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করার নোটিশ দেন, সেই নোটিশ অনুযায়ী voter card aadhar card link করতে হবে অনলাইন বা অফলাইনে From-6B এর মাধ্যমে। এই ফর্মটি ফিলাপ করে আবেদন করলে আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক সহ, মোবাইল নম্বর লিংক ও ইমেল আইডি লিংক করতে পারবেন।

❑❑ voter card aadhar card link || ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক || From-6B  ফিলাপ পদ্ধতি-
আপনার "voter card aadhar card link" সরাসরি অনলাইন আবেদন করতে From-6B ওপেন করতে হবে। এর জন্য আপনাকে -

  • আপনার মোবাইল কিংবা কম্পিউটারের ক্রোম ব্রাউজারে গুগলে National Voter's Service Portal (NVSP) এর অফিসিয়াল ওয়েবসাইট www.nvsp.in ওপেন করতে হবে।
  • এরপর হোম পেজটিতে Log in/Register অপশনে ক্লিক করতে হবে।
  • যদি আপনার আইডি পাসওয়ার্ড না থাকে স
  • সেক্ষেত্রে Register as a new user ক্লিক করবেন।
  • এখন আপনার সামনে নতুন পেজ ওপেন হবে সেখানে মোবাইল নাম্বর দিয়ে লগইন করুন এবং ভোটার কার্ডের নাম্বর বসিয়ে, পাসওয়ার্ড নিজের মতো বসিয়ে রেজিস্ট্রেশন করুন।
  • এবার ওই আইডি ও মেবাইল নাম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আবার লগইন করবেন।
  • এখন আপনি NVSP এর হোম পেজে Froms অপশনে ক্লিক করে পরবর্তী পেজটিতে From-6B এই অপশনে ক্লিক করবেন।
  • এরপর ফর্মটি ফিলাপ করতে আবেদনকারীর নাম ও ভোটার কার্ডের নম্বর, মোবাইল নম্বর ও ইমেল আইডি বসিয়ে দিয়ে নীচে Select the appropriant optionI have aadhar number এই অপশনে ক্লিক করবেন, এবং নীচে আবেদনকারীর আধার কার্ডের নম্বর এবং গ্রামের নাম ও ক্যাপচার কোড বসিয়ে Preview অপশনে ক্লিক করবেন।
  • পরবর্তী পেজটিতে আবেদনকারীর ডিটেইলস সঠিকভাবে চেক করবেন, এবং  নীচের দিকে Submit অপশনে ক্লিক করবেন।
voter card aadhaar link form

  • এখন আপনার সামনে নতুন পেজ ওপেন হবে সেখানে আপনাকে একটি রেফারেন্স নাম্বর দেওয়া হবে সেটি নোট করে রাখবেন, ওই নম্বর দিয়ে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট লিংক - Click Here 

❑❑❑ voter card aadhar card link status check কিভাবে করবেন?
সরাসরি NVSP এর হোম পেজে গিয়ে Track Application Status অপশনে ক্লিক করবেন।
এরপর নতুন পেজে আপনাকে আপনার ভোটার কার্ড আধার কার্ড লিংক করার পর যে রেফারেন্স নাম্বর রয়েছে সেই রেফারেন্স নম্বর বসিয়ে নীচে Track Status অপশনে ক্লিক করলে পরের পেজটিতে আপনার "voter card aadhaar link status" দেখতে পাবেন।

প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "voter card aadhar card link" কিভাবে করবেন, From-6B সম্পূর্ণ ফর্মটি ফিলাপ করবেন তা শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো মতামত থাকে বা সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।

Share Post


logoblog

Thanks for reading From-6B - ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক // ভোটার কার্ডে মোবাইল নম্বর ও ইমেল আইডি লিংক কিভাবে করবেন? জানুন বিস্তারিত!

Previous
« Prev Post

No comments:

Post a Comment