বাংলা ক্যালেন্ডার আমাদের সবার কাছে থাকা খুব প্রয়োজন, কারণ এখন সবার এন্ড্রয়েড মোবাইল কিংবা কম্পিউটার ব্যবহার করে থাকি, তবে খুব কমই আমাদের বাংলা ক্যালেন্ডার "Bangla Calendar" চোখে পড়ে। বাংলা তারিখ দেখার প্রয়োজন হলে আমরা বাড়ির ক্যালেন্ডার থেকে দেখি। আর আমরা বাঙালী এবং আমাদের মাতৃভাষা বাংলা, তাই হটাৎ যদি আমাদেরকে কেউ প্রশ্ন করে, যে বলুন তো আজ বাংলা তারিখ কত, তখন কিন্তু আমরা উওর দিতে সাধারণত পারিনা এবং সেক্ষেত্রে আমাদের অসম্মান হতে হবে। তাই আমাদের বাংলা ক্যালেন্ডার (Bangla Calendar) সাথে রাখা জরুরি।
যদি আমরা বাংলা ক্যালেন্ডার pdf সাথে রাখি সেক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি দিন ও মাসের হিসাব রাখতে সাহায্য করবে। যদিও ছাত্র-ছাত্রীদের পরিক্ষায় বাংলা মাসের নাম ও বাংলা ক্যালেন্ডার তারিখ প্রশ্ন আসে এবং বিসিএস পরীক্ষায়, বাংলা মাসের নাম ও তারিখ সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন এসে থাকে।
তাই প্রত্যেকটি মানুষের দৈনন্দিন জীবনে চলার পথে বছরের বাংলা পঞ্জিকা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সময়ে এই কর্মব্যস্ততার দিনে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে জড়িত থাকি, তাই আপনার হাতে স্মার্টফোন থাকার সুবাদে যদি আপনার কাছে একটি পঞ্জিকা pdf থাকলে আপনার খুবই সুবিধা হবে।
তাই এন্ড্রয়েড মোবাইলে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রাখার পাশাপাশি আপনারা যদি চলতি বছরের বাংলা পঞ্জিকা বা Bangla Calendar 1429 pdf ফাইল থাকে তাহলে গুরুত্বপূর্ণ সময়ে এটি আপনারা কাজে দেবে।
এর জন্য আপনি আমাদের ওয়েবসাইটের নিচের দিকে আপনাদের সুবিধার জন্য 1429 সালের বাংলা ক্যালেন্ডার ১৪২৯ (Bangla Calendar 1429) pdf ফাইলটি ডাউনলোড লিংক দেওয়া হল।
যদি আপনি এই ১৪২৯ সালের বাংলা ক্যালেন্ডার pdf ফাইল ডাউনলোড করেন তাহলে আপনি, Bangla Calendar 1429 বঙ্গাব্দ সম্পূর্ণ তালিকা তথা- বিবাহ, সাধভক্ষণ, অন্নপ্রাশন, গর্ভাধান, দীক্ষা, নামকরণ, গ্রহপূজা, শান্তিস্বস্তায়ন ও বিভিন্ন ধরনের তারিখে কি কি পূজা রয়েছে তা সম্পর্কে জানতে পরবেন।
প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "Bangla Calendar 1429" কিভাবে ডাউনলোড করবেন তা আপনাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো মতামত থাকে বা সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
No comments:
Post a Comment