Tuesday, April 5, 2022

যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট 2022 // Yuvashree prakalpa new list download 2022

  Deb Kumar       Tuesday, April 5, 2022
রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বা Employment bank আগে যারা অনলাইনে নিজেদের নাম রেজিস্ট্রেশন বা নথিভুক্ত করেছিলেন তাদের জন্য রয়েছে দারুণ সুখবর। এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক (employment bank) অফিসিয়াল পোর্টালে তৃতীয় প্রতীক্ষা তালিকা (3rd waiting list) বা "yuvashree prakalpa new list 2022" প্রকাশ করা হয়েছে। যেখানে আপনার নাম রয়েছে কিনা কিভাবে চেক করবেন? যদি আপনার নাম এই লিস্টে থাকলে সেক্ষেত্রে আপনি রাজ্যে সরকারের তরফ থেকে আপনার ব্যাঙ্ক একাউন্টে প্রতি মাসে 1500 টাকা পাবেন। 
yuvashree prakalpa new list
এখন এই "yuvashree prakalpa new list download 2022" লিস্টে আপনার নাম রয়েছে কিনা কিভাবে অনলাইন চেক করবেন? যদি আপনার নাম এই লিস্টে থেকে থাকে তাহলে আপনাকে কি করতে হবে? সমস্ত কিছু বিস্তারিত স্টেপ বাই স্টেপ আপনাদের শেয়ার করবো এই আর্টিকেল এর মাধ্যমে।
yuvashree prakalpa new list download 2022
যুবশ্রী প্রকল্পের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে ভাবে "যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট 2022" ডাউনলোড করবেন জেনে নিন। 
প্রথমে আপনাকে গুগলে সার্চ করতে হবে www.employmentbankwb.gov.in বা আপনারা সরাসরি নীচে এই অফিসিয়াল ওয়েবসাইট লিংক ক্লিক করে ওপেন করতে পারবেন। 
অফিসিয়াল ওয়েবসাইট লিংক Click Here 
এরপর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করার পর হোম পেজে গিয়ে Notice বা বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া আছে সেটা আপনি ভালো করে পড়ে নেবেন।
yuvashree prakalpa 2022 new list
এখন আপনার নাম রয়েছে কিনা চেক করতে আপনাকে "VIEW YUVASREE WAITING LIST" অপশনে ক্লিক করতে হবে, ক্লিক করার পর দেখতে পাবেন সম্পূর্ণ লিস্ট ডাউনলোড হবে, আপনি আপনার নাম বা EB নম্বর দিয়ে সার্চ করে দেখে নিতে পারবেন। 
yuvashree prakalpa new list আপনার নাম থাকলে কি করবেন? 
যদি আপনার নাম এই লিস্টে থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, VIEW YUVASREE WAITING LIST অপশনের নীচে "VIEW YUVASREE WAITING LIST" এই অপশনে ক্লিক করতে হবে। এরপর নতুন পেজটিতে আপনার User ID / Enrolment Number Password দিয়ে নীচে Security Code বা ক্যাপচার কোড বসিয়ে নীচে Submit অপশনে ক্লিক করবেন। 
পরবর্তী পেজটিতে নতুন একটি ফর্ম ওপেন হবে সেখানে আপনাকে আপনার সমস্ত ডিটেইলস দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। 
yuvashree prakalpa new list 2022 আপনার নাম Status check বা verify কিভাবে করবেন? 
যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট 2022 আপনার নাম রয়েছে, তাহলে আপনি সরাসরি Status check বা verify করতে পারেন এর জন্য আপনাকে Employment bank অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে "VIEW STATUS IN FINAL WAITING LIST OF YUVASREE" এই অপশনে ক্লিক করতে হবে এবং সেখানে আপনার User ID / Enrolment Number Security Code বসিয়ে নীচে Submit অপশনে ক্লিক করে সরাসরি আপনার নাম verify করে STATUS চেক করতে পারেন।
প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "yuvashree prakalpa new list download 2022" কিভাবে করবেন তা আপনাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো মতামত থাকে বা সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
Share Post


logoblog

Thanks for reading যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট 2022 // Yuvashree prakalpa new list download 2022

Previous
« Prev Post

No comments:

Post a Comment