Sunday, May 8, 2022

kisan credit card apply online 2022 // কিষান ক্রেডিট কার্ড অনলাইন সম্পূর্ণ আবেদন পদ্ধতি ও কি কি সুবিধা পাবেন জেনে নিন!

  Deb Kumar       Sunday, May 8, 2022
আপনি যদি একজন কৃষক হন, আর আপনি pm kisan এর সুবিধা পাচ্ছেন তাহলে আপনার কিন্তু "kisan credit card online apply" করতে পারবেন। এই যোজনায় নাম নথিভুক্ত করলে আপনি কি কি সুবিধা পাবেন, ও নাম নথিভুক্ত করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন, কিভাবে আবেদন করবেন তা আপনাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ শেয়ার করবো‌।
ইতিমধ্যে অনেক কৃষক pm kisan এর - "আপনিযদি PM-Kisan Samman Nidhi-
এরঅধীনেএকজনসুবিধাভোগীহনএবংএখনওকিষাণক্রেডিটকার্ডপাননি, তাহলে আপনি 24শেএপ্রিল 2022-
এআয়োজিতবিশেষগ্রামসভায়যোগদিয়েঅবিলম্বেআপনারকিষাণক্রেডিটকার্ডপেতেপারেন।আরওবিশদবিবর
ণেরজন্যআপনারপঞ্চায়েতেরসাথেযোগাযোগকরুন।" এই SMS এসেছে, তাই আপনাকে "kisan credit card" (KCC) অবেদন করতে হবে। এই কিষান ক্রেডিট কার্ড সুবিধা হিসাবে আপনি 3 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। 
kisan credit card benefits
kisan credit card benefits 2022
আপনি যদি "কিষান ক্রেডিট কার্ড" এর জন্য আবেদন করেন তাহলে আপনি যে "kisan credit card benefits" বা সুবিধা গুলো পাবেন সেগুলো -
  • সকল কৃষক kcc ঋণগ্রহীতাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এটিএম Rupay কার্ড দেওয়া হবে।
  • এই কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষক তার একাউন্টের ক্রেডিট ব্যালেন্স সেভিং ব্যালান্সের অনুপাতে সুদ পাবেন।
  • এই কার্ডের সাহায্যে সর্বাধিক তিন লক্ষ টাকা প্রতিটি কৃষক কিষান ক্রেডিট কার্ডের (kcc) মাধ্যমে লোন নিতে পারবেন। 
  • কিষান ক্রেডিট কার্ডের (kcc) প্রকল্পের আওতায় কৃষকের বার্ষিক আয় বৃদ্ধি করতে সাহায্য করবে।
  • যদি আপনি দুর্ঘটনাজনিত কোনো কারণে মৃত্যু হয় তাহলে সেক্ষেত্রে আপনি 1 লক্ষ টাকার বীমা পাবেন।
kisan credit card online apply করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন? 
কিষান ক্রেডিট কার্ডের জন্য অনলাইন আবেদন করতে যেসব ডকুমেন্টস লাগবে সেগুলো হলো -
  • ভোটের কার্ড।
  • আধার কার্ড।
  • রেশন কার্ড।
  • কৃষকের নিজের ব্যাঙ্ক একাউন্ট।
  • নিজস্ব জমির কম্পিউটার রেকড বা জমির প্রমাণপত্র। 
  • ভাগ চাষের ক্ষেত্রে স ঘোষণাপত্র।
kisan credit card online কিভাবে আবেদন করবেন?
কিষান ক্রেডিট কার্ডের জন্য অনলাইন আবেদন কিভাবে করবেন? জেনে নিন
  • প্রথমে কিষান ক্রেডিট কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
KCC অফিসিয়াল ওয়েবসাইট লিংক -
➡️ Click Here ⬅️
  • এরপর মেনু অপশনে KCC Apply এ ক্লিক করুন।
  • যে কৃষকের KCC Loan আবেদন করতে আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে সাবমিট করুন।
  • আপনার যদি PM Kisan এ আবেদন করা থাকে সেক্ষেত্রে, সেই আইডি ও নাম মোবাইল নাম্বার, একাউন্ট নাম্বার চলে আসবে, যদি না থাকে তাহলে আপনি তা বসিয়ে দেবেন।
  • এরপর নিচে জমির পরিমান, মোবাইল নাম্বার, কত টাকা লোন দরকার তা উল্লেখ করে সাবমিট করলেই KCC Loan আবেদন হয়ে যাবে।
KCC ফর্ম ডাউনলোড লিংক -
➡️ Click Here ⬅️ 
এছাড়াও আপনি KCC Loan নেওয়ার জন্য সরাসরি ব্যাঙ্ক এর মাধ্যমে নিতে পারবেন এর জন্য আপনাকে KCC ফর্ম ফিলাপ করে ও প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে ব্যাঙ্কে জমা করতে হবে।
প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "kisan credit card online apply" কিভাবে করবেন তা আপনাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো মতামত থাকে বা সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
Share Post


logoblog

Thanks for reading kisan credit card apply online 2022 // কিষান ক্রেডিট কার্ড অনলাইন সম্পূর্ণ আবেদন পদ্ধতি ও কি কি সুবিধা পাবেন জেনে নিন!

Previous
« Prev Post

No comments:

Post a Comment