এই আর্টিকেল এর মাধ্যমে e-Shram card বা শ্রমিক কার্ড কি? এই Portal এর মাধ্যমে কি কি সুবিধা পেতে পারেন? এই Portal এর জন্য কারা আবেদন করতে পারবে? আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? কিভাবে অনলাইন আবেদন করবেন? সমস্ত কিছু বিস্তারিত জানাবো।
e-Shram card বা শ্রমিক কার্ড কি?
যে সকল অসংগঠিত শ্রমিক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত তাঁদের জন্য কেন্দ্রীয় সরকার 'e-Shram card' বা শ্রমিক কার্ড পোর্টাল চালু করেছে। এবং এই পোর্টালের মাধ্যমে অসংগঠিত শ্রমিকদের একটি ডেটাবেস তৈরী করা হবে। যদি কোনো অসংগঠিত শ্রমিক দুর্ঘটনার শিকার হয় তাহলে 2 লক্ষ টাকার বীমা পাবেন।
e-Shram card এর মাধ্যমে কি কি সুবিধা পেতে পারেন?
এই পোর্টালের আওতায় অসংগঠিত শ্রমিক বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাবেন। অসংগঠিত শ্রমিকরা প্রায় 2 লক্ষ টাকার বীমা পাবেন। তবে যদি কোনো শ্রমিক শারীরিক ভাবে অক্ষম হয়ে যায় তাহলে 1 লক্ষ টাকা করে পাবে।
e-Shram card এর জন্য কারা আবেদন করতে পারবে?
ই-শ্রম পোর্টালের জন্য শুধু মাত্র অসংগঠিত শ্রমিক অবেদন করতে পারবেন।
- কৃষি কাজে নিযুক্ত শ্রমিক
- কল কারখানায় নিযুক্ত শ্রমিক
- আটো ডাইভার
- চা শিল্পে নিযুক্ত শ্রমিক
- হোটেলে নিযুক্ত শ্রমিক
- বিল্ডিং বা রাজমিস্ত্রী নিযুক্ত শ্রমিক
- অটো মোবাইল নিযুক্ত শ্রমিক
- স্বর্ণ কাজে নিযুক্ত শ্রমিক
পরিয়ায়ী শ্রমিকরা এই পোর্টালের জন্য আবেদন করতে পারবে। যে সব শ্রমিকের বয়স 16 - 59 বছর সব শ্রমিক কার্ড এর জন্যে আবেদন করতে পারবেন। তবে যে সকল শ্রমিকদের EPFO এবং ESIC আছে তাঁরা কিন্তু এই পোর্টালের জন্য আবেদন করতে পারবে না।
e-Shram portal আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে?
ই-শ্রম পোর্টালের জন্য আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্ট-
- আধার কার্ড
- মোবাইল নম্বর (আধার কার্ড এর সঙ্গে লিঙ্ক থাকতে হবে)
- নিজস্ব ব্যাংক একাউন্ট
- ইনকাম সার্টিফিকেট
- স্কুল সার্টিফিকেট
e-Shram card কিভাবে অনলাইন আবেদন করবেন?
ই-শ্রম অনলাইন আবেদন করার জন্য প্রথমে গুগলে e-Shram.gov.in ওপেন করবেন। এরপর REGISTER on e-Shram অপশনে ক্লিক করবেন।
পরবর্তী পেজটি ওপেন হবে সেখানে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি রেজিস্টার আছে সেই মোবাইল নম্বরটি দেবেন এবং ক্যাপচার কোডটি বসিয়ে Sent OTP তে ক্লিক করবেন। এরপর OTP বসিয়ে Submit করলে পরবর্তী পেজটি ওপেন হবে সেখানে আধার নম্বর দিয়ে "I agree to the terms & conditions for registration under eSHRAM Portal" অপশনে ক্লিক করে Sent OTP ক্লিক করবেন। এরপর OTP বসিয়ে Submit করলে পরবর্তী পেজটিতে আপনার আধার কার্ডের সমস্ত ডিটেলস চলে আসবে এরপর Parsonal Details , Nominee Details, Address, Qualification and Income Details, Occupation Details, Bank Account Details সমস্ত তথ্য দিয়ে Submit করলে 'e-Shram card' অবেদন হয়ে যাবে।
এবং 'e-Shram card' আপনারা pdf download করেনিতে পারবে।
ইতিমধ্যে 567579 অসংগঠিত শ্রমিক রেজিস্ট্রেশন করেছে।
e-Shram Portal অফিসিয়াল ওয়েবসাইট লিংক - Click Here
e-Shram card বিষয়ে জানতে 14434 টোল ফ্রি নাম্বার চালু করেছে কেন্দ্র।
8972374191
ReplyDeleteই শ্রম কার্ড
ReplyDelete