Wednesday, July 14, 2021

'সমর্থন প্রকল্পে' ৫০ হাজার অনুদান রাজ্যের। সমর্থন প্রকল্প কি? আবেদন পদ্ধতি? কি কি ডকুমেন্টস লাগবে?

  Deb Kumar       Wednesday, July 14, 2021
করোনা (Covid-19) সংক্রমণের কারনে পশ্চিমবঙ্গের শ্রমিকরা বাইরের রাজ্য থেকে বাড়ি ফিরে আসে। এই শ্রমিকদের জন্য আসন্ন বিধানসভা ভোট প্রচারে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় 'সমর্থন প্রকল্প' এর ঘোষণা করেন। বিধানসভা ভোট জয় লাভে তৃতীয় বারের মতো সরকার গঠন করে, সমস্ত শ্রমিক পরিবারের আর্থিক সাহায্যের জন্য 'samarthan prakalpa' নতুন প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পের আওতায় শ্রমিকদের 50 হাজার টাকা অনুদান রাজ্যের। যাতে তারা বাইরে কাজে না গিয়ে রাজ্যের মধ্যে থেকে নিজের ব্যবসা শুরু করতে পারে।


সমর্থন প্রকল্প কি?
পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত শ্রমিক রাজ্যের বাইরে অন্য রাজ্যে কাজে যায়, তাদের ৫০ হাজার টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, যাতে তারা বাইরে কাজে না গিয়ে, নিজের ব্যবসা শুরু করতে পারে। 

কারা আবেদন করতে পারবেন?
বর্তমানে এই প্রকল্পে শুধুমাত্র ১০ টি জেলার শ্রমিকরা আবেদন করতে পারবেন।
  • উত্তর দিনাজপুর
  • দক্ষিন দিনাজপুর
  • কোচবিহার
  • মুর্শিদাবাদ
  • বীরভূম
  • বর্ধমান
  • নদীয়া
  • হাওড়া
  • পূর্ব মেদেনীপুর
  • পশ্চিম মেদেনীপুর
আবেদন পদ্ধতি:-
এই প্রকল্প আবেদনের জন্য আপনাদের নিকটবর্তী অঞ্চলে কিংবা বিডিও অফিসে কিংবা গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে সমর্থন প্রকল্প আবেদনের জন্য ফর্ম সংগ্রহ করবেন।
এছাড়া আপনি সরাসরি এই লিঙ্কে ক্লিক করে ফর্ম ডাউনলোড করতে পারবেন।


কি কি লাগবে?
সমর্থন প্রকল্প আবেদন করার জন্য যে ডকুমেন্টস গুলো লাগছে সেগুলি-
  • ভোটার কার্ড
  • আধার কার্ড
  • ব্যাংকের পাশ বই
  • পাসপোর্ট সাইজের ২ কপি ছবি
  • ইনকাম সার্টিফিকেট
  • ট্রেনের টিকিট জেরক্স কপি
  • আপনি যেখানেই কাজ করতেন তার অ্যাড্রেস
সমর্থন প্রকল্পের জন্য ফর্মটি প্রয়োজনীয় নথি সহ নিকটবর্তী অঞ্চলে কিংবা BDO অফিসে কিংবা গ্রাম পঞ্চায়েতের কাছে আবেদন করতে পারেন।
Share Post


logoblog

Thanks for reading 'সমর্থন প্রকল্পে' ৫০ হাজার অনুদান রাজ্যের। সমর্থন প্রকল্প কি? আবেদন পদ্ধতি? কি কি ডকুমেন্টস লাগবে?

Previous
« Prev Post

No comments:

Post a Comment