Wednesday, July 14, 2021

প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্ট দেখুন ২০২১-২০২২

  Deb Kumar       Wednesday, July 14, 2021
প্রধানমন্ত্রী আবাস যোজনা কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদির এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল দেশের গরীব পরিবার যাতে একটা ভালো বাসস্থান করতে পারে অর্থাৎ বাড়ি। আপনি যদি 'প্রধানমন্ত্রী আবাস যোজনা' এই আবেদন করে থাকেন,তাহলে কিভাবে স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন যে,আপনার নাম ২০২১-২০২২ লিস্টের মধ্যে রয়েছে কিনা। "Pradhan Mantri Awas Yojana" নতুন লিস্টে আপনার নাম রয়েছে কিভাবে চেক করবেন।
প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্ট দেখুন ২০২১-২০২২

প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম থাকলে আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন সরকারের কাছ থেকেই বাড়ি বানানোর জন্য। আর সেই টাকা আবেদনকারীর সরাসরি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় কিভাবে আবেদন করতে হয়:-
প্রধানমন্ত্রী আবাস যোজনায় অফলাইনে এবং অনলাইনে আবেদন করতে পারেন। যারা অনলাইনে আবেদন করবেন তাহলে আইডি ও পাসওয়ার্ড এর প্রয়োজন, আপনার নিকটবর্তী অঞ্চল বা বিডিও অফিসে কিংবা গ্রাম পঞ্চায়েতের কাছে যোগাযোগ করুন। এছাড়াও আপনি অফলাইনে আবেদন করতে পারেন, এরজন্য নিকটবর্তী অঞ্চলে কিংবা বিডিও অফিসে কিংবা গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে ঘরের আবেদনের জন্য ফর্ম সংগ্রহ করবেন। সেটা ফিলাপ করে প্রয়োজনীয় নথি জমা করুন।

প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্ট ২০২১-২০২২:-
প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্ট ২০২১-২০২২ এর চেক করার জন্য আপনাকে গুগলে এসে সার্চ করুন https://pmayg.nic.in

 এছাড়াও এখানে ক্লিক করে সরাসরি যেতে পারেন 👉 https://pmayg.nic.in 👈

এরপর প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীন এর অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করুন তারপর সেখান থেকে Awaassoft অপশনে ক্লিক করবেন সেখান থেকে Report এ ক্লিক করুন। এরপর পরবর্তী পেজটিতে চলে আসবে সেখানে নিচের দিকে 'Beneficiary Details For Verification' নামে একটি অপশন রয়েছে ওখানে ক্লিক করলেই পরবর্তী পেজটি আসবে এরপর রাজ্যের নাম,জেলার নাম,ব্লকের নাম,গ্রাম পঞ্চায়েতের নাম ও আপনি যদি ২০২১-২০২২ সালের লিস্ট দেখবেন সেটি সিলেক্ট করতে হবে। এরপর প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীন সিলেক্ট করে নীচে যে ক্যাপচা আছে সেটির উত্তর সঠিক দিয়ে সাবমিট অপশন ক্লিক করলেই সমস্ত লিস্ট চলে আসবে আপনার সেই অঞ্চলের। এরপর সেখান থেকে আপনার নাম ও রেজিস্ট্রেশন নাম্বার মিলিয়ে নিন।
Share Post


logoblog

Thanks for reading প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্ট দেখুন ২০২১-২০২২

Previous
« Prev Post

1 comment: