Saturday, July 24, 2021

বাংলা আবাস যোজনা 2021 | বাংলা আবাস যোজনা 2021-22 এর নতুন লিস্ট

  Deb Kumar       Saturday, July 24, 2021
পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করেছেন যে বাংলায় যত গরিব মানুষ রয়েছে তাদের জন্য একটা নতুন প্রকল্প চালু করে। 'বাংলা আবাস যোজনা' 2021 এই আবাস যোজনা সুবিধা য়ারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পায়নি সেই সকল ব্যক্তিরা এই আবাস যোজনা নামগুলো নথিভূক্ত করাতে পারবেন। বাংলা আবাস যোজনার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন। এই প্রকল্পের আওতায় সমস্ত গরিব মানুষ সুবিধা পাবেন। 
Bangla Awas Yojana 2021-22 বাড়ি কিভাবে পাবেন বা বাংলা আবাস যোজনা নাম লিস্ট কিভাবে দেখবেন, ‌আবাস যোজনা কত টাকা পাবেন এবং বাংলা আবাস যোজনা নতুন লিস্ট কিভাবে দেখবেন, আমরা এই বিষয়ে সমস্ত নতুন তথ্য বিস্তারিত জানাবো।

বাংলা আবাস যোজনা 2021

বাংলা আবাস যোজনা কারা আবেদন করতে পারবেন?
এই বাংলা আবাস যোজনা নাম নথিভুক্ত করার জন্য বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ সেগুলো-

1.পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  
2. যাদের পাকা বাড়ি নেই শুধুমাত্র তারাই আবেদন করতে পারেবেন।
   
3. যেসব ব্যক্তির বাৎসরিক ইনকাম 1 লক্ষ বা তার নিচে একমাত্র তারাই আবেদন করতে পারেবেন।
4. এবং বিপিএল রেশন কার্ড থাকা বাধ্যতামূলক।
  
5. আপনার নিদিষ্ট জমির দলিল বা কম্পিউটার পর্চা (রেকড) থাকতে হবে।

6. সরকারি চাকুরিজীবিরা বাংলা আবাস যোজনা নাম নথিভুক্ত করতে পারবে না।

বাংলা আবাস যোজনা আবেদন পদ্ধতি :-
এই আবাস যোজনা নাম নথিভুক্ত করতে নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অথবা গ্রাম প্রধান অফিসে গিয়ে Application From জন্য যোগাযোগ করতে হবে। Bangla Awas Yojana application এর নথিপত্রগুলো গ্রামের পঞ্চায়েত, গ্রাম প্রধান, বিডিও অফিস গিয়ে জমা করতে হবে। 

বাংলা আবাস যোজনা লিস্ট কিভাবে দেখবেন?
Bengla Awas Yojana New List 2021-22 এখনোও অনলাইনে অফিসিয়াল রেকর্ড নতুন আপডেট নেই। বাংলা আবাস যোজনা লিস্ট 2020-21 যদি এই লিস্ট এসে থাকে, তাহলে আপনার গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও অফিস থেকে জানিয়ে দেওয়া হবে। আরো কিছু নথিপত্র জমা দেওয়ার জন্য আবেদন করা হইবে। অনলাইন লিস্ট যদি আসে, তাহলে এই banglaprakalpa ওয়েবসাইটটিতে আপনাদের জানিয়ে দেওয়া হবে।

বাংলা আবাস যোজনা 2021 কত টাকা পাবে?
বাংলা আবাস যোজনার আওতায় প্রত্যেক আবেদনকারী পাবে এক লক্ষ কুড়ি হাজার টাকা। কিন্তু এই বিষয়ে নিদিষ্ট কোনও তথ্য জানা যায়নি। কারণ অনেক ওয়েবসাইট আর্টিকেল দেখা গিয়েছে 2 লক্ষ 40 হাজার টাকা পাবে আবেদনকারীরা। Bangla Awas Yojana New List আমাদের কাছে পাওয়া খবর অনুযায়ী, প্রত্যেক আবেদনকারী পাবে 1 লক্ষ 20 হাজার টাকা। এই এক লক্ষ কুড়ি হাজার টাকা কয়েকটি ইন্সটলমেন্টে মাধ্যমে দেওয়া হবে। বাংলা আবাস যোজনা প্রথম কিস্তি যে পরিমাণ টাকা আসবে প্রায় 50 হাজারের উপর। এবং দ্বিতীয় কিস্তির টাকা আসবে প্রায় 40 হাজারের মতো। এরপর তৃতীয় কিস্তির টাকা বরাদ্দ হবে বাড়ি কমপ্লিট এর পর 20 হাজার টাকা। এই টাকা জব কার্ডের মাধ্যমে আপনাকে একশ টি মেন্টেন এর টাকা ব্যাংক একাউন্টে দেওয়া হবে। 

তবে, Bengla Awas Yojana New List 2021-22 এর কোনো নতুন আপডেট এলে আমরা পরবর্তী আর্টিকেল এর মাধ্যমে জানাবো।
Share Post


logoblog

Thanks for reading বাংলা আবাস যোজনা 2021 | বাংলা আবাস যোজনা 2021-22 এর নতুন লিস্ট

Previous
« Prev Post

10 comments: