Wednesday, July 2, 2025

PM Shram Yogi Maandhan Yojana 2025 || আবেদন করলে প্রতি মাসে 3000 টাকা পেনশন পাবে? জেনে নিন!!

  Deb Kumar       Wednesday, July 2, 2025
প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা 2025: আমাদের এই ভারতবর্ষ কে অর্থনৈতিক দিক থেকে উন্নত করার জন্য আমরা অনেকেই বিনিয়োগের কথা ভেবে থাকি। তাই এই কথা মাথায় রেখে কেন্দ্রীয় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদি সরকার 2019 সালে শুরু করেন "PM Shram Yogi Maandhan Yojana" বা (PM-SYM) এই যোজনায় মাত্র ৫৫ টাকা মাসিক বিনিয়োগ করলে আজীবন প্রতি মাসে 3000 টাকা পেনশন পাবেন।
PM Shram Yogi Maandhan Yojana 2025

আজকের এই প্রতিবেদনে আমরা (PM-SYM) বা 'প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা' সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
Table of Contents
  • PM Shram Yogi Maandhan Yojana 2025 পেনশন কি?
  • PM Shram Yogi Maandhan যোজনা কে কে আবেদন করতে পারবে?
  • PM-SYM কোন বয়সে কত টাকা জমা দিতে হয়?
  • কি কি সুবিধা পাবেন?
  • কীভাবে আবেদন করবেন? 
  • কারা PM Shram Yogi Maandhan স্কিমে PM-SYM আবেদন করতে পারবেন না?
  • কি কি ডকুমেন্টস লাগবে?

PM-SYM বা Maandhan পেনশন কি?

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 2019 সালে অর্থনৈতিক দিক থেকে উন্নত করার জন্য শুরু হয় পেনশন প্রকল্প যা Pradhan Mantri Shram Yogi Maandhan Yojana (PM-SYM)। শুধু মাত্র 55 টাকা মাসিক দিয়ে 60 বছর পর্যন্ত জমা হওয়ার পর প্রতি মাসে 3000 পেনশন পাবেন এই যোজনার মাধ্যমে।
এই যোজনা মূলত অসংগঠিত শ্রমিকদের জন্য, যারা ইপিএফও (EPFO), এনপিএস (NPS), বা ইনকাম ট্যাক্সের আওতায় পেনশন পাবেন।

PM Shram Yogi Maandhan যোজনা কে কে আবেদন করতে পারবে?

প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা 2025 সকলে আবেদন করতে পারবে না শুধুমাত্র যাদের বয়স 18 থেকে 40 বছর এবং মাসিক আয়: 15000 বা তার কম, কর্মক্ষেত্র মূলত অসংগঠিত শ্রমিকদের (যেমন – রিকশাওয়ালা, গৃহকর্মী, নির্মাণ শ্রমিক, আরো অনেকেই)
যাদের কোনো EPFO, NPS, অথবা ESIC নেই শুধুমাত্র তারাই এই PM Shram Yogi Maandhan যোজনায় আবেদন করতে পারবে।

PM-SYM কোন বয়সে কত টাকা জমা দিতে হবে?

প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা 2025 বয়স অনুযায়ী মাসিক টাকা জমা করতে পারবেন যেমন- 
  • 18 বছর 55 টাকা
  • 25 বছর 80 টাকা
  • 30 বছর 110 টাকা
  • 35 বছর 150 টাকা
  • 40 বছর 200 টাকা
PM Shram Yogi Maandhan Yojana 2025 Government matching contribution আপনি যত টাকা সরকারি এই যোজনায় দেবেন, সরকার ততটাই দেবেন প্রতিমাসে।

PM Shram Yogi Maandhan Yojana কি কি সুবিধা পাবেন?

প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা 2025 (PM-SYM) শুধু মাত্র 55 টাকা মাসিক টাকা জমা দিয়ে 60 বছর পর্যন্ত জমা হওয়ার পর প্রতি মাসে 3000 পেনশন পাবেন, অসংগঠিত শ্রমিকদের (যেমন – রিকশাওয়ালা, গৃহকর্মী, নির্মাণ শ্রমিক, আরো অনেকেই)
যাদের কোনো EPFO, NPS, অথবা ESIC নেই শুধুমাত্র তারাই এই PM Shram Yogi Maandhan যোজনায় সুবিধা পাবেন।

PM Shram Yogi Maandhan যোজনা কি কি ডকুমেন্টস লাগবে?

প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা 2025 আবেদন করতে যে প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে সেগুলো-
  1. আধার কার্ড। 
  2. ভোটার কার্ড। 
  3. নিজস্ব ব্যাংক একাউন্ট। 
  4. পাসপোর্ট সাইজ কালার ফটো।
  5. নিজস্ব মোবাইল নাম্বার।

PM Shram Yogi Maandhan Yojana 2025 কীভাবে আবেদন করবেন? 

প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা 2025 আবেদন করার জন্য নিকটবর্তী CSC (Common Service Centre) এর মাধ্যমে Apply করতে পারেন PM Shram Yogi Maandhan Yojana এর জন্য Aadhaar Card, Voter Card, Bank Passbook, Mobile Number দিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। রেজিস্ট্রেশনের পর পাবেন PM Shram Yogi Maandhan Yojana Pension Account Number এবং একটি Pension Card দেওয়া হবে সেটির মাধ্যমে অনলাইন maandhan.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে 'Self Enrollment' সমস্ত তথ্য সাবমিট করার পর Pension Card ও রেজিস্ট্রেশন নম্বর ডাউনলোড করতে হবে।

প্রিয় দর্শক আপনি যদি কোনও অসংগঠিত খাতে কাজ করেন বা পরিবারে কেউ করেন, তাহলে মাত্র 55 টাকা মাসিক দিয়ে 60 বছর পর্যন্ত জমা হওয়ার পর প্রতি মাসে 3000 পেনশন পাবেন, আপনি চাইলে আপনার ভবিষ্যৎ উন্নত করতে পারেন। তাই "PM Shram Yogi Maandhan Yojana 2025" আবেদন করতে আজই নিকটবর্তী CSC (Common Service Centre) তে গিয়ে অথবা অনলাইনে আবেদন করতে পারবেন।
Share Post


logoblog

Thanks for reading PM Shram Yogi Maandhan Yojana 2025 || আবেদন করলে প্রতি মাসে 3000 টাকা পেনশন পাবে? জেনে নিন!!

Newest
You are reading the newest post

No comments:

Post a Comment