আপনার কি "krishak bandhu" বন্ধ হয়ে গেছে, যদি 'কৃষক বন্ধু প্রকল্প' বন্ধ হয়ে যায় তাহলে কি করবেন? অথবা বন্ধ হয়ে যাওয়া krishak bandhu চালু কিভাবে করবেন? বা How to open krishak bandhu if it is closed? এই সমস্ত বিষয়ে আলোচনা করা হবে প্রতিবেদনে জানতে পারবেন।
কৃষক বন্ধু প্রকল্প ( krishak bandhu scheme )
পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প যার মাধ্যমে প্রত্যেক কৃষকরা প্রতিবছর খরিফ এবং রবি মরসুমে সর্বাধিক 10000 এবং সর্বনিম্ন 4000 টাকা করে বছরে টাকা করে দেওয়া হয়।
পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের উন্নয়নের কথা ভেবে যে প্রকল্প গুলো উপস্থাপন করেছেন সে সকল প্রকল্প কল্যাণমূলক বাংলার গর্ব হয়ে দাঁড়িয়েছে।ভারতবর্ষে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী যিনি পুরো ভারতবর্ষের সবচেয়ে বেশি প্রকল্প নিয়ে এসেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য কৃষি উন্নয়ন প্রকল্প 'krishak bandhu scheme' কৃষক বন্ধু।
এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক কৃষক বন্ধুরা অনেকটা সাবলম্বী এবং কৃষির উন্নত প্রযুক্তি ব্যবহার খুব সহজে করতে পারছেন। আপনারা নিশ্চয়ই জানেন কৃষক বন্ধুরা তাদের রুটি রুচি চালানোর জন্য কঠোর পরিশ্রম করে তাদের জন্য মুখ্যমন্ত্রীর "krishak bandhu scheme" উন্নয়নের প্রতীক হিসেবে কাজ করে। পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেক কৃষক ভাইরা এই প্রকল্পের বেনিফিট পাচ্ছে।
আপনি krishak bandhu scheme থেকে প্রত্যেক বছর টাকা পাচ্ছে, যদি হঠাৎ করে আপনার টাকা বন্ধ হয়ে যায় আপনার মাথার উপর আকাশ ভেঙ্গে পড়বে, তাই জেনে রাখা দরকার "কৃষক বন্ধু প্রকল্প" কেন বন্ধ হয়, কারণ কি? এবং বন্ধ হয়ে গেলে আপনার করণীয় কি জেনে নিন?
krishak bandhu scheme কেন বন্ধ হয়?
যদি আপনার krishak bandhu scheme বন্ধ হয়ে যায় এবং ব্যাংকের kyc প্রবলেম, আপনার যদি জিরো একাউন্টে টাকার পরিমাণ বেড়ে যায় বা রিসেন্ট আপনি ভোটার কার্ড বা আধার কার্ড সংশোধন করেছেন এক্ষেত্রেও মিস ম্যাচের কারণে আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হতে পারে।
সম্প্রতি দেখা গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্প সবচেয়ে বেশি বন্ধ হয়ে যাওয়া কারণ হিসেবে দেখা kyc problem যাদের তাঁরা টাকা পাচ্ছে না বা তাদের krishak bandhu scheme বন্ধ হয়ে গেছে।
কৃষক বন্ধু প্রকল্প বন্ধুর টাকা ঢুকবে না? কারণ জানুন
krishak bandhu কেন বন্ধ তাঁর কারণ জানতে দেখুন নিচের উল্লেখযোগ্য বিষয়।
- ব্যাংক একাউন্ট সমস্যা।
- kyc problem আপডেট।
- সম্প্রতি আধার কার্ড সংশোধন।
- জিরো একাউন্ট থেকে লেনদেন ওভার হয়ে যাওয়া।
এইসব কারণ হতে পারে আপনার krishak bandhu বন্ধ হয়ে যাওয়ার।
krishak bandhu প্রকল্প বন্ধ হলে চালু কিভাবে করবেন?
যদি আপনার krishak bandhu scheme বন্ধ হয়ে যায় তাহলে আপনাকে প্রথমে দেখতে হবে আপনার krishak bandhu kyc সমস্যা হয়ে গেছে কিনা, যদি আপনার kyc problem হয়ে গেছে তাহলে আপনাকে প্রথমে আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের বই জেরক্স নিয়ে আপনার স্থানীয় অঞ্চল অফিস বা BDO office গিয়ে krishak bandhu kyc problem আপডেট জন্য আবেদন করতে পারেন। আবেদন করার এক মাসের মধ্যে আপনার একাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা একাউন্টে ঢুকে যাবে।
যদি আপনার krishak bandhu scheme kyc problem হয়নি এবং আপনি টাকা পাচ্ছেন না তাহলে আপনি সত্বর আপনার স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা BDO অফিসে যোগাযোগ করে জেনে নিতে পারেন কিসের জন্য আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হয়েছে এবং সেই ভাবে আপনি আপনার সমস্যাটি BDO অফিসের মাধ্যমে জেনে সমাধান করতে পারেন।
krishak bandhu stutas check 2025 কিভাবে করবেন?
কৃষক বন্ধু প্রকল্পে নথিভূক্ত কৃষকের kishok bandhu beneficiary stutas check online করার জন্য আপনাকে krishak bandhu অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে।
প্রথমে www.krishakbandhu.net অফিসিয়াল ওয়েবসাইট গুগল সার্চ করে ওপেন করবেন।
এরপর নীচের দিকে কৃষক বন্ধু অপশনে ক্লিক করুন।
পরবর্তী পেজটিতে ওপেন হবে, যেখানে নথিভূক্ত কৃষকের তথ্য অপশনে ক্লিক করবেন।
এখন নথিভূক্ত কৃষকের Voter ID বা krishak bandhu id নম্বর দিয়ে I'm not a robot বক্সে ক্লিক করে সার্চ ক্লিক করলেই পরবর্তী পেজটি ওপেন হবে।
এরপর নথিভূক্ত কৃষকের সমস্ত তথ্য দেখতে পাবেন।
এখানে "krishak bandhu stutas" কৃষকদের সম্পূর্ণ ডিটেইলস ও Status এবং Transaction Status দেখতে পাবেন। যদি আপনার Status এর কাছে Approved ও Transaction Status এর কাছে Account valid দেখতে পান তাহলে আপনার কৃষকবন্ধু প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা জুন ও জুলাই মাসের মধ্যে পাবেন।
krishak bandhu payment date 2025
কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা আপনারা চলতি মাসের শেষের দিকে অর্থাৎ জুলাই মাসের শেষ সপ্তাহ আপনারা krishak bandhu প্রকল্পের টাকা আপনাদের একাউন্টে ঢুকে যাবে।
No comments:
Post a Comment