Wednesday, June 25, 2025

WB Krishak Bandhu Status Check 2025 || কৃষক বন্ধু কবে টাকা পাবেন স্ট্যাটাস চেক করুন!!

  Deb Kumar       Wednesday, June 25, 2025
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য প্রত্যেক কৃষক কে 5,000 টাকা পরিবর্তে সর্বাধিক 10,000 টাকা আর্থিক সাহায্য করা। এই ঘোষণার পরীক্ষিততে দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন শুরু হয়। যে সকল কৃষক এই দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন কিংবা জমির পরিমাণ যুক্ত করেছেন সেই "krishak bandhu status" আপনি আপনার মোবাইল এর মাধ্যমে খুব সহজেই অনলাইন দেখতে পাবেন। এই "কৃষক বন্ধু স্ট্যাটাস চেক" কিভাবে করবেন জেনে নিন। 
krishak bandhu status check west bengal

কৃষক বন্ধু প্রকল্পের আওতায় প্রতিবছর খরিফ (kharif) কিংবা রবি (Rabi) শস্যের জন্য সর্বাধিক 10000 টাকা এবং সর্বনিম্ন 4000 টাকা করে আর্থিক প্রদান করেন রাজ্য সরকার। তাই আপনার আবেদন Approved হয়েছে কিনা কিভাবে আপনার "krishak bandhu new status check online" করবেন।

কৃষক বন্ধু কবে টাকা পাবেন?

এই "Krishak Bandhu" প্রকল্পের আওতায় প্রত্যেক সর্বাধিক 10,000 টাকা এবং সর্বনিম্ন 4000 টাকা আর্থিক সাহায্য করা দুটি কিস্তিতে খরিফ (kharif) কিংবা রবি (Rabi) শস্যের জন্য। 
আপনারা সকলেই রবি (Rabi) শস্যের জন্য টাকা পেয়েছিলেন, এখন কৃষকদের একাউন্টে আসতে চলেছে আগামী জুলাই মাসে খরিফ (kharif) মরসুমের সর্বাধিক 5,000 টাকা এবং সর্বনিম্ন 2000 টাকা। কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করে আপনারা জেনে নিন।

WB Krishak Bandhu Status Check Online 2025

কৃষক বন্ধু প্রকল্পে খরিফ (kharif) কিংবা রবি (Rabi) শস্যের জন্য আপনার অ্যাপ্লিকেশন বা আবেদন Approved হয়েছে কিনা এবং একাউন্ট স্ট্যাটাস চেক করতে আপনাকে-
  • প্রথমে আপনাকে যেকোন ব্রাউজার ওপেন করে গুগলে krishak bandhu লিখে সার্চ করতে হবে।
  • এরপর krishakbandhu.net এই ওয়েবসাইটে ক্লিক করবেন।
  • পরবর্তী পেজে কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে, সেখানে আপনাকে নিচের দিকে "নথিভুক্ত কৃষকের তথ্য" অপশনে ক্লিক করুন।
  • এবার "নথিভুক্ত কৃষকের তথ্য" অপশনে ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হবে সেখানে আপনাকে আপনার Voter card, Aadhar card, Bank account number, KBID, Mobile number, Acknowledgement number, যেকোনো একটি সিলেক্ট করে নম্বর বসিয়ে এবং I'm not a robot চেক বক্সে ঠিক মার্ক দিয়ে Search অপশনে ক্লিক করুন। 
এবার দেখতে পাবেন আপনার krishak bandhu সম্পূর্ণ স্ট্যাটাস। 
এছাড়াও আপনি WhatsApp Number এর মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারবেন।

প্রিয় দর্শক আজকে এই প্রতিবেদনে "krishak bandhu status check 2025" কিভাবে করবেন তা আপনাদের সম্পূর্ণ তথ্য শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো সমস্যা কিংবা মতামত থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
Share Post


logoblog

Thanks for reading WB Krishak Bandhu Status Check 2025 || কৃষক বন্ধু কবে টাকা পাবেন স্ট্যাটাস চেক করুন!!

Previous
« Prev Post

2 comments:

  1. জুন মাসে দেওয়ার কথা ছিল এখনও আসেনি?

    ReplyDelete
  2. Website open koba hoba?

    ReplyDelete