Saturday, June 28, 2025

Taruner Swapna Prakalpa 2025 || মোবাইল কেনার 10,000 টাকা কবে পাবেন? দেখুন এখুনি!!

  Deb Kumar       Saturday, June 28, 2025
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মাধ্যমিক পাশের শিক্ষার্থীদের "তরুণের স্বপ্ন প্রকল্প" Taruner Swapna Prakalpa 2025 মোবাইল কেনার 10,000 টাকা দেওয়া হয়। যে সকল শিক্ষার্থীরা সবেমাত্র ক্লাস একাদশ পড়ছো তারা সকলে চিন্তিত আছো যে "তরুণের স্বপ্ন প্রকল্প" মোবাইল এবং ট্যাব কেনার 10,000 টাকা কবে দেওয়া হবে? এই "Taruner Swapna Prakalpa 2025" কবে থেকে আবেদন শুরু হবে? কি কি ডকুমেন্টস লাগবে? মোবাইল এবং ট্যাব কেনার 10,000 টাকা কবে দিবে আজকের এই প্রতিবেদনে শেয়ার করবো।
taruner swapna scheme 2025

Table Of Contents
  • তরুণের স্বপ্ন প্রকল্প আবেদন পদ্ধতি।
  • কি কি ডকুমেন্টস প্রয়োজন।
  • যোগ্যতা কি কি রয়েছে। 
  • তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কবে দেওয়া হবে?

Taruner Swapna Prakalpa 2025 

এই "তরুণের স্বপ্ন প্রকল্প" চালু হয়েছিল কোভিড চলাকালীন শিক্ষার্থীদের অনলাইন পড়াশোনার জন্য মোবাইল এবং ট্যাব কেনার 10,000 টাকা আর্থিক সহায়তা করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই Taruner Swapna প্রকল্পের মূল উদ্দেশ্য হলো শিক্ষার বিস্তার ও আধুনিকতার মূল ভিতকে আরও সহজ এবং সরল করে তোলা।

Taruner Swapna Prakalpa 2025 আবেদন কিভাবে করবে? 

এই 'তরুণের স্বপ্ন' প্রকল্পে সাধারণত স্কুলের মাধ্যমে আবেদন করা হয়ে থাকে, সম্পূর্ণ ফর্ম ফিলাপ থেকে শুরু করে টাকা দেয়া পর্যন্ত স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষিকাদের ভূমিকা অপরিসীম থাকে। তাই শিক্ষার্থীদের কোনরকম অসুবিধা হয় না।

Taruner Swapna Prakalpa 2025 প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে। 

তরুণের স্বপ্ন প্রকল্প আবেদন করতে যে সমস্ত ডকুমেন্টস সাধারণত প্রয়োজন সেগুলো-
আধার কার্ড।
  • মাধ্যমিক এডমিট কার্ড।
  • শিক্ষার্থীর নিজস্ব ব্যাংক একাউন্ট।
  • শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ফটো।
  • একাদশ শ্রেণির ভর্তির রিসিভ কপি।

Taruner Swapna Prakalpa 2025 আবেদনের যোগ্যতা 

এই "তরুণের স্বপ্ন" প্রকল্প আবেদন করতে শিক্ষার্থীদের কি কি যোগ্যতার প্রয়োজন? সেগুলো-
  • মাধ্যমিক পাস হতে হবে। 
  • নতুন শ্রেণীতে ভর্তি হতে হবে। 
শিক্ষার্থীর বাড়িতে কেউ যদি চাকরি করেন তাহলেও এই Taruner Swapna Prakalpa মোবাইল এবং ট্যাব কেনার 10,000 টাকা সকলেই পাবেন।

Taruner Swapna Prakalpa 2025 কবে টাকা দেওয়া হবে? 

"তরুণের স্বপ্ন" প্রকল্পের টাকা কবে দেওয়া হবে তা রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, রাজ্যের প্রত্যেকটি জেলার শিক্ষা দপ্তরের দ্বারা স্কুলের প্রধান শিক্ষককে Taruner Swapna Prakalpa 2025 আবেদন শুরু করার নির্দেশ পাঠানো হয়েছে। ইতিমধ্যে কয়েকটি জেলায় এই প্রকল্পের আবেদনের কাজ শুরু হয়ে গিয়েছে এবং মোবাইল এবং ট্যাব কেনার 10,000 টাকা খুব শীঘ্রই শিক্ষার্থীদের ব্যাংক একাউন্টে টাকা চলে আসবে।
সাধারণত এই প্রকল্পের টাকা অক্টোবর ও নভেম্বর মাসের মধ্যে দেওয়া শুরু হয়, এই বছর পুজোর আগে মোবাইল এবং ট্যাব কেনার 10,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 
স্নেহের ছাত্র/ছাত্রীরা, এই Taruner Swapna Prakalpa 2025 টাকা তোমাদের ব্যাংক একাউন্টে আসবে। এই নিয়ে কোন চিন্তা করার প্রয়োজন নেই, তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করো। 
Share Post


logoblog

Thanks for reading Taruner Swapna Prakalpa 2025 || মোবাইল কেনার 10,000 টাকা কবে পাবেন? দেখুন এখুনি!!

Previous
« Prev Post

No comments:

Post a Comment