লক্ষীর ভান্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা কবে ঢুকবে?
আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 2021 সালের সেপ্টেম্বর মাসে "লক্ষীর ভান্ডার" প্রকল্পটি চালু করে। এখন থেকে 'লক্ষীর ভান্ডার' প্রকল্পে প্রত্যেক মহিলাকে 1000 টাকা এবং তপশিলি উপজাতিদের 1200 টাকা করে দেওয়া হবে। বিধানসভা ভোটের পূর্বে কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের 5000 টাকার পরিবর্তে 10000 টাকা করা হয়েছে। তাই কৃষক বন্ধুরা উন্নত এবং আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছে, এবার আগামী লোকসভা ভোটে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন Lakshmir Bhandar প্রকল্প থেকে সাধারণ গরিব ও মধ্যবিত্ত মহিলাদের প্রতিমাসে 500 টাকার পরিবর্তে 1000 টাকা এবং তপশিলি উপজাতিদের জন্য 1000 টাকার পরিবর্তে 1200 টাকা করা হয়েছে।
Lakshmir Bhandar July নতুন আপডেট
'লক্ষীর ভান্ডার' প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারের একটি সামাজিক উন্নয়ন নয় এটি govt of wb দ্বারা চালিত এবং এর মাধ্যমে একটি পরিবারের মহিলা যাদের বয়স 25 থেকে 60 বছর পর্যন্ত সমস্ত মহিলা এর আওতায় প্রতি মাসে টাকা পাবেন। পশ্চিমবঙ্গ সমস্ত মহিলাদের স্বনির্ভরশীল করার জন্য Lakshmir Bhandar প্রকল্পটি শুরু করা হয়েছে। এই টাকা দিয়ে গ্রাম বাংলার মহিলাদের কুটির শিল্পের মাধ্যমে ও পশু পালনের মাধ্যমে স্বনির্ভর হচ্ছে। প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয়। যদি আপনি এই সুবিধা পাচ্ছেন এবং আপনি যদি নতুন আবেদন করে থাকেন তাহলে আপনি Lakshmir Bhandar July Payment Date টাকা কবে ঢুকবে? জানতে পারবেন।
Lakshmir Bhandar Status Check 2025
যদি আপনি 'লক্ষীর ভান্ডার' Lakshmir Bhandar Status Check কিভাবে করবেন দেখুন-
- প্রথমে আপনার মোবাইল যেকোনো ব্রাউজারে বা গুগল গিয়ে সার্চ করুন lakshmir bhandar
- এবার আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট আসবে আপনি এই socialsecurity.wb.gov.in এই ওয়েবসাইটে ওপেন করবেন।
- এবার অফিসিয়াল ওয়েবসাইটটিতে ওপেন করুন এবং Track Application Status অপশনটিতে ক্লিক করবেন।
- এরপর নতুন একটি পেজ আসবে সেখানে আপনার লক্ষীর ভান্ডারের এপ্লিকেশন আইডি /মোবাইলে নম্বর / স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার / আধার নাম্বার যে কোনো একটি সিলেক্ট করে নম্বর বসাবেন।
- এখন captcha কোর্ডটি বসিয়ে search অপশনে ক্লিক করুন।
এই ভাবে 'লক্ষ্মীর ভান্ডার' Lakshmir Bhandar Status সমস্ত ডিটেলস চলে আসবে এবং পরবর্তী কিস্তি কবে পাবে তার সম্পূর্ণ তথ্য আপনি দেখতে পাবেন।
Lakshmir Bhandar New Application Status Check
যদি আপনি lakshmir bhandar এর জন্য আবেদন নতুন করে আবেদন করে থাকেন তাহলে আপনি Application Status Check করতে পারবেন মোবাইল দিয়ে, মোবাইল থেকে এপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য-
প্রথমে যেকোনো ব্রাউজারে কিংবা গুগল গিয়ে টাইপ করুন socialsecurity.wb.gov.in এবং সার্চ করুন।
এবার Lakshmir Bhandar New Application Status Check করতে আবেদনকারীর মোবাইলে নম্বর / স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে নীচে captcha কোর্ডটি বসিয়ে Get OTP ক্লিক করুন।
এবার আপনার মোবাইল OTP আসবে সেটি বসিয়ে Track Applicant Status ক্লিক করলে New Application Status দেখতে পাবেন, যদি রিজেক্ট থাকে তাহলে পুনরায় আপনাকে আবেদন করতে হবে।
লক্ষীর ভান্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা কবে ঢুকবে?
যদি আপনার 'লক্ষীর ভান্ডার' প্রকল্পের টাকা পেয়ে থাকেন বা নতুন করে আবেদন করেছেন এখনো পর্যন্ত টাকা আপনার একাউন্টে ঢুকেনি? তাহলে বর্তমান জুলাই মাসের আপনার টাকা 1 তারিখ থেকে 10 তারিখ এর মধ্যে একাউন্টে ঢুকে যাবে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে 'lakshmir bhandar july payment date' ঘোষণা করেছেন। তাই আপনারা কেউ হতাশ হবেন না কোনরকম চিন্তা ছাড়াই এই মাসের টাকা আপনারা প্রথম সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন।
প্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনে আমরা 'লক্ষীর ভান্ডার' প্রকল্পের স্ট্যাটাস চেক, কত টাকা করে দেয়া হবে, নতুন এপ্লিকেশন স্ট্যাটাস চেক, lakshmir bhandar july payment date কবে তা আপনাদের সম্পূর্ণ শেয়ার করলাম, যদি কোনরকম সমস্যার সম্মুখীন হন তাহলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং Follow করুন।
No comments:
Post a Comment