Thursday, March 28, 2024

ভোটার লিস্ট বের করার সহজ উপায় || voter list download 2024

  banglaprakalpa.in       Thursday, March 28, 2024
আপনি কি নতুন ভোটার কার্ড এর জন্য আবেদন করছেন, এখনও পর্যন্ত আপনি আপনার ভোটার কার্ড পাননি। তাহলে কি ভাবে বুঝবেন যে আপনার ভোটার কার্ড হয়েছে কিনা? আসুন জেনে নেই কিভাবে অনলাইনে ভোটার লিস্ট বের করার সহজ পদ্ধতি। আজকের এই প্রতিবেদনে "voter list download 2024" চেক করার উপায় স্টেপ বাই স্টেপ।
west bengal voter list


লোকসভা ভোট আগামী 19 এ এপ্রিল থেকে দেশের লোকসভা ভোটের প্রথম দফা ভোট শুরু হচ্ছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন 'west bengal voter list' নতুন লিস্ট প্রকাশ করেছেন অফিসিয়াল ওয়েবসাইটে। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে 7 দফায় ভোট সম্পন্ন কথা নির্বাচন কমিশন বলেছেন।

ভোটার কার্ড কি?

ইলেক্ট্রোল আইডেন্টিটি কার্ড বা ভোটার কার্ড হলো একজন নাগরিকের দেশের মানুষ হিসেবে পরিচিতি বা দেশের নাগরিকত্ব বলা হয়। যা একজন নাগরিকদের কাছে দেশের গৌরব। এই ভোটার কার্ড 18 বছর পুরুষ/মহিলা পেয়ে থাকে। এই ভোটার কার্ড আধার কার্ড এর মতো পরিচয় পত্র হিসেবে গ্ৰহন করা হয়। ভোট দেওয়ার সময় ভোটার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এককথায় ভোটার কার্ড একজন নাগরিকের ইলেক্ট্রোল আইডেন্টিটি কার্ড।

পশ্চিমবঙ্গে 7 দফায় ভোট কবে কোন জেলায়?

পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় কবে ভোট রয়েছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চিন্তা রয়েছে? 
সাত দফায় ভোট সম্পন্ন করার দাবীতে নির্বাচন কমিশন।

প্রথম দফা ভোট শুরু হবে, 19 এপ্রিল শুক্রবার।
কোন জেলার ভোট রয়েছে দেখুন!
  • আলিপুরদুয়ার,
  • জলপাইগুড়ি।
  • কোচবিহার,

দ্বিতীয় দফার ভোট শুরু হবে, 26 এপ্রিল শুক্রবার।
কোন জেলার ভোট রয়েছে দেখুন!
  • দার্জিলিং,
  • বালুরঘাট।
  • রায়গঞ্জ,

তৃতীয় দফা ভোট শুরু হবে 7 মে মঙ্গলবার।
কোন জেলার ভোট রয়েছে দেখুন!

  • জঙ্গিপুর,
  • মুর্শিদাবাদ।
  • মালদা উত্তর,
  • মালদা দক্ষিণ,

চতুর্থ দফার ভোট শুরু হবে 13 মে সোমবার
কোন জেলার ভোট রয়েছে দেখুন!
  • বীরভূম,
  • কৃষ্ণনগর,
  • বহরমপুর,
  • বোলপুর,
  • বর্ধমান পূর্ব,
  • বর্ধমান,
  • দুর্গাপুর,
  • রানাঘাট,
  • আসানসোল।

পঞ্চম দফা ভোট শুরু হবে 20 মে সোমবার
কোন জেলার ভোট রয়েছে দেখুন!
  • ব্যারাকপুর,
  • হুগলি,
  • বনগাঁ,
  • শ্রীরামপুর,
  • আরামবাগ,
  • হাওড়া,
  • উলবেড়িয়া।

ষষ্ঠ দফায় ভোট শুরু হবে 25 মে শনিবার
কোন জেলার ভোট রয়েছে দেখুন!

  • বাঁকুড়া,
  • বিষ্ণুপুর,
  • ঝারগ্রাম,
  • পুরুলিয়া,
  • তমলুক,
  • কাঁথি,
  • ঘাটাল,
  • দুই মেদিনীপুর।

সপ্তম দফায় ভোট শুরু হবে 1 জুন শনিবার
কোন জেলার ভোট রয়েছে দেখুন!

  • বসিরহাট,
  • জয়নগর,
  • ডায়মন হারবার,
  • দমদম,
  • বারাসাত,
  • মথুরাপুর,
  • যাদবপুর,
  • কলকাতা দক্ষিণ,
  • কলকাতা উত্তর।

ভোটার লিস্ট বের করার সহজ উপায় || wb voter list download 2024

লোকসভা ভোট এর নতুন লিস্ট বা voter list pdf download করতে, 

প্রথম আপনি voter card এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করুন।

নীচের লিঙ্কে ক্লিক করুন - Click Here

অফিসিয়াল ওয়েবসাইট এর হোম পেজ এ Electoral Roll (Voter List) এই অপশনটিতে ক্লিক করুন।
এবার আপনার State, District, Assembly Constituency, Captcha বসিয়ে VERIFY ক্লিক করুন তাহলে voter list pdf download হবে।

***ভোটের রেজাল্ট 4 জুন মঙ্গলবার।***

"voter list download 2024" কিভাবে করবেন, তা আপনাদের সম্পূর্ণ শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো মতামত থাকে বা সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
logoblog

Thanks for reading ভোটার লিস্ট বের করার সহজ উপায় || voter list download 2024

Newest
You are reading the newest post

1 comment: