Wednesday, October 12, 2022

Super Cyclone Sitrang: সুপার সাইক্লোন সিত্রাং এর ক্ষমতা কত হতে পারে? ঘূর্ণিঝড় সিত্রাং নামকরণ দেয় কোন দেশ? কবে হবে এই সুপার সাইক্লোন ঘূর্ণিঝড়? জানুন বিস্তারিত!!

  Deb Kumar       Wednesday, October 12, 2022
দীপাবলির আগে ধেয়ে আসতে চলেছে বঙ্গোপসাগর উপকূলীয় বিস্তীর্ণ এলাকায় সুপার সাইক্লোন সিত্রাং। দেশ থেকে বর্ষায় বিদায়, ঠিক এই সময় বিপর্যস্ত করে যাবে সেই 'আমফান' ঘূর্ণিঝড়ের মতো, প্রায় 150 থেকে 200 কিমি বেগে তাণ্ডব চালাবে, 'Super Cyclone Sitrang' বা ঘূর্ণিঝড় সিত্রাং ঠিক এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
Super Cyclone Sitrang

ঘূর্ণিঝড় সিত্রাং নামকরণ দেয় কোন দেশ?
এই সুপার সাইক্লোন 'সিত্রাং' থাইল্যান্ড এর দেওয়া নামকরণ। এই 'Super Cyclone Sitrang' ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া এন্ড দ্য প্যাসিফিক এলাকার 13 টি দেশের তালিকায় রয়েছে মায়ানমার, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, থাইল্যান্ড, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, শ্রীলঙ্কা, সৌদি আরব, ইরান প্রভৃতি দেশগুলি। 2020 সালে এই 13 টি দেশ 13 টি করে নাম দিয়ে প্রায় 169 টি ঘূর্ণিঝড়ের নামের তালিকা তৈরি করে। সেই অনুযায়ী সম্প্রতি আশঙ্কা করা ঘূর্ণিঝড়ের নাম হবে সিত্রাং। এই Super Cyclone Sitrang' বা ঘূর্ণিঝড় সিত্রাং নামকরণ দিয়েছে থাইল্যান্ড

সুপার সাইক্লোন সিত্রাং এর ক্ষমতা কত হতে পারে?
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, 17ই এবং 18ই অক্টোবরের মধ্যে তৈরি হওয়া একটি নিম্নচাপ 18 থেকে 19শে অক্টোবরের মধ্যে ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। তখন এর কেন্দ্রে বাতাসের গতিবেগ থাকবে প্রায় ঘন্টায় 150 থেকে 200 কিলোমিটার পর্যন্ত। এটি পরে সুপার সাইক্লোনে পরিনত হবে এবং যার সর্বোচ্চ গতিবেগ প্রায় ঘন্টায় 250 কিলোমিটার। 

Super Cyclone Sitrang উপকূলে কবে আছড়ে পড়বে?
কবে হবে এই সুপার সাইক্লোন ঘূর্ণিঝড়?
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, 24 অক্টোবর থেকে 25 অক্টোবরের মধ্যে ভারত ও বাংলাদেশ উপকূলীয় বিস্তীর্ণ এলাকায় সুপার সাইক্লোন 'সিত্রাং' আছড়ে পড়বে। এই Super Cyclone Sitrang' বা ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূলের উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এবং ধীরে ধীরে তার গতিবেগ কমবে। তবে কিন্তু, আবার নতুন পূর্বাভাস অনুযায়ী Super Cyclone Sitrang' বা ঘূর্ণিঝড় সিত্রাং অন্ধপ্রদেশ উপকূলীয় স্থলভাগে প্রবেশ করতে পারে। তাই এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূল এবং অন্ধপ্রদেশ উপকূল ও বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায়।
Share Post


logoblog

Thanks for reading Super Cyclone Sitrang: সুপার সাইক্লোন সিত্রাং এর ক্ষমতা কত হতে পারে? ঘূর্ণিঝড় সিত্রাং নামকরণ দেয় কোন দেশ? কবে হবে এই সুপার সাইক্লোন ঘূর্ণিঝড়? জানুন বিস্তারিত!!

Previous
« Prev Post

No comments:

Post a Comment