আজকে আমরা এই আর্টিকেল এর মাধ্যমে Happy Diwali 2022 এর কালী পুজো Kali Pujo দিনক্ষন কবে? এবং মা কালীর পুষ্পাঞ্জলি মন্ত্র ও প্রার্থনা সম্পর্কে বিস্তারিত জানাবো।
ইংরেজিতে Diwali যার অর্থ বাংলাতে দীপাবলি। এই kali puja 2022 বা দীপাবলি তে আমরা প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে মায়ের আরাধনা বা পুজো করে থাকি। দীপাবলি (Deepaboli) বা কালীপুজোর বৈদিক কিছু নিয়ম আছে, যা আপনি আপনার বাড়ির পুজোতে ব্যবহার করতে পারেন আপনি নিজেই।
কালী পুজোর দিনক্ষন কবে? Kali Puja 2022 Date & Time
আগামী 24 অক্টোবর সোমবার মা কালীপুজোর দিনক্ষন সূর্যসিদ্ধান্ত অনুযায়ী। এই অমাবস্যা তিথিতে 24 অক্টোবর, সন্ধ্যা 4/57/6 থেকে 25 অক্টোবর অপঃ 4/26/26 মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে।
➡️ কালীপুজোর অমৃত যোগ :- দিবা ঘ 7|20 মধ্যে ও 8|48 গতে 10|59 মধ্যে এবং রাত্রি ঘ 7|26 গতে 10|55 মধ্যে ও 2|24 গতে 3|26 মধ্যে।
মা কালীর পুষ্পাঞ্জলি মন্ত্র ও প্রার্থনা বা Kali Puja Pranam Mantra
এই কালীপুজো বা দীপাবলি তে আপনি যদি প্রার্থনা মন্ত্র
'এষ ধুপঃ ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ'
বলতে পারেন তাহলে আপনার পরিবারের সবার মঙ্গল করবে মা।
এছাড়াও
➡️পঞ্চফল প্রদানের মন্ত্র :-
'ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ পঞ্চফলম সমর্পয়ামি।'
➡️ কর্পূর প্রদানের মন্ত্র :-
'ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ আরাত্রিকম সমর্পয়ামি।'
➡️ পুষ্প প্রদানের মন্ত্র :-
'এষ গন্ধপুষ্পে ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ'
➡️ দুধ স্নানাদি প্রদানের মন্ত্র :-
'ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ পয়স্নানাম সমর্পয়ামি।'
মা কালীর প্রণাম মন্ত্র Kali Puja Pranam Mantra
এই মন্ত্র বলে মায়ের চরণে সমাপন হলে সংসারে অশান্তি ও অসুখ থেকে মুক্তি পেতে পারেন।
➡️ মা কালীর প্রণাম মন্ত্র :-
'ওঁ ক্রীং ক্রীং হৃং হৃং হিং হিং দক্ষিণে কালীকে ক্রীং ক্রীং ক্রীং হৃং হৃং হ্রীং হ্রীং হ্রীং স্বহা। ওঁ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণীধর্মার্থমোক্ষদে দেবী নারায়ণী নমোস্তুতে।' এবং পুজোর সময় 108 বার জপ মন্ত্র 'ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ' বলুন।
হিন্দু সনাতন ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। তবে এই দেবীর আরাধনা সর্বজনবিদিত। এবং বাংলায় kali puja 2022 দীপাবলি বা শ্যামা পুজো ছোট থেকে বড় সবাই মায়ের পূজো করে।
সবাইকে জানাই শুভ দীপাবলি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
No comments:
Post a Comment