Monday, September 19, 2022

লক্ষ্মীভান্ডার টাকা কবে পাবেন? lakshmir bhandar status check কিভাবে করবেন জানুন বিস্তারিত!!

  Deb Kumar       Monday, September 19, 2022

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ TMC সরকার সম্প্রতি, রাজ্যের মহিলাদের সহায়তা প্রদানের জন্য lakshmir bhandar চালু করে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের মহিলাদের মাসিক আয় সহায়তা প্রদান করে তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, এবং যারা এই স্কিমের বা প্রকল্পে আবেদনের করেছে বা আওতায় মাসিক 500/- করে সুবিধা
প্রদান করা হয়। বর্তমানে সেপ্টেম্বর 2022 এর টাকা এখন পর্যন্ত সক্রিয় ভাবে যাদের আ্যকাউন্টে টাকা জমা হতো, তারা এখনও সেপ্টেম্বর মাসের টাকা জমা হয়নি। "lakshmir bhandar status check" করে দেখতে পারেন আপনার লক্ষ্মীভান্ডার টাকা কবে পাবেন? এছাড়াও সম্পূর্ণ লিস্ট দেখতে পাবেন আপনার লক্ষ্মীভান্ডার অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে।

lakshmir bhandar status


How to lakshmir bhandar status check online // লক্ষ্মীভান্ডার স্ট্যাটাস চেক কিভাবে করবেন -
পশ্চিমবঙ্গের সকল মহিলা নাগরিক যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত রয়েছে, তাদের আবেদনের স্ট্যাটাস চেক করার জন্য বা সেপ্টেম্বর 2022 এর টাকা কবে পাবেন জানতে পারবে, lakshmir bhandar status check online এর মাধ্যমে।
স্বাস্থ্য সাথী কার্ড অনলাইন আবেদন পদ্ধতি 2022 || new swasthya sathi card online apply 2022 || বিস্তারিত জানুন!!

লক্ষ্মীভান্ডার স্ট্যাটাস চেক করতে -

  • আপনাকে socialsecurity.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করতে হবে।
🔷☞ লক্ষ্মীভান্ডার অফিসিয়াল ওয়েবসাইট লিংক - Click Here
  • এরপর ওয়েবসাইটের হোমপেজ আপনার যে মোবাইল নম্বরটি lakshmir bhandar প্রকল্পে দেওয়া আছে সেই মোবাইল নম্বরটি বসিয়ে নীচে Generate OTP অপশনে ক্লিক করবেন।
  • এখন আপনার মোবাইল নম্বরে যে OTP এসেছে সেটা বসিয়ে Login করুণ।
  • এরপর আবেদনকারীর প্রোফাইল ওপেন হবে সেখানে আপনার সমস্ত ডিটেইলস সহ আ্যকাউন্ট স্ট্যাটাস চেক করুন।

লক্ষ্মীভান্ডার অফিসিয়াল ওয়েবসাইট শুধু মাত্র 2 pm থেকে 2.30 pm এবং 11 pm থেকে 11.30pm প্রতিদিন server খোলা থাকবে।

প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "lakshmir bhandar status check online" কিভাবে করবেন, তা আপনাদের সম্পূর্ণ শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো মতামত থাকে বা সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।

Share Post


logoblog

Thanks for reading লক্ষ্মীভান্ডার টাকা কবে পাবেন? lakshmir bhandar status check কিভাবে করবেন জানুন বিস্তারিত!!

Previous
« Prev Post

No comments:

Post a Comment