তার আগে জেনে নিন যে এই "bangla sosya bima" দুই বার আবেদন করতে হয়, প্রথমে খরিফ মরশুমে ও দ্বিতীয় বার রবি শস্যের জন্য। কৃষক বন্ধু ও পিএম কিষান এর মতো এই BSB বা বাংলা শস্য বীমা এক বার আবেদন করলে আপনি টাকা পাবেন না। ইতিমধ্যে কিন্ত bangla sosya bima 2022 অবেদন শুরু হয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতিগ্রস্ত হয় তাই "এগ্রিকালচারাল ইন্সুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড" ও রাজ্য সরকারের মিলে কৃষকের ফসল ক্ষতিপূরণ বীমা প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করে। 

Bangla sosya bima 2022 আবেদন করার শেষ তারিখ কবে?
বাংলা শস্য বীমা ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ অফিসিয়াল ওয়েবসাইট নোটিশ অনুযায়ী প্রকাশিত হয়েছে, আগামী 31/08/22 ধান চাষের ক্ষেত্রে শেষ তারিখ বলা হয়েছে।
Bangla sosya bima 2022 আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন?
বাংলা শস্য বীমা নতুন করে আবেদন করতে যেসব ডকুমেন্টস প্রয়োজন সেগুলো -
- ভোটার কার্ড।
- আধার কার্ড।
- ব্যাঙ্ক একাউন্ট পাসবই।
- নিজস্ব জমির খতিয়ান পরচা বা দলিল।
- ভাগচাষীদের ক্ষেত্রে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র।
Bangla sosya bima 2022 অবেদন পদ্ধতি?
বাংলা শস্য বীমা কৃষকের জমির ফসল বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ফসল ক্ষতির জন্য বীমা দেয়। তাই রাজ্য সরকার ও বীমা কোম্পানি তথা "এগ্রিকালচারাল ইন্সুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড" খরিফ মরশুমে "Bangla sosya bima 2022" অবেদন শুরু হয়েছে। আপনারা BSB বা বাংলা শস্য বীমা অনলাইন আবেদন করতে পারবেন না, শুধুমাত্র অফলাইন পদ্ধতিতে আবেদন করতে পারেন এর জন্য আপনাকে আপনার স্থানীয় অঞ্চল অফিস কিংবা বিডিও বা কৃষি দপ্তর থেকে ফর্ম নিয়ে নতুন করে আবেদন করতে পারবেন।
বাংলা শস্য বীমা 2022 ফর্ম ডাউনলোড লিংক - Click Here
এই আবেদন করতে আবেদনকারীর ডিটেইলস, ভোটার কার্ড, ব্যাঙ্ক একাউন্ট পাসবই ডিটেইলস, জমির পরিমাণ বিবরণ, ও মোবাইল নম্বর দিয়ে ফর্মটি ফিলাপ করে বিডিও বা কৃষি দপ্তরে জমা করতে হবে। যদি আপনার চাষের 50% ক্ষতি হয় তাহলে আপনি সরাসরি আপনার ব্যাঙ্ক একাউন্টে টাকা পাবেন।
JAKIR HOSSAIN
ReplyDelete736165
ReplyDeleteJAKIR HOSSAIN