Sunday, May 22, 2022

আধার কার্ডের ঠিকানা পরিবর্তন বা সংশোধন অনলাইন পদ্ধতি || Aadhar card address change online কিভাবে করবেন? জেনে নিন!

  Deb Kumar       Sunday, May 22, 2022
আপনার আধার কার্ডের ঠিকানা ভুল রয়েছে, সংশোধন করতে চাইছেন? এখন অনলাইন রয়েছে এর বিকল্প। কারণ আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে বাড়িতে বসে খুব সহজে আপনার "aadhar card address change online" করতে পারবেন। এর জন্য আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন? এবং কিভাবে সংশোধন বা পরিবর্তন করবেন তা আপনাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ শেয়ার করবো।
aadhar card address change online
Aadhar card address change করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন?
আধার কার্ডের ঠিকানা পরিবর্তন বা সংশোধন অনলাইন করার জন্য যেসব ডকুমেন্ট লাগবে সেগুলো হলো -
  1. ভোটার কার্ড।
  2. রেশন কার্ড।
  3. ছোটদের ক্ষেত্রে জন্ম সার্টিফিকেট। 
  4. রেজিস্ট্রার মোবাইল নম্বর।
Aadhar card address change online কিভাবে করবেন?
আপনার আধার কার্ডের ঠিকানা পরিবর্তন বা সংশোধন যেভাবে করবেন জেনে নিন! 
  • প্রথমে আপনাকে Unique Identification Authority of India (UIDAI) অফিসিয়াল ওয়েবসাইট myaadhaar.uidai.gov.in লিখে গুগলে বা ব্রাউজারে সার্চ করতে হবে।
➡️myaadhaar.uidai.gov.in অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক- Click Here 
  • এরপর অফিসিয়াল ওয়েবসাইট হোম পেজে Login অপশনে ক্লিক করে আপনি যে আধার কার্ড আপডেট করতে চাইছেন সেই আধার কার্ডের নম্বর ও ক্যাপচার কোড বসিয়ে Sent OTP অপশনে ক্লিক করবেন, এবার আপনার মোবাইল একটি OTP আসবে সেটি বসিয়ে নীচে Login অপশনে ক্লিক করবেন। 
  • এখন আপনার আধার কার্ড Login হওয়ার পর myaadhaar ওয়েবসাইটে যে সমস্ত Service গুলো পাবেন তা সম্পূর্ণ ভাবে দেখতে পাবেন এবং আপনার "addhar card address change online" করতে "Update Addhar Online" অপশনটিতে ক্লিক করতে হবে।
aadhar card change address
  • পরবর্তী পেজ ওপেন হবে সেখানে "Proceed To Update Aadhar" এই অপশনে ক্লিক করবেন।
  • এরপর পরবর্তী পেজটিতে আবেদনকারীর আধার কার্ডের যেটা পরিবর্তন বা সংশোধন করবেন সেই অপশন ক্লিক করে Select করে "Proceed To Update Aadhar" অপশনে ক্লিক করতে হবে।
  • পরবর্তী নতুন পেজটিতে আবেদনকারীর Current Details দেখতে পাবেন এবং নীচের দিকে Details To Be Updated অপশনে নতুন করে যে ঠিকানার পরিবর্তন ও সংশোধন করবেন সেই ঠিকানা সম্পূর্ণ সঠিক ভাবে ফিলাপ করবেন এবং নীচের দিকে সাপোর্ট ডকুমেন্টস লাগবে (সেক্ষেত্রে আপনার ভোটার কার্ড কিংবা জন্ম সার্টিফিকেট) যেটি আপলোড করবেন সেটা Select করে আপলোড করবেন, এরপর নীচে দুটিতে ঠিক মার্ক দিয়ে Next অপশন ক্লিক করেবেন। 
  • এবার আপনার সামনে নতুন পেজ ওপেন হবে সেখানে "Aadhar card address change online" এর জন্য আপনাকে 50 টাকা দিতে হবে।
আপনার পেমেন্ট Success হলে নীচে Download Acknowledgement অপশনে ক্লিক করে আপনি আপনার শিলিপ ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনার আধার কার্ড 15 দিন পর পোষ্ট অফিস মাধ্যমে নতুন করে পেয়ে যাবেন।
প্রিয় দর্শক আজকে এই আর্টিকেল মাধ্যমে "addhar card address change online" কিভাবে করবেন তা আপনাদের সম্পূর্ণ শেয়ার করলাম, আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো মতামত থাকে বা সমস্যা থাকে সেক্ষেত্রে নীচে কমেন্ট বক্সে জানতে পারবেন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
Share Post


logoblog

Thanks for reading আধার কার্ডের ঠিকানা পরিবর্তন বা সংশোধন অনলাইন পদ্ধতি || Aadhar card address change online কিভাবে করবেন? জেনে নিন!

Previous
« Prev Post

No comments:

Post a Comment