Sunday, September 5, 2021

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন পদ্ধতি | Swami vivekananda scholarship online apply

  Deb Kumar       Sunday, September 5, 2021
বর্তমানে (Covid-19) মহামারির জটিল পরিস্থিতির জন্য 2021 সালে পশ্চিমবঙ্গের যে সকল শিক্ষার্থী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রেজাল্ট 60% বা তাঁর বেশি মার্কস পেয়েছে এবং নতুন কোর্সে ভর্তি হয়েছে। সেই সকল শিক্ষার্থীরা "Swami vivekananda scholarship online apply" করতে পারবেন।
আজকে আমরা এই আর্টিকেল এর মাধ্যমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি? এই স্কলারশিপ এর জন্য কারা আবেদন করতে পারবে? এবং কি কি ডকুমেন্ট লাগবে? স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন পদ্ধতি? বিস্তারিত আলোচনা করবো। 
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি?
পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপ বা আর্থিক সাহায্য করে থাকে যা 'স্বামী বিবেকানন্দ স্কলারশিপ' নামে পরিচিত। এই স্কলারশিপ আগামী অক্টোবর মাস থেকে 2022 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত নতুন করে আবেদন করতে পারবেন। এর স্কলারশিপ আওতায় সমস্ত ছাত্র ছাত্রী 12000 টাকা আর্থিক সাহায্য পাবেন।
Swami vivekananda scholarship online apply
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর জন্য কারা আবেদন করতে পারবে? 
সেই সকল শিক্ষার্থীরা  করতে চাইছেন, আবেদনকারীর যেসকল যোগ্যতার প্রয়োজন সেগুলো -
  1. আবেদনকারী ছাত্র ও ছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. যে সমস্ত ছাত্র ও ছাত্রীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রেজাল্ট 60% বা তাঁর বেশি মার্কস পেয়েছে এবং নতুন কোর্সে ভর্তি হয়েছে সেই ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন।
  3. এছাড়াও আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় 2.5 লক্ষ টাকা বা তাঁর কম হতে হবে।
আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন?
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর জন্য আবেদন করতে আবেদনকারীর যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেগুলো -
  • আধার কার্ড 
  • নিজেস্ব-ঘোষনাপত্র (Self Declaration Form)
  • শেষ পরীক্ষার মার্কশীট
  • মাধ্যমিক পরীক্ষার এডমিড কার্ড
  • M.L.A সুপারিশপত্র (M. L.A Recommendation Copy)
  • বর্তমান কোর্সে ভর্তির বিবরণ বা রশিদ
  • ইনকাম সার্টিফিকেট 
  • ব্যাংক একাউন্ট ফন্ট পেজ জেরক্স কপি
  • পাসপোর্ট সাইজ কালার ফটো

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন পদ্ধতি?
বর্তমানে (Covid-19) মহামারির জটিল পরিস্থিতির জন্য "Swami vivekananda scholarship online apply" করতে হবে। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ GAN/SC/ST/OBC সকলে আবেদন করতে পারবে। তাই আবেদন করার জন্য আবেদনকারীকে -
1. প্রথমে svmcm.wbhed.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে আসার পর Register Here অপশনে ক্লিক করতে হবে।

svmcm.wbhed.gov.in অফিসিয়াল ওয়েবসাইট লিংক - Click Here 

2. এই Register Here অপশনে ক্লিক করার পর, নীচের দিকে স্কলারশিপ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পাবেন এরপর ওই তথ্যগুলি পড়ে 'This is to declare that I have read the instructions properly and I agree to abide by them' এই Tick Box-এ টিক দিয়ে Proceed for Registration অপশনে ক্লিক করুন।

3. এরপর পরবর্তী পেজটিতে নতুন রেজিস্ট্রেশন করার জন্য Apply for Fresh Application অপশনে ক্লিক করতে হবে।

4. এবার পূর্ববর্তী পরীক্ষা বা শেষ যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো সেই সমস্ত ডিটেইলস দিয়ে, এরপর আবেদনকারীর প্রাথমিক তথ্য মোবাইল নং, ইমেল, রিলিজেন ইত্যাদি দিয়ে স্কলারশিপের জন্য রেজিস্ট্রেশন করতে হবে।এরপর বর্তমানে যে কোর্স নিয়ে পড়াশুনা করছেন সেই কোর্সের সমস্ত বিবরণ দিয়ে আবেদনকারীকে একটি পাসওয়ার্ড (নিজের নাম ও স্পেশাল কেরেকটার দিতে হবে যাতে পাসওয়ার্ডটি স্ট্রং হয়) তৈরি করতে হবে, যেটা পরবর্তীতে লগইন করতে লাগবে। নীচে আবেদনকারীর সমস্ত ডিটেলস শো করবে। রেজিস্ট্রেশনের পর, আবেদনকারী একটি Application ID পাবে। যার সাহায্যে অনলাইন লগইন করতে পারবে। এই Application ID টি লিখে রাখতে হবে, পরবর্তী লগইন করার জন্য।

5. এরপর আবেদনকারীকে Application ID এবং Password দিয়ে লগইন করতে হবে। পরবর্তী পেজটিতে Dashboard-এ Edit Profile/Application অপশনে ক্লিক করে অনলাইন আবেদন ফর্মটি সম্পূর্ণ তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং আবেদনকারীর স্ক্যান করা ছবি ও সই ওয়েবসাইটে আপলোড করতে হবে। এরপর Save & Next অপশনে ক্লিক করতে হবে।
6. পরবর্তী পেজে আবেদনকারীকে বেশ কিছু ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। এই ডকুমেন্ট গুলি হলো –
  • আধার/রেশন/ভোটার কার্ড
  • শেষ পরীক্ষার মার্কশিট
  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
  • শেষ পরীক্ষার অ্যাডমিট কার্ড
  • ব্যাংক একাউন্টে জেরক্স কপি
  • ইনকাম সার্টিফিকেট
  • বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি হয়েছেন তাঁর রসিদ
এই সমস্ত ডকুমেন্ট PDF ফরম্যাটে আপলোড করে Submit Application অপশনে ক্লিক করতে হবে।

7. এরপর আবেদনকারীর দেওয়া সমস্ত নথিপত্র অনলাইনে সেভ হয়ে যাবে। এই সমস্ত তথ্য আর একবার ভালো করে দেখে নেবেন তার পর Finalize Application অপশনে ক্লিক করতে হবে।
এখন পশ্চিমবঙ্গ স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপের অনলাইন আবেদন পদ্ধতি শেষ। আপনি যদি স্ট্যাটাস চান তাহলে আপনাকে Application ID এবং Password দিয়ে লগইন করে দেখতে পারেন।
তো প্রিয় দর্শক আজকে আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনলাইন আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনাকরলাম। যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা সরাসরি নীচে কমেন্ট বক্সে জানতে পারেন।
Share Post


logoblog

Thanks for reading স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন পদ্ধতি | Swami vivekananda scholarship online apply

Previous
« Prev Post

No comments:

Post a Comment