Friday, August 22, 2025

Duare Sarkar camp list 2025 // দুয়ারে সরকার ক্যাম্প কোথায় এবং কবে? চালু হবে লিস্ট চেক করে দেখুন!!

  Deb Kumar       Friday, August 22, 2025
Duare Sarkar 2025: মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একান্ত উদ্যোগে "দুয়ারে সরকার" কর্মসূচি চালু হয়েছে। এই "Duare sarkar camp list 2025" মাধ্যমে সাধারণ মানুষের বিভিন্ন ধরনের প্রকল্পের বিশেষ সুযোগ সুবিধা পাচ্ছেন। আগামী সেপ্টেম্বর মাসে কবে, কোথায়? দুয়ারে সরকার কর্মসূচি পুনরায় চালু হবে এবং "আমাদের পাড়া, আমাদের সমাধান" নতুন প্রকল্পের মাধ্যমে সাধারন মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সুবিধাগুলো খুব সহজেই পেয়ে যাবেন। 
duare sarkar camp 2025

আগামী duare sarkar camp কবে? কোথায় হবে? তা আপনি সরাসরি অনলাইন এর মাধ্যমে খুব সহজেই দেখে নিতে পারবেন। আজকের এই প্রতিবেদনে "দুয়ারে সরকার ক্যাম্প" কর্মসূচি আপনার এলাকার সম্পূর্ণ লিস্ট কিভাবে দেখবেন তা আপনাদের শেয়ার করবো। 

দুয়ারে সরকার ক্যাম্প কোন কোন কর্মসূচির সুবিধা পাবেন?

"দুয়ারে সরকার ক্যাম্প" duare sarkar camp list 2025 বিভিন্ন প্রকল্পের কর্মসূচির সুবিধা সাধারণ মানুষ পাবেন সেগুলো-
  1. খাদ্য সাথী। 
  2. স্বাস্থ্য সাথী। 
  3. কাস্ট সার্টিফিকেট (SC, ST & OBC)।
  4. শিক্ষাশ্রী।
  5. তপশিলি বন্ধু। 
  6. জয় জোহার। 
  7. কন্যাশ্রী। 
  8. রূপশ্রী। 
  9. মানবিক। 
  10. কৃষক বন্ধু। 
  11. ঐক্যশ্রী।
  12. লক্ষীর ভান্ডার। 
  13. স্টুডেন্ট ক্রেডিট কার্ড।
  14. আধার কার্ড সংক্রান্ত বিভিন্ন সুবিধা।
  15. বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। 
  16. আমাদের পাড়া, আমাদের সমাধান।
এছাড়াও বিভিন্ন প্রকল্প সুবিধা আপনারা এই "duare sarkar camp list 2025" পাবেন।

দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট চেক কিভাবে করবে?

আগামী সেপ্টেম্বর মাসে আপনার এলাকার দুয়ারে সরকার ক্যাম্প কত তারিখে হবে? এবং কোথায় হবে? তা আপনার মোবাইল এর মাধ্যমে অনলাইন দেখতে পারবেন এর জন্য আপনাকে -
  • প্রথমে Duare Sarkar অফিসিয়াল ওয়েবসাইট ds.wb.gov.in ওপেন করুন।
  • এরপর হোম পেজে Find Your Camp এই অপশনে ক্লিক করুন। 
duare sarkar camp 2025

  • এবার আপনার সামনে পরবর্তী নতুন পেজ ওপেন হবে সেখানে আপনার District, Block/Local Body ও GP/Ward নাম Select করলে দেখতে পাবেন অনলাইন সম্পূর্ণ Duare Sarkar কর্মসূচির লিস্ট।
অফিসিয়াল ওয়েবসাইট লিংক - Click Here 
সাধারণ মানুষের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন সুবিধা গুলো পাবেন, আপনাদের বিভিন্ন প্রকল্পের জন্য সরাসরি BDO অফিস যাওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে duare sarkar camp list 2025 "দুয়ারে সরকার ক্যাম্প" অল্প সময়ে আপনার বিভিন্ন প্রকল্পের সুবিধাগুলো খুব তাড়াতাড়ি পেয়ে থাকেন।
Share Post


logoblog

Thanks for reading Duare Sarkar camp list 2025 // দুয়ারে সরকার ক্যাম্প কোথায় এবং কবে? চালু হবে লিস্ট চেক করে দেখুন!!

Newest
You are reading the newest post

No comments:

Post a Comment