Tuesday, July 8, 2025

e-Ration Card Download 2025 || রেশন কার্ড ডাউনলোড কিভাবে করবে? জেনে নিন!!

  Deb Kumar       Tuesday, July 8, 2025
আপনার কি রেশন কার্ড হারিয়ে গিয়েছে, বা নতুন করে রেশন কার্ড অ্যাপ্লাই করেছেন, তাহলে কিভাবে 'রেশন কার্ড ডাউনলোড' (e-Ration Card Download) করবেন? আপনি আপনার রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর (Food and Supplies Department) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজে ই-রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন।
ration card download

পশ্চিমবঙ্গ রেশন কার্ড ডাউনলোড করার পদ্ধতি (e-Ration Card) জেনে নিন। 
পশ্চিমবঙ্গের 'e-Ration Card Download' আপনি মূলত দুটি উপায়ে আপনার রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন।
পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইট থেকে এবং DigiLocker অ্যাপের মাধ্যমে।

e-Ration Card Download 2025 // পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইট কিভাবে ডাউনলোড করবে দেখুন - 

রেশন কার্ড ডাউনলোড করার জন্য -
  • প্রথমে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in ওপেন করুন।
  • এরপর ওয়েবসাইটের হোমপেজে "Special Services" অথবা "ই-সিটিজেন" (e-Citizen) অপশনে ক্লিক করুন।
  • এবার "Ration Card" অথবা "E-Ration Card" অপশনটি বেছে নিন।
  • এখন "Download e-Ration Card" বা "Click to download e-Ration Card" লিঙ্ক দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।
  • আপনাকে আপনার রেশন কার্ড নম্বর এবং রেশন কার্ডের ক্যাটাগরি (যেমন AAY, PHH, SPHH, RKSY-I, RKSY-II) নির্বাচন করতে বলা হবে।
ration card download

  • এরপর আপনার পরিবারের সকল সদস্যদের রেশন কার্ড নাম্বার ও আধার নম্বর দেখতে পাবেন আপনার যে আধার কার্ডটি ডাউনলোড প্রয়োজন সেই রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি Send OTP অপশনে ক্লিক করুন। 
  • এবার পরবর্তী পেজ ওপেন হবে সেখানে আপনার Download E-Ration Card এ রেশন কার্ডের নম্বর ও ক্যাপচা বসিয়ে Search ক্লিক করলে, আপনি আপনার ই-রেশন কার্ডটি PDF ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। এটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন।
এই ই-রেশন কার্ডটি ডিজিটাল রেশন কার্ডের মতোই বৈধ হবে।

DigiLocker অ্যাপের মাধ্যমে e-Ration Card Download

ভারত সরকারের তথা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের একটি ডিজিটাল ডকুমেন্ট ওয়ালেট 'DigiLocker' এর মাধ্যমেও আপনি আপনার রেশন কার্ড ডাউনলোড করতে পারেন।
  • প্রথমে আপনার মোবাইল দিয়ে DigiLocker অ্যাপটি ডাউনলোড করুন বা তাদের ওয়েবসাইটে (digilocker.gov.in) যান।
  • এরপর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, তাহলে আধার নম্বর ও মোবাইল নম্বর ব্যবহার করে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। যদি থাকে, তাহলে লগইন করবেন।
  • এবার লগইন করার পর "Issued Documents" বা "Get Issued Documents" অপশনে ক্লিক করবেন।
  • এরপর "Ration Card" লিখে সার্চ করুন আপনার রাজ্য (যেমন: West Bengal) এবং তারপর "Food and Civil Supplies Department" অপশনে ক্লিক করবেন।
এখন আপনার রেশন কার্ড নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে "Get Document" অপশনে ক্লিক করলে আপনার রেশন কার্ডটি DigiLocker এ চলে আসবে, যা আপনি খুব সহজে 'রেশন কার্ড ডাউনলোড' করতে পারবেন।

শেষ কথা...

1. 'e-Ration Card Download' বা রেশন কার্ড ডাউনলোডের জন্য আপনার আধার কার্ড এবং মোবাইল নম্বর রেশন কার্ডের সাথে লিঙ্ক করা থাকতে হবে।
2. ই-রেশন কার্ড ডিজিটাল ফরম্যাটে থাকবে এবং এর বৈধতা ডিজিটাল রেশন কার্ডের সমান। আপনি এটি প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন।
3. যদি আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকে, তাহলে আপনাকে প্রথমে সেটি লিঙ্ক করাতে হবে। এই কাজটিও সাধারণত সংশ্লিষ্ট খাদ্য দপ্তরের ওয়েবসাইটে অনলাইন বা অফলাইনে করা যায়।
আপনার যদি রেশন কার্ড সংক্রান্ত অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।
Share Post


logoblog

Thanks for reading e-Ration Card Download 2025 || রেশন কার্ড ডাউনলোড কিভাবে করবে? জেনে নিন!!

Newest
You are reading the newest post

No comments:

Post a Comment