West Bengal Weather Update Today -
আলিপুর আবহাওয়া দফতরের নতুন আপডেট খবর অনুযায়ী আগামী শনিবার থেকে বুধবারের মধ্যে কলকাতা সহ সমগ্ৰ দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ ও প্রবল বৃষ্টির সম্ভাবনা এছাড়াও প্রবল হাওয়া হতে পারে ঠিক এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যে কলকাতা সহ সমগ্ৰ দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় 42 ডিগ্রি পেরিয়ে গেছে।
উত্তরবঙ্গের মানুষজন এই গরমে অভ্যস্ত নয়। পাহাড়ি জেলাগুলোতেও এই গরমের হল্কা বুঝতে পারা যাচ্ছে, দার্জিলিং ও কালিম্পং ছাড়া, বাকি সকল জেলাতে একই অবস্থা বলে জানানো হয়েছে। এই বৃষ্টি হওয়ার পরে তাপমাত্রা প্রায় 5-6 ডিগ্রি কমতে পারে বলে মনে করা যাচ্ছে।
তীব্র গরম থেকে নিজেকে রক্ষা করতে কি কি করবেন দেখুন -
Weather Update অনুযায়ী ভীষন গরমে সকল বঙ্গবাসী হাঁসফাঁস করছে। তাই এই গরম থেকে নিজেকে রক্ষা করতে যে কাজ করবেন দেখুন..
- প্রথমত পর্যাপ্ত পরিমাণে জল খাবেন।
- প্রয়োজন পরলে দুপুরে ও বিকেলে এক গ্লাস করে নুন ও লেবুর জল খাবেন।
- AC বা কুলারের বেশিক্ষণ থাকবেন না।
- ফ্রিজের জল বেশি পরিমাণে পান করবেন না।
- বিনা কোনও কারণ ছাড়াই 11 টা থেকে বিকেল 3 পর্যন্ত বাড়ির বাইরে যাবেন না।
- শ্বাস কষ্ট বা হাঁপানি থাকলে আপনি সরাসরি আপনার নিকটবর্তী হাসপাতালে ভর্তি হতে পারেন।
এই ছিল আজকের Weather Update খবর, যদি আপনার কোনও মতামত থাকে তাহলে আপনি নীচে কমেন্ট বক্সে জানতে পারেন, জনস্বার্থে এই প্রতিবেদন শেয়ার করুণ।
No comments:
Post a Comment