Friday, April 21, 2023

WB Weather Update News || পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে বৃষ্টি হবে? জানিয়ে দিলো আবহাওয়া দফতর, কোথায় কোথায় বৃষ্টি হবে জেনে নিন!!

  Deb Kumar       Friday, April 21, 2023
কবে হবে বৃষ্টি, এই নিয়ে চিন্তিত পরো বঙ্গবাসী। WB Weather Update আলিপুর আবহাওয়া দফতরের দিকে তাকিয়ে সকলে। তীব্র গরমের জন্য সকল স্কুল বন্ধ, এছাড়াও তাপমাত্রা দিন দিন 42 ডিগ্রি পার হয়েছে। কিন্তু অবশেষে বৃহস্পতিবার বৃষ্টির খবর নিয়ে নতুন আপডেট দিলো আবহাওয়া দফতর। আগামী 4-5 দিনের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা, এছাড়াও গতকাল উত্তর বঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টিপাত হয়েছে। 
wb weather update news

West Bengal Weather Update Today -

আলিপুর আবহাওয়া দফতরের নতুন আপডেট খবর অনুযায়ী আগামী শনিবার থেকে বুধবারের মধ্যে কলকাতা সহ সমগ্ৰ দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ ও প্রবল বৃষ্টির সম্ভাবনা এছাড়াও প্রবল হাওয়া হতে পারে ঠিক এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যে কলকাতা সহ সমগ্ৰ দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় 42 ডিগ্রি পেরিয়ে গেছে। 
উত্তরবঙ্গের মানুষজন এই গরমে অভ্যস্ত নয়। পাহাড়ি জেলাগুলোতেও এই গরমের হল্কা বুঝতে পারা যাচ্ছে, দার্জিলিং ও কালিম্পং ছাড়া, বাকি সকল জেলাতে একই অবস্থা বলে জানানো হয়েছে। এই বৃষ্টি হওয়ার পরে তাপমাত্রা প্রায় 5-6 ডিগ্রি কমতে পারে বলে মনে করা যাচ্ছে। 

তীব্র গরম থেকে নিজেকে রক্ষা করতে কি কি করবেন দেখুন - 

Weather Update অনুযায়ী ভীষন গরমে সকল বঙ্গবাসী হাঁসফাঁস করছে। তাই এই গরম থেকে নিজেকে রক্ষা করতে যে কাজ করবেন দেখুন..
  • প্রথমত পর্যাপ্ত পরিমাণে জল খাবেন। 
  • প্রয়োজন পরলে দুপুরে ও বিকেলে এক গ্লাস করে নুন ও লেবুর জল খাবেন। 
  • AC বা কুলারের বেশিক্ষণ থাকবেন না। 
  • ফ্রিজের জল বেশি পরিমাণে পান করবেন না। 
  • বিনা কোনও কারণ ছাড়াই 11 টা থেকে বিকেল 3 পর্যন্ত বাড়ির বাইরে যাবেন না। 
  • শ্বাস কষ্ট বা হাঁপানি থাকলে আপনি সরাসরি আপনার নিকটবর্তী হাসপাতালে ভর্তি হতে পারেন। 

এই ছিল আজকের Weather Update খবর, যদি আপনার কোনও মতামত থাকে তাহলে আপনি নীচে কমেন্ট বক্সে জানতে পারেন, জনস্বার্থে এই প্রতিবেদন শেয়ার করুণ। 
Share Post


logoblog

Thanks for reading WB Weather Update News || পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে বৃষ্টি হবে? জানিয়ে দিলো আবহাওয়া দফতর, কোথায় কোথায় বৃষ্টি হবে জেনে নিন!!

Previous
« Prev Post

No comments:

Post a Comment